স্কুল -জিয়াসমিন আয়াত জিয়া
ফিরে যেতে চাই সেই মাঠে
যেখানে স্বপ্ন বুনেছিলাম এক কালে,
হেঁটে ছিলাম স্বপ্নের পথে
আবার ফিরবো স্কুল মাঠে ।
আজও আমি শুনতে পাই
ঘন্টার সেই ধ্বনি,
এখন আর কোলাহল নাই
দৃষ্টি থাকে লাস্ট বেঞ্চ অবধি।
আর তো সিসি টিভি ক্যামেরার ভয়ে
লাস্ট বেঞ্চে বসে থাকি না,
আর তো পানি খাওয়ার নাম করে
সারা স্কুল ঘুরে বেড়াই না ।
বকা শুনি না কতদিন ধরে
কান ধরে দাঁড়িয়ে থাকি না,
ডাকনাম গুলো খুব মনে পড়ে
অটিজম বলে কেউ ডাকে না ।
কতদিন ধরে এমদাদ স্যারকে
অদ্ভুত প্রশ্ন করি না,
কতদিন হলো সুলতানা ম্যাম কে
আপু বলে ডাকি না।
মরিয়ম ম্যামের রাগ করা চেহারা
কতদিন হলো দেখিনা ,
তবুও তোমাদের কড়া পাহারা
নকল করা আর হতো না।
জীবনের শ্রেষ্ঠ সময়
বিদ্যালয় জীবন,
স্মৃতি দিয়ে ভর্তি এই হৃদয়
মনের মধ্যে রয়ে যাবে সেই স্কুল ভবন ।
যেখানে স্বপ্ন বুনেছিলাম এক কালে,
হেঁটে ছিলাম স্বপ্নের পথে
আবার ফিরবো স্কুল মাঠে ।
আজও আমি শুনতে পাই
ঘন্টার সেই ধ্বনি,
এখন আর কোলাহল নাই
দৃষ্টি থাকে লাস্ট বেঞ্চ অবধি।
আর তো সিসি টিভি ক্যামেরার ভয়ে
লাস্ট বেঞ্চে বসে থাকি না,
আর তো পানি খাওয়ার নাম করে
সারা স্কুল ঘুরে বেড়াই না ।
বকা শুনি না কতদিন ধরে
কান ধরে দাঁড়িয়ে থাকি না,
ডাকনাম গুলো খুব মনে পড়ে
অটিজম বলে কেউ ডাকে না ।
কতদিন ধরে এমদাদ স্যারকে
অদ্ভুত প্রশ্ন করি না,
কতদিন হলো সুলতানা ম্যাম কে
আপু বলে ডাকি না।
মরিয়ম ম্যামের রাগ করা চেহারা
কতদিন হলো দেখিনা ,
তবুও তোমাদের কড়া পাহারা
নকল করা আর হতো না।
জীবনের শ্রেষ্ঠ সময়
বিদ্যালয় জীবন,
স্মৃতি দিয়ে ভর্তি এই হৃদয়
মনের মধ্যে রয়ে যাবে সেই স্কুল ভবন ।
No comments
info.kroyhouse24@gmail.com