প্রেম পুতি | নীভু
কবিতা- প্রেম পুতি
আলতা গায়ে রাঙ্গা পরী
দেখে তোমায় প্রেমে পরি
ফুঠান্ত এক তাজা কলি
দেখে তোমায় জানে মরি,,
প্রেম প্রেম মনে, খেলা করি
দেখে তোমায় মায়া পরি
সোনার বরণ দেহে ভরি
আজব তাহার সোনাই তরি,,
দেখে তোমার হাঁসির তুলি
কবির মনে কবিতা বুনি
দেখে তোমার কাজলী নয়নী
ভাষার ছন্দে মালার পুতি,,
দেখি তোমার কোপাই কলি
যাই মরি সন্ধ্যা বলি
দেখি তোমার দু নয়ন
মনের ঘরে প্রেমের আগমন।
দেখে তোমায় মায়া পরি
সোনার বরণ দেহে ভরি
আজব তাহার সোনাই তরি,,
দেখে তোমার হাঁসির তুলি
কবির মনে কবিতা বুনি
দেখে তোমার কাজলী নয়নী
ভাষার ছন্দে মালার পুতি,,
দেখি তোমার কোপাই কলি
যাই মরি সন্ধ্যা বলি
দেখি তোমার দু নয়ন
মনের ঘরে প্রেমের আগমন।
কবিতা- এক মুঠো চাওয়া
এক মুঠো গোলাপ নিয়ে
চেয়ে আছি বসে
বন্ধু তুমি আসবে কখন
মন ঘুমায় যাই চেয়ে,,
এক মুঠো প্রেম দেবো তোমায়
চেয়ে আছি বসে অন্ধত্ব ছড়ায়
সু সকালে চাই গো তোমায়
শীতের চাদরে রেখেছি জড়ায়
এক সাগর ভালোবাসা নিয়ে,,
এক তুলা প্রেম দাও গো আমায়
না হলে যাই অন্ধ পাড়ায়
বন্ধু তোমায় চাই গো হৃদয়
হৃদয় সঙ্গী সাজে গো সখায়,,
বন্ধু তুমি আছো গো কুলে
পরে রইলা কোন অজানা বিলে
তুমি ছারা কাঁদে গো দীলে
বাঁচতে চাই গো তোমার গীলে।
চেয়ে আছি বসে অন্ধত্ব ছড়ায়
সু সকালে চাই গো তোমায়
শীতের চাদরে রেখেছি জড়ায়
এক সাগর ভালোবাসা নিয়ে,,
এক তুলা প্রেম দাও গো আমায়
না হলে যাই অন্ধ পাড়ায়
বন্ধু তোমায় চাই গো হৃদয়
হৃদয় সঙ্গী সাজে গো সখায়,,
বন্ধু তুমি আছো গো কুলে
পরে রইলা কোন অজানা বিলে
তুমি ছারা কাঁদে গো দীলে
বাঁচতে চাই গো তোমার গীলে।
No comments
info.kroyhouse24@gmail.com