নীল বেদনা | লেখাঃ নীভু
কবিতা – নীল বেদনা
সেই কি আমারে বুঝে না
দুঃখ নীল বেদনা
একলা একা পথ চলা
হৃদয় গভীরে যন্ত্রণা,,
সেই কি আমারে বুঝে না
অন্ধ ভরা কাঞ্চনা
একলা একা আবেগ বোমা
ছুটে চলা জমাট ঘুমা,,
সেই কি আমারে বুঝে না
আশার ভোরে ঢিল ছুড়া
নীল গগনে মেঘ জমা
শুণ্য হাওয়া দীল ঘুড়া,,
সেই কি আমারে বুঝে না
কে তোমারে হতে দে না
কৃষ্ণকলি সাজে গয়না
ডাকি তোর পাগল সোনা।
অন্ধ ভরা কাঞ্চনা
একলা একা আবেগ বোমা
ছুটে চলা জমাট ঘুমা,,
সেই কি আমারে বুঝে না
আশার ভোরে ঢিল ছুড়া
নীল গগনে মেঘ জমা
শুণ্য হাওয়া দীল ঘুড়া,,
সেই কি আমারে বুঝে না
কে তোমারে হতে দে না
কৃষ্ণকলি সাজে গয়না
ডাকি তোর পাগল সোনা।
কবিতা-প্রদীপ বাতি
তোমায় ভেবে দিন চলে যায়
আসবে কখন এ হৃদয়ে পাড়ায়
তুমি বিনা লাগে না যে ভালো
দিন কেটে যায় অন্ধ কালো,,
সাথী ছারা জ্বলে না প্রদীপ বাতি
জীবন হয়ে গেলো কষ্টের অমৃতী
ভালো লাগে না জীবন পাড়ায়
তুমি বিনা একলা পথ চলায়,,
সাজিয়ে রাখলাম হৃদয়ে বাগান
সুগন্ধি নিতে এসো না এ পাড়ায়
ছুয়ে যাবে কখন জানি এ আমায়
ঘুরি আমি একলা ভবপুরের ছড়ায়,,
খুঁজি আমি রোদেলা মাথা ছাতায়
বাঁধবো কখন এ বুকের ভেড়ায়
খুঁজি আমি মনে মনে, মনের ছড়ায়
মিশে আছো কোন শোক তাঁরায়।
জীবন হয়ে গেলো কষ্টের অমৃতী
ভালো লাগে না জীবন পাড়ায়
তুমি বিনা একলা পথ চলায়,,
সাজিয়ে রাখলাম হৃদয়ে বাগান
সুগন্ধি নিতে এসো না এ পাড়ায়
ছুয়ে যাবে কখন জানি এ আমায়
ঘুরি আমি একলা ভবপুরের ছড়ায়,,
খুঁজি আমি রোদেলা মাথা ছাতায়
বাঁধবো কখন এ বুকের ভেড়ায়
খুঁজি আমি মনে মনে, মনের ছড়ায়
মিশে আছো কোন শোক তাঁরায়।
No comments
info.kroyhouse24@gmail.com