পহর | নীভু
একটি মেয়ে দাড়িয়ে আছে বাস স্টাফে
কেউ একজন আসার কথা ছিল তার কাছে
এদিক ওদিক দেখে নজর বেড়ায় ইশারাতে
ভীতু ভীতু মুখে কি যেন বলে যাচ্ছে মনে,,
অস্থিরতাই ছাপা লুকিয়ে আছে মনে
চেয়ে আছে নতুন আলোর পথে
দিশা হীন মনে স্বপ্ন বুনে চলেছে,,
আসেনি সেই….
চেয়ে বসে আছে যাত্রী চাউনিতে সে
হঠৎ করে থমকে গেলো মন
কাজল মাখা চোঁখ দুটো জ্বল জ্বল করছে,,
মন কে মানানো যাচ্ছে না
কেন এমন করলো সেই
কতটা ভালোবাসলাম থাকে
অপেক্ষা পহর ঘুনিয়ে মারলো আমাকে।
চেয়ে আছে নতুন আলোর পথে
দিশা হীন মনে স্বপ্ন বুনে চলেছে,,
আসেনি সেই….
চেয়ে বসে আছে যাত্রী চাউনিতে সে
হঠৎ করে থমকে গেলো মন
কাজল মাখা চোঁখ দুটো জ্বল জ্বল করছে,,
মন কে মানানো যাচ্ছে না
কেন এমন করলো সেই
কতটা ভালোবাসলাম থাকে
অপেক্ষা পহর ঘুনিয়ে মারলো আমাকে।
No comments
info.kroyhouse24@gmail.com