Breaking News

ভালোবাসা । পর্ব -০২


হাঠাৎ চোখ দুটো গেলো রাস্তার দিকে । থেকে গেলো দুটো চোখ । একটা মেয়ে এই বৃষ্টিতে ভিজছে। খুব অভাগ লাগছে তার এমনিতেই শীত তার উপর আবার বৃষ্টি আর সেই বৃষ্টিতেই ভিজছে নিলা । নিলয় তাকে তাকিয়ে দেখছে । রাজ এসে নিলোয়কে একটা দাক্কা দিলো সেই দাক্কায় নিলয় পরতে নিলে রাজ দরে ফেলে । নিলয় রাগ করে ওদের মারতে শুরু করে আর বলে…..
নিলয় : আমি পরে গেলে আমার বউয়ের কি হতো আমার বউটা তো বিধবা হয়ে যেতো???

রাজ : আগে তো বিয়ে কর শালা পড়ে দেখা জাবো ভাবিকে??

নিলয় : তোরা এমন কেনরে….. আর বলতে না দিয়ে সবুজ বলে উঠলো….

সবুজ : তোরা ঝগরা মারপিট শুরু করছোত কেন আবার কি হইতাছে এখানে হুমম???

রাজ : আরে আমি নিলয় কে বোঝাইতাছি ওর বউ আমাদের বউ আমার বউ ওর ভাবি??

সবুজ : ??????

নিলয় : তুই কি মাইর খাবি নাকি বল আমার হাতে চলো যাওয়া যাক আর শুন একটু আগে যে মেয়েটা ভিজতে ভিজতে গেলো ঐ মেয়েটার নাম কিরে কই থাকে ও……???

রাজ : কেনোরে প্রেমে টেমে পরলি নাকি তুই আবার

নিলয় : আরে না…. আগে তো বল এ মেয়েটার নাম কি কই থাকে ওর bf – tf আছে নাকি ।

রাজ : ওর নাম নিলা । বাবা মার আদরের মেয়ে । ওর বাড়ি পাশের এলাকায়ই ।

এদিকে নিলিমা নিলয়কে মুসকি মুসকি হাসতে দেখে বলে উঠল…..
নিলিমা : আমার ভাইয়াটা হাসছে কেনোরে কি হইছে আমাকেও একটু বল আমিও হাসি…..!!!???
ভাবনার জগৎ থেকে বের হয়ে….
নিলয় : বোন বস এখানে কিছু হয়নিরে.. কিছু বলবি তুই

নিলিমা : হুমম,, ( মাথা নারিয়ে সম্মতি দিয়ে )

নিলয় : বল কি বলবি তাহলে…???

নিলিমা : কাল আমাকে নিয়ে ঘুরতে যাবি একটু আমার বাড়িতে থেকে পড়তে পড়তে ভালোলাগছেনা। ( মন খারাব করে )

নিলয় : ( গালটেনে দিয়ে বলল) আচ্ছা আমারা তাহলে বিকালের দিকে ঘুরতে যাবো ঠিক আছে রেডি থাকিস তুই । আমি রাজ আর সবুজ কে ফোন দিয়ে বলি… ??? এবার খুশিতো তুই

নিলিমা : একটু না খুব খুশি???

নিলয় : পাগলি বোন আমার কপালে চুমু দিয়ে??

নিলিমা : তুই তাহলে পাগল ভাইয়া আমার ( জরিয়ে দরে )

(( সকল ভাই বোনদের ভালোবাসা গুলো এমনি হক না))

দুই ভাই বোন আর কিছু খন গল্প করে ডিনার করে যে যার যার রুমে চলে আসে । রুমে এসে নিলিমা ঘুমিয়ে যায় । আর নিলয় রাজাকে ফোন দিয়ে কালকে ঘুরতে যাওয়ার কথা বলে আর সবুজকে সাথে করে নিয়ে যেতে বলে……
নিলয় ফোন রেখে নিলার ছবি দেখতে দেখতে ঘুমিয়ে যায়???
ঘুরতে যাওয়ার কথা শুনে রাজ খুব খুশি হয় কারণ নিলিমার সাথে যে অনেক দিন পর আবার দেখা হবো…… নিলিমাকে রাজ খুব ভালোবাসে । কিন্তু বলতে পারেনা সে…. কি করে বলবো যদি বন্ধুত্য নষ্ট হয়ে যায়তার,, এটা তো ও মানতে পারবোনা ।

