Breaking News

আশার প্রদীপ | লেখাঃ নীভু

কবিতা – আশার প্রদীপ

.

কান্তি মনে খুঁজি গো তোমায়
রইলে পড়ে কোন অদৃশ্য কোনায়,,

আসবে বলে দিন সাজায়
ভালোবাসার পাখি ডানাই,,
উড়ে যেতে চাই তোমার সখায়
যেখানে কোন দুঃখ বিলাস নাই,,
ভালোবাসার নতুন ছোঁয়া
হারিয়ে যাবো দুইজন
কোনো এক অজানায়।
.

কবিতা – মোহনা

.

যৌবন ফুঠেছে
ফুলের মোহনায়
প্রকৃতি সেজেছে
সবুজ মাখা আঙ্গিনায়
চেয়ে আছে দাঁড়িয়ে
প্রজাপতি সোহানায়
সূর্য মাখা আঁকি
ফুঠেছে রঙ্গিনায়,,

জারু লতা ফুলে
গেয়ে যায় রবি রায়
চেয়ে আছে বসে
সঙ্গী আসার পথ ছড়ায়
স্বপ্নীয় ঘীরে রইছো
রেশমি ডোরে বুনায়।
.

কবিতা – চিরমন 

.

ফুঠেছে প্রেম কবির মনে
লিখেছে গান সখীর শনে
ছুটছে মন আকাশ পানে
রঙ্গিন ঘুড়ি উড়ালো ক্ষণে,,

খুঁজে বেড়ায় প্রবল স্রোতে
ডুবে ডুবে মরে সন্ধি বনে
দিশাহারা মন ছুটছে কোনে
পাগল হাওয়া জোরে যাচ্ছে জনে,,
লিখছে গান নবীন প্রেমে
বুনছে প্রেম আপন টানে
ঘর বেঁধে যায় ধীরে ধীরে
সঙ্গীর আশায় একলা চরে,,
আশায় বাঁচি তোমার শনে
সাজিয়ে রাখলাম রঙ্গিন ভোরে
এসো সোনাই প্রেমের ঘরে
দেখবো তোমায় চিরকাল দরে।

No comments

info.kroyhouse24@gmail.com