ভালোবাসার গল্প
একটা স্বপ্ন দিন বদলের
একটা স্বপ্ন গানে
একটা স্বপ্ন খুঁজে বেড়ায়
সফলতার মানে।
একটা স্বপ্ন গানে
একটা স্বপ্ন খুঁজে বেড়ায়
সফলতার মানে।
একটা স্বপ্ন ঘামে ভেজা
একটা স্বপ্ন রোদ্দুরে
একটা স্বপ্ন জলের স্রোতে
ভাটিয়ালি গান ধরে।
একটা স্বপ্ন রোদ্দুরে
একটা স্বপ্ন জলের স্রোতে
ভাটিয়ালি গান ধরে।
একটা স্বপ্ন হয় ক্ষণিকের
একটা স্বপ্ন ভরে মন
একটা স্বপ্ন প্রচার করে
সুস্থ থাকার বিজ্ঞাপন।
একটা স্বপ্ন ভরে মন
একটা স্বপ্ন প্রচার করে
সুস্থ থাকার বিজ্ঞাপন।
একটা স্বপ্ন খামখেয়ালি
একটা স্বপ্ন অর্থে মোরা
একটা স্বপ্ন শব্দের ছুতোয়
কবিতা হয় বিশ্বজোড়া।
একটা স্বপ্ন অর্থে মোরা
একটা স্বপ্ন শব্দের ছুতোয়
কবিতা হয় বিশ্বজোড়া।
একটা স্বপ্ন বিষন্নতায়
একটা স্বপ্ন সুখ চাবি
একটা স্বপ্ন দুঃখ সরায়
আনন্দতার ভৈরবী।
একটা স্বপ্ন সুখ চাবি
একটা স্বপ্ন দুঃখ সরায়
আনন্দতার ভৈরবী।
একটা স্বপ্ন ছন্নছাড়া
একটা স্বপ্ন থাকে ঘরে
একটা স্বপ্ন অগোচরেই
মনের মধ্যে বিরাজ করে।
একটা স্বপ্ন থাকে ঘরে
একটা স্বপ্ন অগোচরেই
মনের মধ্যে বিরাজ করে।
একটা স্বপ্ন অজুহাতে
একটা স্বপ্ন কর্মে
একটা স্বপ্ন বদলায় মন
নিজস্বতার ধর্মে।
একটা স্বপ্ন কর্মে
একটা স্বপ্ন বদলায় মন
নিজস্বতার ধর্মে।
একটা স্বপ্ন অভিমানে
একটা স্বপ্ন সহজতায়
একটা স্বপ্ন খুব গোপনে
বন্ধুত্বের হাত বাড়ায়।
একটা স্বপ্ন সহজতায়
একটা স্বপ্ন খুব গোপনে
বন্ধুত্বের হাত বাড়ায়।
একটা স্বপ্ন বন্দী ফ্রেমে
একটা স্বপ্ন মুক্ত আকাশ
একটা স্বপ্ন ফেরী করে
ভালোবাসা বারোমাস।
একটা স্বপ্ন মুক্ত আকাশ
একটা স্বপ্ন ফেরী করে
ভালোবাসা বারোমাস।
পারমিতা সাহা_
No comments
info.kroyhouse24@gmail.com