Breaking News

মামাতো বোনের প্যারা

-কিরে মধু খেতে চলে আসলি(আমি)

-কি(ফারিয়া)
-না মানে তুইতো এক মাস পরপর কলেজ মিস
দিয়ে আমাদের বাড়িতে আসিছ নিশ্চয়
আমাদের বাড়িতে মধু আছে তাই বললাম মধু
খেতে আসলি নাকি?
-আমার শশুর বাড়িতে আমি যতবার ইচ্ছা যখন
ইচ্ছা আসবো তাতে তোর কি
-এ্য্য্য্য আমার বয়েই গেছে তোর মতো ঝগড়ুটে
মেয়েকে বিয়ে করতে
-কি আমি ঝগড়ুটে
-হ্যা তুই ঝগড়ুটে
-আরেকবার বলতো কি আমি
-আরেকবার কেন একশোবার বলবো তুই ঝগড়ুটে
ঝগড়ুটে ঝগড়ুটে কি করবি
-আরেকবার যদি বলিস আমি ঝগরুটে তাহলে
তোকে এখুনি বিয়ে করবো
-মাাাাাাানে এখুনি বিয়ে করবি মানেটা
কি?আমি কি চুপচাপ দেখে থাকবো নাকি
-হ্যা তোর দেখে থাকা ছারা আর কিছুই করার
থাকবে না।কারন আমি শশুর মসাই না মানে
খালুকে কয়েকটা কথা বানিয়ে বানিয়ে
বলবো শুধু ব্যাস এতেই হয়ে যাবে
-ক্য্য্য ক্যানো কি বলবি আব্বুকে
-বলবো তুই আমার সাথে শারিরীক সম্পর্ক
করেছিস।এখন তোর বেবি আমার পেটে
-কিইইইই তুই এত বড় মিথ্যা কথা বলতে পারবি
-আরে তোকে পাওয়ার জন্য আমি দুনিয়া ত্যাগ
করতে পারি আর এটাতো সামান্য কিছু।কি
আরো বলবি ঝগড়ুটে?
-না বাবরে বাব আর জীবনেও বলবো না
-এইতো আমার জানুটা আনেক ভালো
উম্মাাাা
———–রাতে———-
-কিরে তুই এতো রাতে আমার রুমে কেনো
-বারে আমার বরের রুমে আমি আসবো নাতো
কে আসবে শুনি
-রাখ তোর বর বউ এতো রাতে কেনো এসেছিস
সেটা বল
-তোর কোলে মাথা রেখে ঘুমাতে এসেছি
একা একা ঘুম আসছে না
.
.

No comments

info.kroyhouse24@gmail.com