Breaking News

মায়াবী চোঁখ | লিখা: নীভু



টানা টানা মায়াবী চোঁখ
দেখে লাগে দিলে চোঁঠ
এখন কি করি উপায়?
ঐ মায়াবী, দুচোঁখ আমার চাই,,
মায়াবী চোঁখের ইশারায়
ঘরে থাকতে, দেনা আমায়
এখন কি করি উপায়?
ঐ মায়াবী, দুচোঁখ আমার চাই,,
ঐ মায়াবী চোঁখ দেখেছি
     জানে প্রাণে মরেছি
এখন কি করি উপায়?
ঐ মায়াবী, দুচোঁখ আমার চাই,,
কি কাজল করেছে
মায়ার জালে বেঁধেছে
এখন কি করি উপায়?
ঐ মায়াবী, দুচোঁখ আমার চাই,,
ঐ মায়াবী চোঁখে, চোঁখ রেখেছি
প্রেমের কথা বলেছি
প্রেমের মরা, মরেছি
এখন কি করি উপায়?
ঐ মায়াবী, দুচোঁখ আমার চাই,,
চোঁখের কাজলে বেঁধেছে
যাদু করে, মোরে রেখেছে
এখন কি করি উপায়?
ঐ মায়াবী, দুচোঁখ আমার চাই।
.

অঙ্গার

.
নয়ন দেখেছি
      যৌবন শিখায়
বাঁচি না আর যৌবন জ্বালা
   একটু ছুঁয়ে দিয়ে যা
       ঠোঁটের আঙিনায়,,
সোনার বরণ দেহের ঘ্রাণ
      নিতে চাই প্রতি নিয়ত
ঘ্রাণর পিছে মৌমাছি ছুটে
       না পাই তোরে
 অন্ধত্ব ভোজে,,
যৌবন শিখা জ্বলে বুকে
   কখন চুমু দেবো
        তোর রাঙ্গা ঠোঁটে
আদর করে কাজল মেখে
জড়াইয়া কখন নেবো বুকে,,
সোনার দেহে অঙ্গ মেখে
করবো স্নান রিমঝিম ধারাতে।

No comments

info.kroyhouse24@gmail.com