স্বপ্ন জাগা | লিখাঃ নীভু
তোর এলোমেলো চুলে
স্বপ্ন ফুঠে মনের বিলে
তোর কাজল মাঁখা আঁখি
স্বপ্ন দিবালোকি,,
পাগল ময়না পাখি
হৃদয় প্রেম রাখি
স্বপ্ন জেগে থাকি
মায়া মাখা মাখি,,
সোনার বরণ আঁখি
আঁচল দিয়ে ডাখি
জানে মারো সাথী
কেমনে দাও ফাঁকি,,
যৌবন যায় সখী
জ্বলে পুড়ে থাকি
আসবে কখন জানি
অন্ধ ঘরের রবি।
হৃদয় প্রেম রাখি
স্বপ্ন জেগে থাকি
মায়া মাখা মাখি,,
সোনার বরণ আঁখি
আঁচল দিয়ে ডাখি
জানে মারো সাথী
কেমনে দাও ফাঁকি,,
যৌবন যায় সখী
জ্বলে পুড়ে থাকি
আসবে কখন জানি
অন্ধ ঘরের রবি।
নীলাঞ্জনা
তোর মায়াবী নয়ন কাঁয়ায়
ঘুরি আমি তোর ছায়ায়
চেয়ে বসি তোর পাড়ায়
আলি গলির কীট পাতায়,,
সোনার দেহে কিসের বড়াই
প্রেমে পড়ে ছলনা পাড়ায়
তোরে একটু দেখার আশায়
কবি বকুল ছন্ন হারায়,,
আশার ঘানি টানে ঘটায়
নিমজ্জিত মনে স্বপ্ন সাজায়
ছুঁতে কবি তোর ছায়ায়
ঘুরে ঘুরে আজ কান্তি সখায়,,
আশার উশা ঘুমন্ত ধরায়
মিলন হবে কি এ পাড়ায়
কবি বকুল লেখে বেড়ায়
নীলাঞ্জনার চোঁখের নেশায়।
প্রেমে পড়ে ছলনা পাড়ায়
তোরে একটু দেখার আশায়
কবি বকুল ছন্ন হারায়,,
আশার ঘানি টানে ঘটায়
নিমজ্জিত মনে স্বপ্ন সাজায়
ছুঁতে কবি তোর ছায়ায়
ঘুরে ঘুরে আজ কান্তি সখায়,,
আশার উশা ঘুমন্ত ধরায়
মিলন হবে কি এ পাড়ায়
কবি বকুল লেখে বেড়ায়
নীলাঞ্জনার চোঁখের নেশায়।
No comments
info.kroyhouse24@gmail.com