একত্ব | লিখা: নীভু
চাঁদ তুমিও কিন্তু একা
আমিও কিন্তু একা
তুমি থাক দূর আকাশে
আমি থাকি ছোট্ট নীরে,,
হবে না কি দেখে
কিন্তু দুজনেই একা
তুমি মিস কর আমায়
আমি করি তোমায়,,
তোমার কষ্ট আমি বুঝি
আমার কষ্ট তুমি
এ কেমন আজব লিলা
হয় না দুজন মিলন মেলা,,
তোমায় দেখে আশায় বাঁচি
আমায় নিয়ে তুমি
হবে না কি এ পারে দেখা
না হয় হবে ঐ পারে দেখা।
.
অনামিকা
.
মিষ্টি মেয়ে অল্প চেয়ে
করছ মোরে পাগল
তোমার হাঁসিতে মুক্তা ঝরে
দেখিয়া হলাম বেকুল,,
কি তোমার মায়া যাদু
প্রেমে পড়ে হয়ে কাবু
একলা মনে ঘুন ঘুনিয়ে
হয়ে তোমার প্রেমে সাধু,
মন থাকে না মনের ঘরে
একটু তোমায় দেখার তরে
কি তোমার কাজল নয়নী
একটু দেখে উঠে রবি,,
শোন শোন মায়াবী পরী
হয়ে যাও না,
একটু করি
প্রেমে তোমার অবাধ মরি
হয়ে যাও না,
মোর অন্ধ রবি,,
তোমার কি মায়ার টানে
কবির মনে স্বপ্ন জাগে
আর রেখো না ছলনা ঘোরে
বাড়িয়ে দাও হাত দুটি মোরে,,
অনামিকা তুমি স্বপ্নে ঘরে
বাস করে যাও দিনে রাতে
একটু ধরা দাও বাস্তব তরে
না হলে যায় অন্ধ মরে।
No comments
info.kroyhouse24@gmail.com