আঁধারি নীর | লিখা: নীভু
নীলিমা দিকে তাকিয়ে
কি যেন আঁকে যায় মনে
মায়া ছবি জলে ভাসিয়ে
নিরবতা মন ভেঙে বেড়ায়,,
নিঃসঙ্গতা কেটে যায় দিন
রাত্রি নামে কালো আঁধারি রিমঝিম
সোনাই সোহাগা বলে দিন
আসে না কেন দিন রঙ্গি রিমঝিম,,
হাওয়া স্পর্শ করে দেয় মনে
যৌবন ভরা কালবৈশাখী দিন
আগে এমন ছিলো না বলে কাল
সঙ্গী ছারা ঋতু বিফল জরা ফুল,,
জমাট বেঁধে রেখেছি সখিতা প্রেম
বিলিয়ে দিতে চাই সেই প্রেমো লিলা
উড়িয়া যেতে পারি সখিতা নীরে
পাতায় লিখে দিবো সখিতা দেহে।
অগ্রগতি
ইচ্ছে কিন্তু অনেক বড়
তাই ভেবে দেখছি স্বপ্ন
হবে না পুরন সেই স্বপ্ন
নিয়তি বরণ এই বানী,,
স্বপ্ন কেন এতই নিষ্ঠুর
বাস্তবতা হয় না জানি
কেউ উড়ে স্বপ্নের ভিতর
কেউ বা ডানা ভেঙে পরে ভোরে,,
প্রেম ভরা আকাশে উড়ে স্বপ্ন
জানি আমি নাঠায় ছারা ঘুড়ি
যতসব ঘুরে ইচ্ছা স্বপ্নের ঘোরে
চোঁখ মেললে চারিদিকে দিক্ষা,,
কেউ স্বপ্ন নিয়ে বাঁচতে শিখে
আবার কেউ দুখে দুখে মরে
কবি কি হয়েছে কি জানি
স্বপ্ন না দেখা বাস্তব রূপে চলি।
No comments
info.kroyhouse24@gmail.com