মেঠো পথের বাঁকে
ডক্টরের চেম্বারের সামনে প্রায় আধঘন্টা যাবত বসে আছি।
বসে থাকতে থাকতে পা ঝিমঝিম করছে।পা ঝিমঝিম করাটা যদিও প্রধান সমস্যা না,সমস্যা হচ্ছে এই পুরো আধাঘন্টা আমি পুরো চুপ করে কথা না বলে বসে আছি।
আমি সারাবেলা না খেয়ে কাটিয়ে দিতে পারবো কিন্তু কথা না বলে ১টা মুহূর্ত ও কাটাতে পারিনা।
কেমন যেন দম বন্ধ হয়ে আসে।
ডক্টরের কাছে এসেছি আমার বড়আপু কলির সাথে।
অন্য কেউ সাথে থাকলে আমি নির্দীধায় কথা বলে বলে তার কান ঝালাপালা করে দিতাম কিন্তু তার কানের কাছে প্যাকপ্যাক করা একেবারেই পছন্দ করেনা।তিনি প্রচুর চুপচাপ মার্কা মানুষ।
বিয়েও করেছে ঐরকম একটা হাদারামকে।
শেষমেষ ধৈর্যের বাধ ভেঙে বলে উঠলাম,
–আপু আর কতক্ষণ বসে থাকবো?
–কেন কি সমস্যা হচ্ছে বলতো?বসেই তো আছিস আরামে,দাড়িয়ে তো নেই।
–সমস্যা এটা না আপু,,,
–হুম বুঝছি তোর সমস্যা।তুই তো আবার কথার রাজা,কথা না বললে তোর তো আবার পেটের ভাত হজম হয়না।
–জেন্ডার কেনো বদলাও আপু,ওটা রাজা না রানী হবে।
আপু ধমক দিয়ে বলে উঠলো,
— একটা থাপ্পড় দিয়ে দাত ফেলে দেবো,বড়দের মুখে মুখে কথা বলিস।
তোর নাম কথা না রেখে বাচাল রাখা উচিৎ ছিলো।
–আর তোমার নাম রাখা উচিৎ ছিলো বোবা।
–কি বললি?
আপু চোখ গরম করে তাকাতেই আমি ভয়ে চুপ হয়ে গেলাম।
আপুর সাথে কথা বলা মানেই বকা খাওয়া।মানুষরা বোনে বোনে থাকে বান্ধবীর মতো আর আমরা থাকি সতীনের মতো।
আমিতো ভেবেই নিছি আপুর যেখানে বিয়ে হয়ছে সেখান থেকে সবচেয়ে দুরে যে জেলা আছে সেই জেলায় আমি বিয়ে করবো।
নেহাৎ আপুর পায়ে বেথা তাই আপুকে ধরে ধরে ডক্টরের কাছে নিয়ে এলাম নয়তো আপুর ধারে কাছেও আমি ঘেসিনা।
ডক্টরের চেম্বারে ঢোকার পর আমিতো পুরো হা,,,,,
ডক্টর ও কি এরকম হিরোদের মতো হয়?
হাইইই,,,,আমিতো পুরাই ক্রাশ।
কি সুন্দর সিল্কি চুল,জোড়া ভ্রু,গভীর চোখ।
আর হাত নেড়ে নেড়ে যখন কথা বলে,,,,ওহহহ।
যতক্ষণ আপু ওনার সাথে কথা বললেন আমি হা করে ওনার দিকে তাকিয়ে ছিলাম।
একফাকে নেমপ্লেটে চোখ বুলিয়ে নিলাম।
ডঃআবির হোসেন।
আপু প্রেসক্রিপশন নিয়ে উঠে দাড়ানোর পরও আমি বসেই রইলাম।
আপু ধাক্কা দিতেই হুশ ফিরলো আমার।
সুড়সুড় করে চেম্বার থেকে বেরিয়ে এলাম।
আপুই আমাকে বললো,
–বুঝলিতো কথা,পড়াশোনা শেষ করে কিছুদিন হলো আবির চেম্বারটা নিয়েছে,
তাই ওর কাছেই এলাম।
–তুমি চেনো ওনাকে?
–চিনবো না কেনো ও তো তোর উজ্জ্বল ভাইয়ার কাজিন।মানে আমার চাচা শশুড়ের ছোট ছেলে।
–ওহ।
–শুধুই ওহ?কি হলো রে তোর?
–বাড়ি যাব আপু,মাথা ধরেছে।
সেদিন বাড়ি এসে কি যে হলো আমার।চোখ বুঝলেই লোকটার চেহারা সামনে চলে আসে।
খেতে পারিনা,ঘুমোতে পারিনা।
সারাদিন রাত আবিরের কথা মাথায় ঘোরে।
আমি পরলাম মহা বিপদে,এ কি হলো আমার?আগে তো কখনো এমন হয়নি?
প্রথম দেখায় প্রেম কি তবে একেই বলে?
চলবে….
No comments
info.kroyhouse24@gmail.com