নিলিমা রাজাকে ভাইয়া বলেই ডাকে এতে রাজের বুকে অনেক কষ্ট হয়,, যাকে ভালোবাসে তার মুখ থেকে ভাইয়া ডাকশুনতে,,, কি আর করার ভাইয়া ডাকই শুনতে হবো তার কিছু তো করার নেই আর……

এসব ভাবতে ভাবতেই রাজ ঘুমিয়ে যায়।

এদিকে নিলা কিছু খন পড়া শুনা করে খেয়ে দেয়ে একটু ফোনে কথা বলে ঘুমিয়ে যায়…….

সবুজ তার gf এর সাথে কথা বলে ডিনার করে ঘুমিয়ে যায়।।।

সকালের দিকে……..
নিলিমা : ভাইয়া এই ভাইয়া উঠ না দেখ কতো বেলা হয়েছে,, তুই কি ভুলে গেছিস আজনা আমাদের ঘুরতে যাওয়ার কথা,,???

নিলয় : ঘুরতে তো যাবো বিকালে এখন একটু ঘুমাতে দেতো যা তুই এখন ??? ((ঘুম ঘুম চোখে তাকিয়ে))

নিলিমা : তুই কি উঠবি নাকি না আমি কি মাকে ডাক দিবো…???

নিলয় : না…না..না বোন না তোর মাকে ডাকদিতে হবোনা আমি উঠছি ((এই বলে বসে পরে))

নিলিমা : দেখসোস কি করে কান টানলে মাথা আসে????

নিলিমা এই বলে চলে গেলো নিলয় নিলাকে একটু ফোন দিলো…. ফোন দেয়ার কিছু খন পর ফোন রিছিফ হলো….

নিলয় : গুড মোরনিং

নিলা : হুমম গুড মোরনিং ঘুম ঘুম কন্ঠে (( সে যে ভোরে দিকে ঘুমিয়েছে)) ((ঘুমানোর পর আমার উঠে ফোনে কথা বলে সারারাত তারপর আবার ঘুমিয়ে যায়))

নিলয় : মহারাণি ঘুম থেকে উঠেন কলেজে যাবেন না আপনি হুমম,,,

নিলা : হুমম যাবো তো কেনো কয়টা বাজে….

নিলয় : কখন যাবা দেখো ৮.০০ বাজে। উঠতারাতারি…

নিলা : হুমম ধন্যবাদ

নিলয় ধন্যবাদ কেন….???

নিলা : এই যে আমাকে তুমি ঘুম থেকে তুলে দিলে তাই….

নিলয় : আমি তোমাকে ভালোবাসি আর এজন্যই ঘুম থেকে তুলছি তোমাকে ধন্যবাদ কে দিতে বলছে..(রাগি গলায়)

নিলা : এমনি দিলাম আর কি

আর কিছু খন কথা বলে নিলা ফোন কেটে দেয়,,। নিলয় ফোন রেখে দিয়ে ফ্রেস হতে চলে যায় আর নিলা অন্য কাউকে ফোন দিয়ে বকা দিতে শুরু করে…..
একটা সময় ফোন রেখে ফ্রেস হয়ে রেডি হয়ে একে বারে বের হয়,, তারপর খেয়ে দেয়ে কলেজে দিকে রওনা দেয়।

নিলা আজকে সাদা একটা কামিস সাথে নিল ওরনা আর পায়জামা পরছে,, দেখতে সেই লাগতাছে,, আর হালকা সাজ দিছে সে,,,,

এদিকে নিলয় ও কলেজের সামনে এসে দারায় নিলার সাথে দেখা করার জন্য…..

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com