আমি একটা খারাপ ছেলে
১)দুপুর বেলা মেয়েটি পুকুর পাড়ে বসেছিল । দেখে
মনে হচ্ছিল সে হয়তো কারো অপেক্ষা করছে । বার
বাড় ঘড়ি দেখছে । যেন সে আর অপেক্ষা করতে
চাচ্ছে না ।এদিকে আমার ও খুব খিদা পেয়েছিল ।
বাসায় যেতে অনেক সময় । ততক্ষণ আমি অপেক্ষা
করতে পারবো না । তাই তাকে দিয়েই দুপুরের
খাওয়া শেষ করলাম ।
.
২) ছেলেটা প্রায় আমাকে উত্ত্যক্ত করতো । ওর জন্য
কলেজে যেতে পারতাম না । সেদিন রাতে টিউশন
থেকে আসার সময় সে আমার পথ আগলে দাঁড়ায় ।
পরদিন সকালে তার রক্ত শূন্য দেহ পাওয়া যায় তার
বাসার সামনে ।
.
৩) পাড়ার কিছু ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
কাল রাতে তারা পাড়া ঘুরতে বেরিয়ে ছিল ।
তারপর তাদের সাথে আমার দেখা হয় ।
.
৪) ছেলেটি আমার বান্ধবীকে খুন করেছে । তার
টাকার গরমে তার কোনো শাস্তি হয়নি । আমি
আমার বান্ধবীর মাকে কথা দিয়েছিলাম । আমি
তাকে শাস্তি দেবো । সে কথা মতো আমি তার
সাথে প্রেমের অভিনয় করি । মাগরিবের আজানের
আগে আমরা নির্জন একটা জায়গায় ঘিরে বসলাম ।
আমার খুব পানির পিপাশা পেলো । তাই সেখানে
বসেই রাস্তার অপর পাশের দোকান থেকে পানির
বোতল হাত বাড়িয়ে এনে দেখি ছেলেটি ভয়ে হার্ট
এটাক করেছে ।
.
৫) এই মেয়েটি খুব খারাপ । এইসব মেয়েদের জন্যই
বাকি মেয়েদের সবাই খারাপ ভাবে । মেয়েটির
কাধে হাত রাখলাম । পেছনে ঘাড় ফিরিয়ে আমাকে
দেখলো । পরদিন তার অর্ধেক কংকাল দেহ পাওয়া
গেল ।
.
৬) লোকটি খুব লোভী । টাকার জন্য তার ৬টা বউকে
খুন করেছে । যৌতুকের জন্য তাদের বলি দেয় সে ।
এবার ৭ নং বউয়ের উপর অত্যাচার শুরু করেছে । উফ
মেয়েটির কান্না সহ্য করতে পারছিলাম না । তাই
তাদের দরজায় নক করে ঘরে ঢুকলাম । তারপর যা
হবার তাই হলো । মেয়েটিকে খেতে চাইনি । তার
চিৎকারে বাদ্ধ হলাম ।
.
৭) বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম । ফিরতে রাত
হয়ে গেছে । একটা সিএনজি পেলাম । মাঝ রাস্তায়
আসতেই বুঝতে পারলাম তার উদ্দেশ্য খারাপ । কিন্তু
সে নিজেই জানতো না সে কাকে তার সিএনজিতে
তুলেছে । সেদিন রাত থেকেই সে নিখোঁজ ।
.
৮) বাবা আমার জন্য একটি সুন্দর বিড়াল কিনে
এনেছেন । কিন্তু বিড়ালটা হয়তো বুঝতে পেরেছিল
আমি আসলে কে । তাই আমাকে দেখলেই মিউ মিউ
করতো । একদিন তাকে আর খুঁজে পেলো না কেউ ।
.
৯) মেয়েটি খুব অভার স্মার্ট । আমি অবশ্য এই
টাইপের মেয়েদেরকে খেতে পছন্দ করি । তাই ………
.
