গল্পঃ বোবা বউ | পর্ব-০৭
কি খবর কেমন আছো!! ( সিনথি)
হুম ভালো!! ( রিপ্লে দিলাম)
– কেনো সারাদিনে তোমার বউ খাওয়ার জন্য একবারও ডাকে নি!! ( সিনথির মেসেজ)
– আরে ওও বাসায় এসেই ডেকে খাওয়ার জন্য ডাক দিয়েছে না হলে তো আজকে সারাদিন না খেয়েই থাকতে হতো!! ( রিপ্লে দিলাম)
– কেনো সারাদিন তোমার বউ কোথায় ছিলো!! ( সিনথি)
– আমরা যেদিন পিকনিকে গিয়েছিলাম ঐদিন মাহি আর আম্মু নানাদের বাড়িতে গিয়েছিলো!! আজ বিকেলে এসেছে!! এসেই আমাকে ঘুমানো অবস্থায় দেখে!! তারপর ডেকে উঠিয়ে খাওয়া-দাওয়া করায়!! ( রিপ্লে দিলাম)
– ওহ তাহলে তো ভালোই!! ( সিনথি)
– হুম!! ( রিপ্লে)
– আচ্ছা ভালো থেকো পরে কথা হবে বাই!! ( সিনথি)
– ওকে বাই!! ( রাজ)
– তারপর মোবাইলটা রেখে দিয়ে কিছুক্ষন বসে রইলাম!! মাহি কিছুক্ষন পর খেতে যাওয়ার জন্য ডেকে গেলো!!
– চোরের মতো গিয়ে চুপচাপ খাওয়া-দাওয়া করে চলে আসলাম!! এসে রুমে বসে বসে মোবাইল গুতাতে লাগলাম!!
– কিছুক্ষন পর মাহিও রুমে আসলো!! রাগ এখনো নাকের আগায় লেগে আছে?? আমি উঠে চলে গেলাম সোফায়!! মাহি বেডটা গুছাতে লাগলো!!
– সরি?? ( জোড়ে গলায় বললাম)
– মাহি অদ্ভুদ একটা দৃষ্টি নিয়ে তাকালো!! আর হাতের ইশারায় বুঝালো সরি কেনো??
– ঐ যে আপনাদের সময় না দিয়ে আমি বন্ধুদের সাথে ঘুরতে চলে গিয়েছিলাম তার জন্য!! আসলে তোমরা যেদিন চলে গিয়েছিলে তারপরের দিন বন্ধুরা এমন ভাবে চাপ দিলো যাওয়ার জন্য যে না গিয়ে পাড়লাম না!! ( রাজ)
– মাহি কিছুই ইশারা করলো না!! শুধু অবাক হয়ে তাকিয়ে আছে
– আরে বললাম তো সরি!! আর হবে না এমন এবার খুশি!! এবার তো একটু হাসেন!! ( মায়াবী মুখ করে বললাম)
– আমার কথা শেষ হতে না হতেই মাহি ফিক করে হেসে দিলো!! আর ওর হাসির দিকে এই প্রথম আমি এত ভালো ভাবে লক্ষ করলাম!! হাসলে যে মাহিকে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখি নি!!
– আমি অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি!! তখনই হঠ্যাৎ মাহি আমার দিকে তাকিয়ে ওও নিজের হাসিটা বন্ধ করে দেয়!!
– আমি কিছুটা সরম পেয়ে ওর থেকে নজর গুড়িয়ে নেই!! আর মাহি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে তাই সেও নিচের দিকে তাকিয়ে ফেললো!!
– আমি আর কিছু না বলে উল্টো হয়ে শুয়ে পড়লাম!!কিছুক্ষন ব্যাপারটা নিয়ে মনে-মনে হাসতে হাসতে গুমিয়ে গেলাম!!
– এভাবে মাস দুই-এক কেটে গেলো!! এখন মাহির সাথে আমার সম্পর্ক বেষ্টফ্রেন্ড এর মতো!!
– কিন্তু মাহিকে কেনো জানি বউ হিসেবে মেনে নিতে পারতেছি না!! তারপরেও মেয়েটা আমার প্রতি অনেক কেয়ারিং!! আমার সব বিষয়ে খবর নিয়ে রাখে!!
