Breaking News

কবিতা মা

মা  আমার মা
তুমি যেওনা আমায় ছেরে বহু দুরে

তোমায় ছারা আমি  থাকবো বলো কি কোরে
মাগো তোমার কোলে মাথা রখতে যে সুখ মাগো
সে সুখ অামি পাবোনা কোথায়ো
যাইনা যত দুরে
তুমি ছেরে জেওনা অামায় বহু দুরে
অামায় তুমি অাগলে রেখেছো মাগো
তোমার ওই অাচলে করে
তোমার স্থান মাগো
….আমার ওই মনের গহীন ঘরে
আমার ছেরে তুমি জেওনা বহু দুরে
আমি একা বল থাকবো কেমন কোরে
আমায় ছেরে তুমি মাগো যেওনা বহু দুরে
আমি একা থাকবো কেমন করে।
lve you ma
প্রিয় পাঠক, কবিতাটি পড়ার নজ্য আপনাকে ধন্যবাদ।
সকল প্রকাশ গল্প ও কবিতা পেতে আমাদের ওয়েবসাইটি ভিজিট করুন।

No comments

info.kroyhouse24@gmail.com