বর্ণমালা দিয়েই যদি কথা চালিয়ে যাওয়া যায়
বর্ণমালা দিয়েই যদি কথা চালিয়ে যাওয়া যায় অহেতুক আর বাড়তি কথার কি দরকার।
: ভাইয়া ভাল আছো?
: হ।
: দুপুরে খাইছো?
: হ।
: একটা কথা জিজ্ঞাস করি?
: ক।
: কি হইছে এইভাবে কথা কও কেন? কথা বলবা না?
: ক।
: বুঝছি তোমার ভাব বাড়ছে।
: হ।
: দেইখো আর ম্যাসেজ দিমু না তোমারে।
: অ।
: পিডামু কিন্তু তোমারে। লাঠি নিমু?
: ল।
: কি যামু গা?
: হ।
: গেলাম কিন্তু।
: ও।
: তুমি আমার ভাই না!
: হ ।
: একটা কথা বলবা সরাসরি?
: ক।
: তুমি কেন এমন করতেছো আমার সাথে?
: ঐ ঐ।
: তুমি একটা ইইইইইই!
: হ।
আসুন ভাষার মাসে বর্ণমালার ব্যবহার করেই কথা চালিয়ে যাই।
তবে আপনার কাছে ভাষার অপ ব্যবহার করবেন না। কারও সাথে ভাষার অপব্যবহার করার আগে একবার আমাদের ভাষা অর্জনের ইতিহাস এক বার হলেও পড়ে নিন। কত শত মানুষের তাজাপ্রণ কত কত তাজা শহিদের রক্ত দিয়ে অর্জিত আমাদের এই বাংলা ভাষা।
No comments
info.kroyhouse24@gmail.com