– আমি খাবার খেয়েছি কি না!! সময় মতো নামাজ পড়েছি কি না!! সব ব্যাপারে একটু বেশিই কেয়ারিং!! আর আস্তে-আস্তে ওর কেয়ারিং গুলোর অভ্যস্ত হয়ে গেছি আমি!!
– এখন এমন হয়ে যাচ্ছি আস্তে-আস্তে যে মাহির কেয়ারগুলো ছাড়া চলাই মুসকিল?? তাও নিজেকে এখন ওর থেকে কিছুটা দূরে রাখতে চাই!!
এক বিকেলে,,,,,,
– আজ অফিস থেকে দুপুরেই চলে এসেছি ভালো লাগছিল না তাই!! খাওয়া-দাওয়া খেয়ে বসে বসে বিকেলে মোবাইল টিপতে ছিলাম!! তখনই মাহি রুমে আসলো!!
– আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে পাশে দাড়িয়ে গেলো!! আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম!!
– আজকে সন্ধায় আমাকে নিয়ে একটু বাহিরে ঘুড়তে যাবেন?? আসলে আজকে আমার জন্য একটা বিষেস দিন তো তাই একটু বাহিরে যেতে চাই!!
– আমি চিঠিটা পড়ে ওর দিকে তাকালাম ওও এক বুক আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে??
– কি বিষেস দিন আজকে আপনার!! ( রাজ)
– ওও হাতের ইশারায় বুঝালো ওর আজকে জন্মদিন!!
– আজকে আপনার বার্থডে আর আপনি আমাকে এখন বলতেছেন?? ( রাজ)
– মাহি মাথাটা নিচু করে ফেললো!!
– আচ্ছা ঠিক আছে আজকে আপনি যা চাইবেন তাই পাবেন!! (রাজ)
– মাহি খুশি মনে চলে গেলো!!
– আমি ওর জন্য কেকের অর্ডার করলাম!! আর সুমনকে ফোন দিয়ে কিছু বেলুন আরো কিছু জিনিস নিয়ে আসতে বললাম!!
– সন্ধায় সবকিছু কিভাবে করবে তার প্লেন শেষ করলাম!!আমি ফ্রেশ হয়ে এসে মাহিকে ফ্রেশ হয়ে রেডি হতে বললাম!!
– আমি সোফায় বসে মোবাইল টিপতে ছিলাম তখনই সিনথিয়ার কল আসলো!! আমি কিছুটা অবাক হয়ে গেলাম এমন সময় ওর কল দেখে!! তাই রিসিভ করলাম!!
– হ্যালো রাজ!! ( সিনথি)
– হুম বলো!! আর এমন সময় ফোন দিয়েছো!! ( রাজ)
– তুমি এখনি আমার সাথে দেখা করো!! পাচ মিনিটের মধ্যে!! ( সিনথি)
– কেনো কোনো সমস্যা!!( রাজ)
– হুম অনেক বড় সমস্যা তুমি এখনি দেখা করো আমার সাথে!! (সিনথি)
– আসলে আমি একটা কাজে বিজি আছি এখন দেখা না করলে হয় না!! ( রাজ)
– না হয় না তুমি এখনই আসো?? ( সিনথি বলেই ফোনটা কেটে দিলো)
– আমি এখন কি করবো বুঝতেছি না!! শেষ পর্যন্তু যাওয়ার সিধান্ত নিলাম!!
– তাই মাহির খাতা থেকে একটা পেইজ ছিড়ে সেটাতে লিখে দিলাম “” মাহি তুমি রেডি হয়ে বসো আমি কিছুক্ষন পড়ে আসতেছি!! আসলে অনেক জরুরী একটা কাজ না গেলেই না হয়!! সরি??!! তবে বেশি সময় লাগবে না!! তুমি রেডি হতে হতেই আমি চলে আসবো!! “” লিখে আয়নার সামনে রেখে চলে গেলাম!!
– পার্কের টেবিলে গিয়ে বসে থাকার পাচ মিনিট পরই সিনথিয়া আসলো!!
