ভুতের গল্প
দিনটি মঙ্গলবার। শীতের রাত। সময় রাত
আটটা কি নয়টা। আতাহার দোকান থেকে কলম
কেনার
উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বের হওয়ার
সময় দেখে আসে যে তার বাবা বিছানায়
শুয়ে আছেন। দোকান টা ছিল বাসা থেকে বেশ খানিক টা দূরে। রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার
এবং জনমানবহীন। কুয়াশাচ্ছন্ন
রাস্তাতে কিছুই ভালভাবে দেখা যায় না।
হঠাৎ আতাহার খেয়াল করল একটি লোক
দাড়িয়ে আছে যার অবয়ব ঠিক তার বাবার
মত। চমকে গেলো সে। যে ব্যক্তিটিকে সে কিছুক্ষন আগেও বাসায়
শুয়ে থাকতে দেখে এসেছে, তিনি কিভাবে এত
তাড়াতাড়ি এখানে চলে আসলেন? কৌতুহল বসত
সে লোকটির সামনে গেলো।
সামনে গিয়ে সে আরো চমকে গেলো যখন
সে দেখলো লোকটি তার বাবাই। স্বভাবতই সে তার বাবাকে জিজ্ঞেস করলো,
– আব্বু তুমি কখন বের হয়েছো? কিন্তু, ও দিক
থেকে কোনো সাড়াই
সে পেলোনা। একই প্রশ্ন বারবার জিজ্ঞেস
করার পরও
আতাহার যখন কোনো উত্তর পেলোনা তখন তার মনে সন্দেহের সৃষ্টি হল। নিশ্চয়ই
কোনো সমস্যা আছে। সে মনে মনে খুব ভয়
পেয়ে গেলো। সে দ্রুত স্থানটি ত্যাগ
করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হল। বাসায়
গিয়ে সে আরও আশ্চর্য হল। সে তার
বাবাকে যে অবস্থায় দেখে গিয়েছিলো সেই অবস্থাতেই আছেন। আতাহার তার
বাবাকে জিজ্ঞেস করলো,
– তুমি কি বাসা থেকে বের হয়েছিলে? তার
বাবা বলল,
– না, কিন্তু কেনো? তখন আতাহার
বিষয়টি খুলে বলল। সবাই এ ঘটনা শুনে অবাক হল। বাস্তবিক অর্থে বিশ্বাসযোগ্য নয় এমন একটা ঘটনার
সম্মুখিন সে আর কখনো হয় নি। সে এর উত্তর
এখনও খুঁজে বেড়ায়।
ভালো লাগলে
আটটা কি নয়টা। আতাহার দোকান থেকে কলম
কেনার
উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। বের হওয়ার
সময় দেখে আসে যে তার বাবা বিছানায়
শুয়ে আছেন। দোকান টা ছিল বাসা থেকে বেশ খানিক টা দূরে। রাস্তাঘাট ঘুটঘুটে অন্ধকার
এবং জনমানবহীন। কুয়াশাচ্ছন্ন
রাস্তাতে কিছুই ভালভাবে দেখা যায় না।
হঠাৎ আতাহার খেয়াল করল একটি লোক
দাড়িয়ে আছে যার অবয়ব ঠিক তার বাবার
মত। চমকে গেলো সে। যে ব্যক্তিটিকে সে কিছুক্ষন আগেও বাসায়
শুয়ে থাকতে দেখে এসেছে, তিনি কিভাবে এত
তাড়াতাড়ি এখানে চলে আসলেন? কৌতুহল বসত
সে লোকটির সামনে গেলো।
সামনে গিয়ে সে আরো চমকে গেলো যখন
সে দেখলো লোকটি তার বাবাই। স্বভাবতই সে তার বাবাকে জিজ্ঞেস করলো,
– আব্বু তুমি কখন বের হয়েছো? কিন্তু, ও দিক
থেকে কোনো সাড়াই
সে পেলোনা। একই প্রশ্ন বারবার জিজ্ঞেস
করার পরও
আতাহার যখন কোনো উত্তর পেলোনা তখন তার মনে সন্দেহের সৃষ্টি হল। নিশ্চয়ই
কোনো সমস্যা আছে। সে মনে মনে খুব ভয়
পেয়ে গেলো। সে দ্রুত স্থানটি ত্যাগ
করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হল। বাসায়
গিয়ে সে আরও আশ্চর্য হল। সে তার
বাবাকে যে অবস্থায় দেখে গিয়েছিলো সেই অবস্থাতেই আছেন। আতাহার তার
বাবাকে জিজ্ঞেস করলো,
– তুমি কি বাসা থেকে বের হয়েছিলে? তার
বাবা বলল,
– না, কিন্তু কেনো? তখন আতাহার
বিষয়টি খুলে বলল। সবাই এ ঘটনা শুনে অবাক হল। বাস্তবিক অর্থে বিশ্বাসযোগ্য নয় এমন একটা ঘটনার
সম্মুখিন সে আর কখনো হয় নি। সে এর উত্তর
এখনও খুঁজে বেড়ায়।
ভালো লাগলে
No comments
info.kroyhouse24@gmail.com