কুয়াশা ভেদ | নীভু
কবিতায় স্বরলিপি করে
রেখেছি তোমায় যত্ন করে
দেখেছি সূবর্ণ সু ভরে
গল্প লেখা হিমু সহস চলদরে,,
বুনছে কবির মনে
অমনভোজন কথা মালা
জড়িয়ে শীতের চাদরে
রাত্রি গাপন ঝিঁঝি পোকা জ্বালা,,
প্রেমি প্রেমি মনে
বুনছে কথার রথে
রঙা লিপস্টিক ভাঁজে
চলছে প্রেমি আলাপন,,
চন্দ্র চুরি স্বপন চারিনী
কাটছে না আপন ভুবন মোহিনী
ঘুরছে স্বপ্ন চারিতা মনে
দুয়া দুয়া চোঁখের কোনে।
অমনভোজন কথা মালা
জড়িয়ে শীতের চাদরে
রাত্রি গাপন ঝিঁঝি পোকা জ্বালা,,
প্রেমি প্রেমি মনে
বুনছে কথার রথে
রঙা লিপস্টিক ভাঁজে
চলছে প্রেমি আলাপন,,
চন্দ্র চুরি স্বপন চারিনী
কাটছে না আপন ভুবন মোহিনী
ঘুরছে স্বপ্ন চারিতা মনে
দুয়া দুয়া চোঁখের কোনে।
No comments
info.kroyhouse24@gmail.com