Breaking News

পিচ্চি বউয়ের দুষ্টু বর | লিখা - ফরিদ | পর্ব -৭

পিচ্চি টা আমার গালে চুমু দিয়ে চলে গেলো।
আমি তো পুরো 880 ভোল্টের ঝটকা খেয়েছি।
তো তারপর একটু পড়তে বসলাম।
xm এর আর তো বেশিদিন নেই।
তো,,,,,
পরের দিন সকালবেলা…!
কলেজের সব practical notes রেডি
 করে নিচ্ছিলাম। পিচ্চিটা দেখি কেমন যেন
মন খারাপ করে বসে আছে।
তো তখন,,,
আমি :- ওই পিচ্চি কি হইছে..??
.
রিতু :- আমি পিচ্চি না, এইকথা কতবার বলবো
হুমম???
.
আমি :- okey okey তো কি হয়েছে শুনি..!??
.
রিতু :- একটা কাজ হচ্ছেনা।??
.
আমি :- কি কাজ..???
.
রিতু :- এখন আপনি আপনার নিজের কাজে মন দিন।
আমার টা আমি চেষ্টা করে দেখি।???
.
আমি :- ওই স্কুলে যাবি না,,???
.
রিতু :- আজ হাইস্কুল ছুটি।??
.
আমি :- অ..!?
.
রিতু :- আমি কি ওগুলো গোছানোতে হেল্প করবো,,???
.
আমি :- দরকার নেই।?
.
রিতু :- আচ্ছা।?
…….
…….
……..
তো কলেজে গিয়ে আজ সব ক্লাস করেছি।
practical class fact?
বিশেষ করে biology practical ??
তার ওপর আমাদের biology mam…???
উরিম্মা কি ভাবছি এসব??
আমি তো ভালো হয়ে গেছি।
ওসব দুষ্টুমি আর না। অনেক করেছি।
তো কলেজ শেষে বের হচ্ছিলাম…..
….
রাইসা :- ওই শিশির হুন…!☺
.
আমি :- কইয়া হালা,,,! কি কইতি,,!?
.
রাইসা :- উল্লুক একটা। ভালো করে কথা বল।?
.
আমি :- তুইতো আগে শুরু করলি।?
.
রাইসা :- আচ্ছা ছার ওসব। ওদিকে চলতো একটু।??
.
আমি :- কেন,,???
.
রাইসা :- কথা আছে। ??
….
তো তারপর,,,,,,,
….
রাইসা :- কি শুনছি এসব???????
.
আমি :- কি..????
.
রাইসা :- সত্যিই জানস না,,???
.
আমি :- আজাইরা না বকে কি হয়েছে বল…!??
,
রাইসা :- প্রেম করতেছিস,,!??
.
আমি :- কে বললো,,,???
.
রাইসা :- যেই বলুক,,! সত্যি কিনা বল..!??
.
আমি :- আরে না।??
.
রাইসা :- সত্যিই,,???
.
আমি :- হুম। ??
.
রাইসা :- বিকেলে কি করবি,,???
.
আমি :- ঘুম দিবো।??
.
রাইসা :- ওটা ছাড়া তো তোর জীবনে আর কিছু নেই।??
.
আমি :- গুড। এইতো বুঝিস।??
.
রাইসা :- আচ্ছা চল তাহলে।??
,,,,,,,,
বাড়িতে এসে lunch করে একটু ঘুমিয়ে পরেছি।
ঘুম ঘুম ভাব এসে গেছে।
এমন সময় শব্দ পেলাম।
তাকিয়ে দেখি রিতু বিছানায় আমার পায়ের কাছে
বসে আছে।
আগের মতোই চিন্তিত দেখাচ্ছে ওকে।
তো তখন,,,,,
….
আমি :- ওই কি হয়েছে বলতো,,? ??
.
রিতু :- আম্মু বললো বিকেলে সব ম্যাডামেরা এখানে
বেড়াতে আসবেন।??
.
আমি :- তো,,???
.
রিতু :- শাড়ি পরতে বলেছে।??
.
আমি :- তো,,!??
.
রিতু :- বাল হইসে..! অতো তো তো করছেন কেন।???
.
আমি :- কি বলবো। যা বলেছে কর তুই।??
.
