অবুঝ মন, ভাবে সারাক্ষণ
খেলে বেড়ায় সঙ্গ গোপন
কি করি এখন
না পাই তারে মন,
খুঁজি ফিরি সারাক্ষণ
না পারি তারে, বেঁধে রাখতে
না পারি তারে, স্বাধীন রাখতে
না বুঝে ঘুরে ঘুরে,
কে বলেছে কল্পনা আঁকতে,,
মনের জ্বালা, বুঝে না মনে
মনে খুঁজে যায়
আর একজন মন
কি করে তারে, বুঝাই রাখি
ছুঁটে চলে এদিক ওদিক,,
মন খুঁজে বেড়ায়, সখীর মন
সইতে পারি না,
তার জ্বালাতন
বয়ে চলি মনের ব্যর্থা ভরে
কে বুঝিবে আপন ভুবনে
তাই চলি মনের বেঁধে।
.
সেই কল্পনাতে
.
সেজেছো তুমি মেহেদী হাতে
ফুঠেছে রং আমার রঙে
দিয়েছো আলতা রাঙা চরণে
লেগেছে রং আমার রঙে,,
দিয়েছো ফুল চুলের খোঁপাতে
গেঁথেছে আমি তোমার সাথে
পরেছো ফুল নাকের নথে
রেখেছো আমায় দু নয়নে মাঝে,,
শাড়ি বুনেছো দেহের গরণে
বেঁধেছো আমায় কুছির ভাঁজে
দিছো টিপ আমার কারণে
আয়না ফ্রেমে দেখো আমাকে,,
করেছো কাজল নয়ন ভরে
কথা ছিল তাই আমার সাথে
করেছো ঠোঁট গোলাপি রঙে
রেখেছো আমায় ঠোঁটের ভাঁজে
রেশমি চুড়ি পরেছো দু হাতে
ভাঙ্গবো আমি তাই বলে।
No comments
info.kroyhouse24@gmail.com