গল্পঃ বোবা বউ |পর্ব -০৫ | লিখাঃ-মোস্তফা
মাহি ইশারায় বুঝালো ওর ইন্টার পরিক্ষার রেজাল্ট দিয়েছে আর ভালো রেজাল্ট করেছে!!
– Congress মাহি!! ( রাজ)
– মাহি মুচকি হাসলো!!
– তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে নিলাম!!
– খাওয়া-দাওয়া শেষ করে এসে রুমে বসে বসে মোবাইল টিপতে লাগলাম!! কিছুক্ষণ পর মাহি রুমে আসলো!!
– এসেই বিছানা গুছাতে লাগলো!! তাই আমি উঠে চলে গেলাম আমার সেই বিছানায় মানে সোফাতে!!
– মাহির মুখে আজকে হাসির রেখাটা ফুটে আছে!! বুঝতে পারলাম রেজাল্ট ভালো হওয়াই এতো খুশি!!
– মাহি তোমার হাতে কাজ কি শেষ!! ( রাজ)
– মাহি মাথা নেড়ে হ্যা বললো!!
– আমি একটা কথা বলবো তুমি রাখবে!! ( রাজ)
– মাথা নেড়ে আবারো হ্যা বললো!!
– তুমি তো রেজাল্ট অনেক ভালো করেছো! ” তাই আমি চাইতেছি তুমি তোমার লেখাপড়াটা চালাও!! তুমি পড়ালেখাটা চালাতে চাও!! ( রাজ)
– মাহি মাথাটা নিচু করে ফেললো!!
– বুঝলাম ওও চায় কিন্তু সে এখন সে এখন অন্য বাড়ির বউ বলে ভয় পাচ্ছে!! ওর ভয় ভাঙ্গানোর জন্য বললাম
– মাহি তুমি পরশুদিন রেডি হয়ে থেকো!! (রাজ)
– চোখ বাকিয়ে আমার দিকে তাকালো!!
– বুঝলাম মানেটা বুঝতে পারি নি!! তাই ক্লিয়ার করে বললাম! “
– পরশুদিন তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবো!! তুমি চাও বা না চাও আমি চাই তুমি তোমার লেখাপড়াটা কানটিনিউ করো?? ( রাজ)
– মাহির মুখে হাসির রেখা ফুটে উঠেছে!! বুঝতে পারলাম ওও অনেক খুশি হয়েছে!!
– তাহলে পরশুদিন রেডি থেকো!! ( রাজ)
– মাথা নাড়িয়ে হ্যা বললো!!
– তারপর আমি আমার সেই সোফাতে শুয়ে দিলাম এক আরামের ঘুম!!
-সকালে মাহির ধাক্কতে ঘুম ভাঙ্গলো!! উঠে রেডি হয়ে নামাজ আদায় করে আবার গুমিয়ে গেলাম!! সকালে উঠে নাস্তা করে চলে গেলাম অফিসে!!
– ঐ দিনটা স্বাভাবিক ভাবেই কেটে গেলো!!! পরের দিন মাহিকে নিয়ে ভর্তি করিয়ে দিলাম!!
– মাহি প্রচুর খুশি যা ওর মুখ দেখেই যে কেউ বলে দিতে পারবে!! আর ওর হাসিটাই এত মায়াবি যে বুঝা যায় ওও কতটা খুশি!!
– এভাবে আরো কিছুদিন কেটে গেলো!! মাহি ওর ক্লাস আর বাসার কাজ নিয়ে ব্যাস্ত থাকে আর আমি থাকি অফিসে!! এভাবে কিছুদিন কেটে গেলো!!
– এক সকালে,,,,
– কিরে রাজ তুই এখনো ঘুমাস নি!! ( আম্মু)
– রাতে ছাদে এসে দাড়িয়ে ছিলাম!! বাতাস ছিলো হালকা তাই ভালোই লাগছিল!! তখনই আম্মু পিছন থেকে বললো!!!