রিতু :- আমি শাড়ি পরতে পারি না।??
.
আমি :- নদীকে বল,,!??
.
রিতু :- ধ্যাৎ..!?
.
আমি :- বিয়েতে তো ঠিকই পরেছিলি পিচ্চি,,!??
.
রিতু :- আর একবার পিচ্চি বললে, মাথা ফাটিয়ে
দিবো। আর বিয়ের দিন আমার আম্মু হেল্প করেছিলো।???
.
আমি :- সেই জন্যই বলি। তুই পিচ্চি একটা।??
,
রিতু :- যানেন কতটা খারাপ লাগছে আমার..!???
.
আমি :- ওটা বিষয় না। আমিও তো লুঙ্গি পরতে পারি না।
তাতে  কি কোনো টেনশন করি নাকি।??
.
রিতু :- কি..! এতোবড় ছেলে লুঙ্গি পরতে পারেন না..!??
.
আমি :- আসলে আটকে থাকে না।??(যাহ সত্যিটা বের হয়ে গেলো)????
.
রিতু :- (স্বশব্দে হেসে) আপনি তো নিজেই এক পিচ্চি।????
.
আমি :- (লজ্জায় মাথা নামিয়ে নিয়েছি)??
.
রিতু :- নিজে তো পিচ্চি,  আবার আমাকে বলে।???
.
আমি :- যাহ আমি তোকে শাড়ি পরিয়ে দিবো।??
.
রিতু :- সত্যি..? পড়িয়ে দিবে। (লাজুক চোখে)??
.
আমি :- হুমম। কিন্তু শুধু ঠিক করে দিবো।?
.
রিতু :- এখুনি নিয়ে আসছি..!???
.
তো এই প্রথম কাউকে শাড়ি পরিয়ে দিচ্ছি।
ওর আচল ঠিক করে দিলাম।
ওর পেটের কিছু অংশ বের হয়েছিলো,
ওটা ঢেকে দিতে গিয়ে ওর পেটে হাত  লেগে গেলো।
ও কেঁপে উঠে সরে গেলো।
….
আমি :- কী হলো..???
.
রিতু :- কিছুনা।??
……
তারপর ওর শাড়ির কুচি ঠিক করে গুজে দিতেই
পিচ্চিটা আবার কেঁপে উঠলো।
এবারে একটু বেশিই। আমার শরীরেও ঠিক
একই স্পন্দন বয়ে গেলো।
দেখি পিচ্চিটা চোখ বন্ধ করে আছে।
আমি তারাতারি হাত সরিয়ে নিয়ে……
….
আমি :- হয়ে গেছে।??
.
রিতু :- (হাই লেভেলের লজ্জা পেয়েছে)??
…..
ওকে দেখে আমার এই মুহুর্তেই কয়েকবার ক্রাশ
খাওয়া শেষ।
পিচ্চিটাকে কালো শাড়িতে খুব মায়াবি লাগছিলো।
{হায় কেয়া বাতাউউ..! ??
দিল ছিন লিয়া রেএএ..!??}
……
তো ম্যাডামেরা এসে তো ওর প্রশংসা শুরু করলো..!
সঙ্গে আমারও।
খুব মানিয়েছে দুজনকে।
Bla bla bla..
আজাইরা প্রশংসা।
তো একসাথে বসিয়ে দিয়ে গল্প করছে ওরা।
ঘরভর্তি মহিলা,  আর তাদের মাঝে আমি পিচ্চি।?
তো তারা চলে যাওয়ার পর..!
রুমে এসে,,,
রিতু :- সব ম্যাম তো আপনার খুব প্রশংসা করলো।??
.
আমি :- আমি তো ভালোই। একেবারে তুলসি
পাতার মতো।??
.
রিতু :- আর শাড়ি পরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।??
.
আমি :- ???
.
ও বাথরুমের কাছে গিয়ে,,,,,
…..
রিতু :- আর একটা কথা,,??
.
আমি :- কি..??
.
রিতু :- নেক্সট টাইম লুঙ্গি পরতে লাগলে বলবেন।
আমি হেল্প করবো।???
.
আমি :- তবেরে পিচ্চি,,,,!??????
ও ভেতরে ঢুকে দরজা লক করে দিলো।
.
.
.
,,,,,,,চলবে,,,,,

No comments

info.kroyhouse24@gmail.com