Breaking News

মায়াবী টান | নীভু


কি মায়ায় পরিলাম আমি

কি ছায়ায় জড়ালাম আমি
থাকিতে পারি না তোমাতে
প্রাণ সোনা বন্ধুরে,,

কি তোমার মিষ্টি হাঁসি
কি চাওয়ার ছলনা ফাঁশি
কি পাওয়ার দুঃখ বাসি
না পাই তোমার সন্ধ্যা শাসি,,
দেখলাম তোমায় প্রথম সকালে
ফুঠল কলি মনের বাগানে
ছুটলাম তোমার পাগল পানে
প্রেম প্রেম সাজে হৃদয় ডানে,,
করলাম প্রেম সখীর শানে
গান গেয়ে যায় সুরে টানে
ভেলা বাসায় গাঙ্গের পাড়ে
পাওয়ার আশায় প্রেমের টানে।

No comments

info.kroyhouse24@gmail.com