– না আম্মু ঘুমাবো একটু পরে কেনো?? ( রাজ)
– তোর রুমে গিয়েছিলাম মাহি বললো তুই ছাদে এসেছিস তাই এখানে আসলাম!! ( আম্মু)
– আমাকে খুজচ্ছ কেনো!! ( রাজ)
– তোকে একটা কথা বলার ছিলো!! ( আম্মু)
– হুম বলো কি বলবা!! ( রাজ)
– কালকে আমি তোর নানার বাড়িতে যাবো!! তাই আমি চাই তুই আর বউমা ও চল আমার সাথে মাহি অনেকদিন ধরে বাসায় কোথাও ঘুরতেও যায় না!! তাই আমি চাইছিলাম তুই আর মাহি চল আমার সাথে?? ( আম্মু)
– আম্মু অফিসে এখন অনেক কাজ তাই এখন আমি কোথাও যেতে পারবো না!! তুমি চাইলে মাহিকে নিয়ে যেতে পারো!! ( রাজ)
– তুই ছাড়া ওও যাবে না তো!! ( আম্মু)
– আমি ওকে বুঝিয়ে পাঠাবো তুমি চিন্তা করো না!! এখন তুমি যাও গিয়ে শুয়ে পড়ো!!! ( রাজ)
– আচ্ছা!! তাহলে কাল বিকেলেই আমি যাবো!! তুই মাহিকে বলিস রেডি হয়ে থাকতে!! ( আম্মু)
– আচ্ছা!!( রাজ)
– আম্মু চলে গেলো!! আমি কিছুক্ষন দাড়িয়ে থেকে রুমে চলে আসলাম!!
– মাহি বসে বসে পড়তেছে তাই আমি গিয়ে সোফায় বসলাম!!
– মাহি আম্মু কিছু বলেছিলো তোমাকে!! ( রাজ)
– মাথা নেড়ে হ্যা বললো!!
– অফিসে কাজের চাপ একটু তাই আমি যেতে পারতেছি না!! তুমি আম্মুর সাথে কাল গিয়ে ঘুড়ে আসো!! তাহলে মনটাও ভালে হবে!! ( রাজ)
– মাহি ইশারায় বুঝালে আমি না গেলে সেও যাবে না!!
– আম্মু একা তো তাই তুমি গেলে ভালো হতো!! তুমি যাও গিয়ে কয়েকদিন ঘুড়ে আসো!! ( রাজ)
– মাথা নেড়ে হ্যা বললো!!
– কাল বিকেলে আম্মু যাবে তাই তুমিও রেডি হয়েই থেকো!! ( রাজ)
– মাথাটা নিচু করে হ্যা বললো!!
– তারপর আমি ঘুমিয়ে গেলাম!! সকালে প্রতিদিনের মতো মাহির ডাকে ঘুম ভাঙ্গলো!!
– উঠে নামাজ আদায় করে আবার গুমিয়ে গেলাম!!
– সকলে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করার জন্য!!
– তারপর সবাই মিলে নাস্তা করে বসে গেলাম!! খাওয়ার মাঝে আম্মু হঠ্যাৎ বলে উঠলো,,,
– রাজ আজ তোকে অফিসে যাওয়া লাগবে না!! ( আম্মু)
– কেনো!! ( রাজ)
– আজকে আমরা চলে যাবো!! তাই তুই আজকে বাসায় থেকে মাহিকে সময় দিবি!! ( আম্মু)
– আম্মু অফিসে অনেক কাজ তাই আরো বললে ও বাসায় থাকা যাবে না!! অফিসে যেতেই হবে!! আর আজকে সন্ধায় হয়তো একটা ডিল ফাইনাল করার জন্য আমাকে শহরের বাহিরেও যাওয়া লাগতে পারে!! ! ( রাজ)
– সব তোর আব্বু দেখবে তোকে বাসায় থাকতে বলেছি তুই বাসায় থাকবি!! ( আম্মু)
– জুড় করো না তো আম্মু!! তোমরা যাও আমার কাজ আছে!! ( রাজ)
– তোর যা মন চায় কর তুই!! ( বলেই উঠে আম্মু চলে গেলো)
– মাহি মাথা নিচু করে আছে!! হয়তো কি বলবে কিছুই বুঝতেছে না!!
– নাস্তা করে রুমে চলে গেলাম!! অফিসে গেলে আবার আম্মু রাগ করবে তাই আর গেলাম না!! ( রাজ)
– কিছুক্ষন পর মাহি রুমে আসলো!! আমাকে দেখে ভূত দেখার মতে চমকে গেলো!!
– ইশারায় বুঝালো যে আমি অফিসে যাই নি কেনো!!