১০) চেয়েছিলাম ছেলেটিকে বুঝিয়ে বলবো,
মেয়েটি তাকে অনেক ভালোবাসে । এভাবে যেন
অবহেলা না করে । মেয়েটিকে যেন সে বিয়ে করে
। কিন্তু না । ছেলেটি মানলো না । রাগের মাথায়
আমার কাজ করে বাসায় গেলাম । মা খেতে বলল ।
কিন্তু আমি তো খেয়েই এসেছি
মনে হচ্ছিল সে হয়তো কারো অপেক্ষা করছে । বার
বাড় ঘড়ি দেখছে । যেন সে আর অপেক্ষা করতে
চাচ্ছে না ।এদিকে আমার ও খুব খিদা পেয়েছিল ।
বাসায় যেতে অনেক সময় । ততক্ষণ আমি অপেক্ষা
করতে পারবো না । তাই তাকে দিয়েই দুপুরের
খাওয়া শেষ করলাম ।
.
২) ছেলেটা প্রায় আমাকে উত্ত্যক্ত করতো । ওর জন্য
কলেজে যেতে পারতাম না । সেদিন রাতে টিউশন
থেকে আসার সময় সে আমার পথ আগলে দাঁড়ায় ।
পরদিন সকালে তার রক্ত শূন্য দেহ পাওয়া যায় তার
বাসার সামনে ।
.
৩) পাড়ার কিছু ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
কাল রাতে তারা পাড়া ঘুরতে বেরিয়ে ছিল ।
তারপর তাদের সাথে আমার দেখা হয় ।
.
৪) ছেলেটি আমার বান্ধবীকে খুন করেছে । তার
টাকার গরমে তার কোনো শাস্তি হয়নি । আমি
আমার বান্ধবীর মাকে কথা দিয়েছিলাম । আমি
তাকে শাস্তি দেবো । সে কথা মতো আমি তার
সাথে প্রেমের অভিনয় করি । মাগরিবের আজানের
আগে আমরা নির্জন একটা জায়গায় ঘিরে বসলাম ।
আমার খুব পানির পিপাশা পেলো । তাই সেখানে
বসেই রাস্তার অপর পাশের দোকান থেকে পানির
বোতল হাত বাড়িয়ে এনে দেখি ছেলেটি ভয়ে হার্ট
এটাক করেছে ।
.
৫) এই মেয়েটি খুব খারাপ । এইসব মেয়েদের জন্যই
বাকি মেয়েদের সবাই খারাপ ভাবে । মেয়েটির
কাধে হাত রাখলাম । পেছনে ঘাড় ফিরিয়ে আমাকে
দেখলো । পরদিন তার অর্ধেক কংকাল দেহ পাওয়া
গেল ।
.
৬) লোকটি খুব লোভী । টাকার জন্য তার ৬টা বউকে
খুন করেছে । যৌতুকের জন্য তাদের বলি দেয় সে ।
এবার ৭ নং বউয়ের উপর অত্যাচার শুরু করেছে । উফ
মেয়েটির কান্না সহ্য করতে পারছিলাম না । তাই
তাদের দরজায় নক করে ঘরে ঢুকলাম । তারপর যা
হবার তাই হলো । মেয়েটিকে খেতে চাইনি । তার
চিৎকারে বাদ্ধ হলাম ।
.
৭) বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম । ফিরতে রাত
হয়ে গেছে । একটা সিএনজি পেলাম । মাঝ রাস্তায়
আসতেই বুঝতে পারলাম তার উদ্দেশ্য খারাপ । কিন্তু
সে নিজেই জানতো না সে কাকে তার সিএনজিতে
তুলেছে । সেদিন রাত থেকেই সে নিখোঁজ ।
.
৮) বাবা আমার জন্য একটি সুন্দর বিড়াল কিনে
এনেছেন । কিন্তু বিড়ালটা হয়তো বুঝতে পেরেছিল
আমি আসলে কে । তাই আমাকে দেখলেই মিউ মিউ
করতো । একদিন তাকে আর খুঁজে পেলো না কেউ ।
.
৯) মেয়েটি খুব অভার স্মার্ট । আমি অবশ্য এই
টাইপের মেয়েদেরকে খেতে পছন্দ করি । তাই ………
.
১০) চেয়েছিলাম ছেলেটিকে বুঝিয়ে বলবো,
মেয়েটি তাকে অনেক ভালোবাসে । এভাবে যেন
অবহেলা না করে । মেয়েটিকে যেন সে বিয়ে করে
। কিন্তু না । ছেলেটি মানলো না । রাগের মাথায়
আমার কাজ করে বাসায় গেলাম । মা খেতে বলল ।
কিন্তু আমি তো খেয়েই এসেছি
No comments
info.kroyhouse24@gmail.com