রঙিন ঘুড়ি | নীভু
তোমার জন্য পাগল আমি
আমার জন্য অনেকেই
ভালোবেসে রাখেছি তোমায়
হৃদয় কুঠির ঘরেতে,,
বুঝ না কেন পাগলি আমার
আঁকছি প্রেমের ছবিতে
হৃদয় আকাশে রাখেছি তোমায়
মুক্ত হাওয়া বাতাসে,,
উড়ায় দিলাম মনের ঘুড়ি
উড়ছো কোন বাতাসে
নাঠাই বিহীন উড়ছো তুমি
কোন রঙিন আকাশে,,
স্বপ্নের পাড়ায় ঘুরছো তুমি
কোন অচেনা গলিতে
রইলে পরে কোন বাগানে
ভোর সকালের কলিতে।
আঁকছি প্রেমের ছবিতে
হৃদয় আকাশে রাখেছি তোমায়
মুক্ত হাওয়া বাতাসে,,
উড়ায় দিলাম মনের ঘুড়ি
উড়ছো কোন বাতাসে
নাঠাই বিহীন উড়ছো তুমি
কোন রঙিন আকাশে,,
স্বপ্নের পাড়ায় ঘুরছো তুমি
কোন অচেনা গলিতে
রইলে পরে কোন বাগানে
ভোর সকালের কলিতে।
No comments
info.kroyhouse24@gmail.com