Breaking News

চাঁদিনী পুঁতি | লিখাঃ নীভু

চাঁদিনী রাতে তুমি নেই পাশে
বসে আছি তোমার স্বপ্ন বিহনে
নয়নে নয়নে খেলছো খেলা
এত দূরে তুমি পড়ে না কেন ছায়া,,

দক্ষিণা হাওয়া কানে কানে বলে
তুমি আসিবে হৃদয় প্রাণ জাগে
জমেছে কত গল্প মালা পুঁতি
বলে দিবো সব আবেগ জমা গীতি,,
হলুদিয়া পাখি কত সুরে ডাকে
শোন না কেন অনুপমা রাগে
আমার তুমি হবে গো কখন
সন্ধ্যা রাত্রি সাজে নানারকম,,
কোকিল ডাকে মধুর সুরে
এসো না কেন আমার সনে
ছায়ায় ছায়ায় থেকো না ক্ষণে
প্রকাশিত হও না রঙ্গিন ভুবনে।
.

মধুমিতা

.

কোকিলা ডাকে কুহু কুহু
কি মায়া ডাকে সেই
মন থাকে না সন্ধ্যা ঘরে
কি কায়া বাঁধে সেই,,

প্রাণ কোকিলা ডাকের সুরে
মন থাকে না ঘুমের ঘরে
আজব মায়া ডাকে সেই
অন্ধ হৃদয় জাগে বয়ে,,
মুকুল ফুলের রংতুলিতে
নানারূপে সাজে সেই
নয়ন বরণ কাজল হায়
মায়ার টানে মারে সেই,,
চিকনা হাতে রেশমি চুড়ি
টুন টাং শব্দ শোনায় সেই
মধুর সুরে ফুটিয়ে ডাকে
জানে প্রাণে মারে সেই।

No comments

info.kroyhouse24@gmail.com