পহরী || নীভু
এক অজানা মণি
খুঁজে গো ক্ষণি
গল্প বুনে
হৃদয়ে বনে
রইলাম বসে যল্প মনে
সাজে না কবি
এ সাদা গো মনে,,
মালা গাথি গল্প মেলায়
কান্ত মনে সন্ধ্যা বেলায়
আশার রবি খুঁজে গো তোমায়
রাত্রি ঢলে অবশেষে,,
রাতের জোনাকি ফুঠে গো বনে
মৌমাছি আশাতে সুফলা ক্ষণে
তোমারই রূপেতে পরে গো পরবী
তোমারি আশাতে গুনি আমি পহরী।
সাজে না কবি
এ সাদা গো মনে,,
মালা গাথি গল্প মেলায়
কান্ত মনে সন্ধ্যা বেলায়
আশার রবি খুঁজে গো তোমায়
রাত্রি ঢলে অবশেষে,,
রাতের জোনাকি ফুঠে গো বনে
মৌমাছি আশাতে সুফলা ক্ষণে
তোমারই রূপেতে পরে গো পরবী
তোমারি আশাতে গুনি আমি পহরী।
এমন সকল কবিতা নিয়মিত পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
আমরা নিয়মিত কবিতা, ভালোবাসার গল্প সহ সকল ধরনের পোষ্ট আপডেট করে থাকি।
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
বুকমার্ক করে রাখুন আমাদের ওয়েবসাইটটি।
আমরা বাংলা ভাষাতে সকল পোষ্ট আপডেট করে থাকি।
ভালো লাগলে আপনার বন্ধুকে জানান।
No comments
info.kroyhouse24@gmail.com