Breaking News

দ্যা হাসবেন্ড ।। পর্ব-০৯



সামনের দিকে তাকিয়ে আকাশের চোখ যেনো ঝাপসা হয়ে এলো।বুকের বা পাশে যেনো একটা চিনচিন ব্যথা অনূভব করছে
নেহাল রাতকে জরিয়ে ধরে আছে কিছুক্ষণ আগে
রিহাব:মি নেহাল এখানে সবাই ড্যান্স করছে কিন্তু আপনি করছেন না।আমি কোনো পার্টনার পাচ্ছি না।আপনি যদি অনুমতি দিতেন তো আমি আপনার পিএ কে নিয়ে, ,,,,,,,
এই কথাটা শোনার সাথে সাথে নেহালের মাথার রগ যেনো ফুলে গেল
নেহাল:সরি।আসলে আমার পিএ তো দেখছেনি কেমন আনসামারট ওর দারা এসব হবে না।আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন (দাঁতে দাঁত চেপে বললো)
রিহাব:ওকেএ রিহাব চলে গেলো
রাত:স্যার আপনি বারবার আনস্মারট আনকালচারড বলে কি বোঝাতে চাইছেন।কেনো আমাকে অপমান করছেন বারবার (দাঁতে দাঁত চেপে বললো)
নেহাল:মনে হচ্ছে কিছুক্ষণ আগের ঘটনাটা আপনি ভুলে গেছেন (ডেভিল স্মাইল দিয়ে)
রাতের চেহারা সাথে সাথে ভয়ে শুকিয়ে গেল রাত:সসসরিইই স্যার
নেহাল:এর শাস্তি তো আপনাকে পেতেই হবে
বলেই নেহাল সামনে এগিয়ে গেল
রাত:কি করতে চাইছে এই ডেভিলটা ।শুধু একবার সুযোগ পাই তোকে আমার বাড়ির কাজের বুয়া বানাবো দেখেনিস-মনে মনে
হঠাত্ নেহাল স্যার স্পিকার নিয়ে বলা শুরু করলো
নেহাল:ladies and gentleman । আজ আমাদের এই ডিলটি সফল হয় এছে তাই এই পার্টির সাথে সাথে আমি আপনাদের একটি সুন্দর কাপেল ড্যান্স ফ্রি উপহার দিতে চাই। and it will done by me and my পিএ মিস রাত।আসলে যেহেতু এটা আমাদের কোম্পানির একটা সাফল্য তাই আমি আমার কোম্পানির ইমপ্লয় দের নিয়ে ই এটা উপভোগ করতে চাই। so plz enjoy 

রাততো নেহালের কথা শুনে পুরো থ
রাত:আল্লাহ এই শয়তানের বাক্সটা বলে কি।আমি কিনা নাচব তা ও এই লুচ্চু পাতিহাঁস টার সাথে-মনে মনে
নেহাল:দাড়িয়ে থেকে টঙ না হয়ে আমার হাত ধরুন মিস রাত সবাই দেখছে(দাঁতে দাঁত চেপে)
রাত তাকিয়ে দেখে নেহাল রাতের দিকে হাত বাড়ানো আর সবার দৃষ্টি ওদের দিকে
রাত:স্যার আমিইইই
নেহাল:আর একটা কথা বললে খুব খারাপ হয় এ যাবে
রাত অগত্যা নেহালের হাত ধরলো সাথে সাথে নেহাল টান মেরে রাতকে নিজের কাছে টেনে নিল।আর কোথ থেকে আলো এসে পরলো ওদের ওপর।সাথে মিউজিক
Tere samne aaja nese
Ye dill mera dhadka Hein
ye galti nehi hain teri khusoor najar ka hain

..................music.......
Tere samne aaja nese
Ye dil mera dhadka hain
Ye galti nehi hain teri
Khusoor najar ka hain

Jis baaton mein tujko dard hain
O karke deka lunga aa

Aise na mujhe tum dekho
Seene se laga lunga
Tumko mein chura lunga tumse
dil mein chupa lunga
...................
....... (dill mein chupa lunga).......

নেহাল তো রাতকে ঘুরিয়ে ফিরিয়ে নাচছে আর রাততো পুরো শেষ।নেহাল নাচের নামে যেভাবে ওকে টাচ করছে তাতে রাতের মনে হয় নেহাল পারলে এখনই বিয়ে ছারাই রাতের সাথে হানিমুন সেরে ফেলতো
রাত:এই ডেভিলটা তো ছাড়ার নাম নিচ্ছে না।আমার দম বন্ধ হয় এ আসছে।আর ওনার স্পর্শ নিতে পারছি না।এমন বাজেভাবে কেনো টাচ করছেন উনি।বুঝতে পেরেছি নাচের নামে আমাকে টাচ করে উনি শাস্তি দিতে চাইছেন--মনে মনে
এইদিকে সবাই তো মুগ্ধ হয়ে ওদের নাচ দেখছে
আকাশ এই হোটেলেই এসেছিলো কফি খেতে।সামনে গানের আওয়াজ পেয়ে এগিয়ে যায় ও
ঐদিকে
রাত না পেরে নেহালের থেকে দূরে যেতে চাইছিলো এমন সময় নেহাল হ্যাঁচকা টান মেরে রাতকে জরিয়ে নেয় আর গানও শেষ হয়ে যায় সবাই করোতালিতে ওদের বরন করছে।কিন্তু কে জানতো রাতকে জরিয়ে ধরা এই অবস্থায় আকাশ রাতকে দেখে ফেলবে
রাত:স্যার প্লিজ এবার আমাকে ছাড়ুন
নেহাল: oh yeahhh
বলেই নেহাল রাতকে একপ্রকার ধাক্কা মেরেই সরিয়ে দিল।আর একটুর জন্য পরে যায়নি রাত
রাত:আআআ(খচ্চর ডেভিল তোর নামে খেতা পুড়ি।এতোক্খন ধরে আমার সাথে লুচ্চুমি করে এখন রাক্ষস একটা।তোর মতো রাক্ষসকে কিরনমালা কেন ওর চৌদ্দ গোষ্ঠী ও মনে হয় শায়েস্তা করতে পারবে না--মনে মনে)
সবার তালি থেমে গেল।কিন্তু একজনের তালি বাজতেই আছে
সবার মতো রাতের চোখো তার দিকে যায়
রাত:আআআআকককাশশশশ,,,,,,,,,

চলবে------

No comments

info.kroyhouse24@gmail.com