Breaking News

চৈত্রের পোড়ানি

গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি,
বাষ্প হয়ে উড়ে যায় বাড়ে কাতরানি !!
কাঠ ফাটা খাল বিল
মাছ নেই, ওড়ে চিল
ঘরে নেই ঘটি বাটি
ছিটে ফোঁটা পানি !
গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি !!
সত্যি বুঝি গেল মরে
ঘটি ভরা ঘাম ঝরে
কলসির ধারে কাক
ছিটে ঠোঁটে পানি !
গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি !!
বনে বাঘ হতবাক
আসমানে চেয়ে থাক
বৈশাখের আগে শুরু
চৈত্রের পোড়ানি !
গরমের চোটে পেটে ক্ষেতে নেই পানি !!

No comments

info.kroyhouse24@gmail.com