বিলাসী মন | লেখাঃ নীভু
কবিতা – বিলাসী মন
.
মনেরি আনাচে কানাচে
ঘুরে তুমি স্বপ্নে রাজে
তোমারি কাজলী আঁকে
প্রেম জাগে হৃদয়ে ভাঁজে,,
লুকিয়ে কলি খেলছে সাজে
কত ভ্রমোর বিন’দবাসে
কত শনি র্ঘুনি পাকে
স্বপ্নে ভেসে যায় দুঃখ বিলাসে,,
অজানা দিক ছুটছে বাগে
প্রেম আঙিনার আশে পাশে
উঠেছে রবি ডাকছে সাজে
যৌবন ভরা ফুল বাগানে,,
তোর হাঁসির মিষ্টি ভাঁজে
প্রেমের কলি ফুঠে সাজে
তোর চাহুনির মায়ার মধু
প্রেমে মরে যায় কবি সাধু।
কত ভ্রমোর বিন’দবাসে
কত শনি র্ঘুনি পাকে
স্বপ্নে ভেসে যায় দুঃখ বিলাসে,,
অজানা দিক ছুটছে বাগে
প্রেম আঙিনার আশে পাশে
উঠেছে রবি ডাকছে সাজে
যৌবন ভরা ফুল বাগানে,,
তোর হাঁসির মিষ্টি ভাঁজে
প্রেমের কলি ফুঠে সাজে
তোর চাহুনির মায়ার মধু
প্রেমে মরে যায় কবি সাধু।
.
কবিতা – মায়া গগন
.
হৃদয় খাঁচায় বন্দী করে
ভালোবাসা সন্দী সরে
রেখেছি তোমায় আপন করে
ও…. সোনা বন্ধু….রে।
আমার চলার ছায়ায় করে
জোছনা রাতের তাঁরার মাঝে
রেখেছি তোমায় প্রিয় করে
ও…. প্রাণো বন্ধু….রে।
তোর চলার সঙ্গী করে
কাজল মাখা অঙ্গে করে
চাদর মাখা আদর করে
সোনার দেহে রেখো মোরে
যেওনা চেড়ে….
ও….সোনা বন্ধু… রে।
প্রেম জমা সকল করে
নাকের মধ্যে রবি করে
রেখো খুব যত্নে করে
যেওনা কোথাও আমায় চেড়ে
ও….প্রিয় বন্ধু….রে।
জোছনা রাতের তাঁরার মাঝে
রেখেছি তোমায় প্রিয় করে
ও…. প্রাণো বন্ধু….রে।
তোর চলার সঙ্গী করে
কাজল মাখা অঙ্গে করে
চাদর মাখা আদর করে
সোনার দেহে রেখো মোরে
যেওনা চেড়ে….
ও….সোনা বন্ধু… রে।
প্রেম জমা সকল করে
নাকের মধ্যে রবি করে
রেখো খুব যত্নে করে
যেওনা কোথাও আমায় চেড়ে
ও….প্রিয় বন্ধু….রে।
No comments
info.kroyhouse24@gmail.com