পাখির মন | লেখাঃ নীভু
কবিতা – পাখির মন
.পাখিদের কোলাহলে দুলে এ মন
স্বপ্ন চোরা ছুটে এ জীবনের সন
পাখিদের মতন করে উড়ে যায় মন
সোনাই সোহাগ ভারা কাটে না সন,,
কানায় কানায় ভরে হৃদয়ে ডং
ভালোবেসে চেয়ে আছে একফালি মন
তোমায় খুঁজে এখন যখন তখন
একলা পথে হাঁটি চলি নাহি চাই মন,,
তোমার রেশমি চুড়ি মনে লাগে রং
তোমার রেশমি চুলে বেঁধে রাখো মন
তোমার আসার পথ চেয়ে বসি
কাটে সেক্ষন,,
পাখিদের কোলাহলে ঢেউ তুলে মন
তোমায় ভেবে তুলে শুণ্য কাঁকন
হৃদয়ে চোট পেয়ে কাঁদে এ মন
আমায় কেন এতো কর জ্বালাতন।
ভালোবেসে চেয়ে আছে একফালি মন
তোমায় খুঁজে এখন যখন তখন
একলা পথে হাঁটি চলি নাহি চাই মন,,
তোমার রেশমি চুড়ি মনে লাগে রং
তোমার রেশমি চুলে বেঁধে রাখো মন
তোমার আসার পথ চেয়ে বসি
কাটে সেক্ষন,,
পাখিদের কোলাহলে ঢেউ তুলে মন
তোমায় ভেবে তুলে শুণ্য কাঁকন
হৃদয়ে চোট পেয়ে কাঁদে এ মন
আমায় কেন এতো কর জ্বালাতন।
.
কবিতা – সেই রূপনগর
.
রূপনগরে রাজকন্যা সাজে
দেখে তোমায়
তরুলতার মাঝে
কবির মনে
প্রেমের সানাই বাজে,,
কি তোমার মধু মাখা
চোঁখ দুটো যাদুর আঁকা
কি তোমার মায়াবী ডানা
কবির মনে ছন্দ বানা,,
কি তোমার যাদু মাখা
প্রেমে পড়ে মন কানা
কি তোমার সোনালী ডানা
সোনালী বরণ দেহের ফানা,,
কি তোমার রূপের রাজখানা
তোমায় জুড়ায় দীল ফানা
কি তোমার বড়াই জনা
কবি ডুবে অন্ধ বনা।
চোঁখ দুটো যাদুর আঁকা
কি তোমার মায়াবী ডানা
কবির মনে ছন্দ বানা,,
কি তোমার যাদু মাখা
প্রেমে পড়ে মন কানা
কি তোমার সোনালী ডানা
সোনালী বরণ দেহের ফানা,,
কি তোমার রূপের রাজখানা
তোমায় জুড়ায় দীল ফানা
কি তোমার বড়াই জনা
কবি ডুবে অন্ধ বনা।
No comments
info.kroyhouse24@gmail.com