Breaking News

কবিতাঃ মায়ার বাঁধন

আমি চাই তোমার বাঁধনে জড়িয়ে থাকি,
ভালোবাসার পরশ নিয়ে সুখের ঘর বাঁধি।
থাকতে চাই আমি তোর মায়ার বাঁধনে,
বাসতে চাই তোকে ভালো।
ছেড়ে যেতে হয় কষ্ট আমার,
বুকে নিয়ে তোর স্মৃতি।
তোর হাসিতে ছিল উচ্ছ্বাস,
তোর চোখে ছিল মায়া।
তোর স্পর্শে ছিল ভালোবাসা,
মায়ার বাঁধন ঘেরা।
নিয়ে যাচ্ছি তোরই মায়া,
নিয়ে যাচ্ছি আমি তোর স্মৃতি।
ফিরে আসবো আমি তোর তরে,
ভুলিস না যে আমি তোর কবি।
দিনটা যে কিভাবে গেল,
বুঝতে পারিনি আমি।
.

অপেক্ষায় আছি

.
ওগো,
কথাগুলো বলার বাকি রইলো।
তবে ভালো হয়েছে…!
আবার হবে কথা নিরবে,
কোনো এক নিস্তব্ধ সন্ধ্যায়।
আমি যেন অপেক্ষা আছি।
ওগো,
শুনতে ইচ্ছে করে বিদ্যুৎ চমকানো হাসি
আবারও কি সে সুযোগ পাবো..?
তুমি সে নিস্তব্ধ সন্ধ্যার সন্ধানে থাকবে কি..?
আমি অপেক্ষায় আছি,,,

No comments

info.kroyhouse24@gmail.com