Breaking News

সাগর তীর | লিখা: নীভু

ছুটছে ঘড়ি টিক টিক
জীবন তরে করছি কি
উড়ছে ঘুড়ি রঙ্গিন আকাশে
চিরবে সুতা জানি কি,,
বুনছি বাসা কচুরিপানাতে
গর্জনেতে মোরা বাহুবলী
ঘুর্ণি পাকে দিক হারাবে
তা জেনে করছি কি,,
কেউ করে রূপের বড়াই
কেউ বা করে বাহু বড়াই
সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে
সব কিছু তার সমতরলে,,
ভাবছি আমি একটা কিছু হু
পায়ের মাটি আমার নয়
সব কিছু তার, আমি তার
জ্ঞান বুদ্ধি আছে কি।
.

মুড়ানো প্রেম

.
বৃষ্টি পরে টাপুর টুপুর
     সোনা যাদু কয়
রাগ কর না এসে গেছি
     বেলি ফুলের মই,,
গান শোনাবো ময়না পাখি
   আদর করে কত ডাকি
লক্ষ গোলাপ দিবো তোমায়
     রাঙা চরণ গায়ে,,
ভিজবো দুজন বৃষ্টিতে
     আহা মরি কি সৃষ্টিতে
দের কর না লক্ষী সোনা
     বুক পেতে রই মিষ্টিতে,,
ভিজা চুলের মুড়াও মোরে
   সুন্দর ক্ষণ সৃষ্টিতে
আর সই না এতে দেরি
  কফি খাবো, দুজন এক চুমুকে।

No comments

info.kroyhouse24@gmail.com