এ বাঙালিকে কিছুতেই খুশি করা যাবেনা
সাকিব্বাই সেঞ্চুরি করলো আর দলকে জিতালো! এই সেঞ্চুরিটাকে পরিক্ষার ৮০+ মার্ক ধরা যাক আর জয়টাকে ধরা যাক পরীক্ষায় পাস।
.
পাস করে ৮০+ মার্ক পেয়ে মার্ক পেয়ে পরিবারে কাছে এলাম,
“ বাবা, মা আমি পাস করেছি! ৮০% মার্ক এসেছে আমার। ”
মা সাথে,সাথে রেগে গেলো! বাবা মুখ গোমড়া করে বসে আছে। মা রেগে গিয়ে বলতে লাগলো,
“ আরো বেশি, বেশি মোবাইল টিপলেইতো ভালো করতা! মার্ক ৮০% কেন? আরো বেশি হলোনা কেন? ৯০% আসলেওতো পারতো। ”
বাবা মুখ গোমড়া করা থেকে উঠে বলে,
“ এতো,এতো টাকা পড়ার পিছনে খরচ করে আর লাভ কি? এতোকিছু না করে বিয়ে দিয়ে দিলেই আমি বাঁচি! হ্যাঁ, বিয়েটা দিয়ে দিতেই হবে। ”
.
রাতে যখন পড়াতে স্যার আসে,
.
রাতে যখন পড়াতে স্যার আসে,
“ স্যার আমি পাস করছি! ৮০% মার্ক এসেছে আমার? ”
“ বাহ! খুবই ভালো করেছোতো। ”
কিছুক্ষণ পর মা স্যারের জন্যে নাস্তা নিয়ে এলো! মা স্যারকে বললো,
“ পড়ালেখায় এতো জিরো হলে হবে? মাত্র ৮০% মার্ক এসেছে। আরো ভালো করলেওতো পারতো। ভালো করে চাপ দেন পড়ালেখায়! এতো, এতো খরচ যায় ওর পড়ালেখার পিছনে। ”
স্যার আমার দিকে তাকিয়ে বলে,
“ হ্যাঁ তানি আরো ভালোওতো করতে পারতে! ৯০% মার্ক এলোনা কেন? ”
.
এ বাঙালিকে কিছুতেই খুশি করা যাবেনা!
.
এ বাঙালিকে কিছুতেই খুশি করা যাবেনা!
No comments
info.kroyhouse24@gmail.com