– দেখলেন না আম্মু যেতে না করলো!! তাই আর গেলাম না!! ( রাজ)
– মাহি হালকা হেসে চলে গেলো!!
– তখনই সিনথির কল আসলো!!তাই রিসিভ করলাম কলটা!! ( রাজ)
– রাজ তুমি পাল্টে গেছো!! ( সিনথি)
– কি রকম!! ( রাজ)
– আজকে আমার বার্থডে সেটাও তুমি ভুলে গেলে!!আর ভুলে যাওয়াটাও স্বাভাবিক কারণ এখন বউ আছে তাই আমি কে এখন?? ( সিনথি)
– সরি,,, সরি,,,, সরি!! আসলে কাজের চাপ একটু অফিসে আর পাশাপাশি পড়ালেখা চাপে থাকি সারাদিন তাই ভুলে গিয়েছিলাম!! ( রাজ)
– এখন তো হাজারো সমস্যা দাড় করাবে সামনে?? ( সিনথি)
– প্লিজ সিনথি তুমি কি শুরু করেছো!! বললাম তো সরি!! আর সন্ধায় দেখা হইতেছে!! ( বলেই ফোনটা রেখে দিলাম!!)
– তারপর সারাদিন শেষ করে বিকেলে আম্মু আর মাহি রেডি হলো যাওয়ার জন্য!!
– কিন্তু মাহির মুডটা খারাপ হয়ে আছে!! আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারতেছি না!!
– মাহি এদিকে আসো!! ( রাজ)
– মাহি একটা শুকনা হাসি দিয়ে কাছে আসলো!!
– মনটা খারাপ কেনো!! ( রাজ)
– মাথা নেড়ে মন খারাপ না বললো!!
– মাহি কিছুদিন এরই তো ব্যাপার মন খারাপের কি আছে!! ( রাজ)
– মাথা নেড়ে হ্যা বললো!!
– তুমি যাও যদি সময় পাই তাহলে আমি আসবো দেখি!! ( রাজ)
– মাথা নেড়ে হ্যা বললো!!
– এটা রাখো কাজে দিবে!! ( ব্যাংক কাডটা হাতে দিয়ে দিলাম)
– মাহি ইশারা করে বুঝালো এটা দিয়ে আমি কি করবো!!
– খালি হাতে যাবে নাকি !! তার চেয়ে ভালো এটা রাখো আজ থেকে এটা তোমার!! ( রাজ)
– মন খারাপ তাই আর কিছুই বললো না!! আমিও কথা বাড়ালাম না!!
– তারপর ওদের বিদায় দিয়ে আমি চলে আসলাম রুমে!!
– তারপর সন্ধায় রেডি হয়ে চলে গেলাম সিনথির বার্থডে পার্টিতে !!
– পার্টি শেষ করে বাসায় চলে আসলাম!!
– সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল ১০:০০ টা বাজে!!
– তারপর উঠে চলে গেলাম অফিসে!! বিকেলে সুমন কল দিলো!!তাই ওর সাথে দেখা করার জন্য চলে গেলাম!!
– কিরে এত জরুরী দেখা করতে বললি কেনো!! ( রাজ)
– তোকে একটা কথা বলবো তাই!! ( সুৃমন)
– হুম বল কি বলবি!! ( রাজ)
– মামা আজকে একটা প্লেন করছি!! আর সেটাতে তুইও থাকতে পারবি কি না সিওর হতে ডাকলাম!! ( সুমন)
– কিসের প্লেন করলি!! ( রাজ)
– আমাদের ক্লাস মেইট সবাই মিলে ঘুরতে যাবো আর তারা তাদের গালফ্রেন্ড ওও নিয়ে যাবে!! তুই ওও চল!! ( সুমন)
– কবে যাবি!! ( রাজ)
– কালকে সন্ধায় আমরা সবাই মিলে যাবো তুই ওও চলে আসিস!! ( সুমন)
– আচ্ছা দেখি!! (রাজ)
– তারপর আরো কিছুক্ষন ওর সাথে কথা বলে বাসায় চলে আসলাম!!
– পরের দিন আর অফিসে না গিয়ে বিকেলে চলে গেলাম ফ্রেন্ডদের সাথে ঘুড়ার টুরে!!
– সবার সাথে বাসে উঠে আমি চমকে গেলাম………….
( চলবে…………..!!!)
No comments
info.kroyhouse24@gmail.com