– কি হলো এত জরুরি ডাকলে কেনো?? ( রাজ)
– বাসা থেকে আমার জন্য ছেলে পছন্দ করেছে এখন আমি কি করবো!! ( সিনথিয়া)
– কিহ ??!!( রাজ)
– আব্বু তার বন্ধুর ছেলেকে পছন্দ করেছে আমার জন্য এখন আমি কি করবো বুঝতেছি না!! ( সিনথিয়া)
– কথাটা শুনে মাথাটা ঘুরতে লাগলো!! কি করবো আমি এখন বুঝতেছি না!! তাই চুপ হয়ে দাড়িয়ে রইলাম!! এখন এমন লাগতেছে আমি দুই নৌকায় পা রেখে দাড়িয়ে আছি আর নৌকা দুইটা এখন দুই দিকে মুড় নিতেছে আর আমি আস্তে-আস্তে চিপায় পড়তেছি!!
– এসব ভাবতেছিলাম তখনই সিনথি বলে উঠলো!!
– কি হলো কিছু বলো না কেনো?? কি করবো আমি এখন?? ( সিনথি)
– আমি কিছুই বুঝতেছি না!! একটার পর একটা বিপদ আসতেছে আমার সামনে!! ( রাজ)
– মানে?? ( সিনথি)
– মানে প্রথমে মাহি তারপর এখন আবার তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এখন আমি কি করবো নিজেই বুঝতেছি না!! ( রাজ)
– তুমি মাহিকে ডিভোর্স দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়!! ( সিনথি)
– মানে ??!!( রাজ)
– মানে হলো তুমি মাহিকে ডিভোর্স দিয়ে দিলে আমি তোমার কথা আমার বাসায় বলবো তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে!! ( সিনথি)
– সিনথির মুখে মাহিকে ডিভোর্স দেওয়ার কথাটা শুনে কেমন যেনো একটা খারাপ লাগা কাজ করলো!! কেনো জানি সবকিছু এলোমেলো লাগতেছে আমার!! মাহির মায়াবী মুখটা কেনো জানি চোখের সামনে ভাসতেছে আমার!!
– এসব ভাবনায় ডুবে যাচ্ছিলাম তখনই সিনথি ডাক দিয়ে বললো!!
– রাজ কি হলো তোমার একটু পর-পর কোথায় হারিয়ে যাও তুমি!! কিছু একটা তো বলো!! ( সিনথি)
– সিনথি আমাকে আজকের রাতটা ভাবার সময় দাও আমি কালকে বিকেলে তোমাকে জানাচ্ছি!! ( রাজ)
– আচ্ছা ঠিক আছে?? ( সিনথি)
– তারপর সিনথির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম!! সারা রাস্তা আমি ভাবতে-ভাবতে এসেছি!!
– কলিং বেইলে চাপতেই মাহি এসে একটা হাসি দিয়ে দরজা খুলে দিলো!!
– কিন্তু আমি সেদিকে খেয়াল না করে আমি ভাবতেছি!!মাহি সেটা বুঝতে পারলো সাথে-সাথেই ওর হাসি মুখটা মলিন হয়ে গেলো!!
– মাহি আমাকে ইশারায় বুঝালো কি হয়েছে!!
– আরে কিছু না!! দেখতে চাইলাম আমাকে এমন অবস্থায় দেখে তোমার রিয়েক্ট কেমন হয়!! (হাসি দিয়
– মাহি কিছুটা শয়তানি লুক দিয়ে তাকিয়ে ভিতরে চলে গেলো!! মাহিকে কিছুই বুঝতে দিলাম না!!
– তারপর মাহিকে নিয়ে ঘুরতে বেড় হলাম!! কিন্তু মন থেকে সিনথিয়ার কথাগুলো বেড় করতে পারতেছি না!!
– মাঝে-মাঝেই অন্যমনস্ক হয়ে যাচ্ছি!! তাও মাহিকে বুঝতে না দিয়ে ঘুড়ে আসলাম!!
– রাত বারোটার কিছুক্ষন আগে মাহিকে নিয়ে বাসায় আসলাম!!আমরা ঘুড়তে বেড় হওয়ার পর বাসাটা সাজানো হয়েছে মোটামোটি!! এত অল্প সময়ে যা হয় আরকি!!
– বাসার সব লাইট অফ মাহি গিয়ে লাইটের সুইট দিলো!! আলো জ্বলার সাথে-সাথেই আব্বু-আম্মু ,, , সুমন আর ওর গালফ্রেন্ড আর আমি মিলে ওকে বার্থডের উইস করলাম!!
– মাহির দিলে তাকিয়ে বুঝলাম ওও অনেক বড় শর্কড খেয়েছে!! এমনটা হবে ওও হয়তো ভাবতেও পারেনি!!
– মাহি মাহির কাছে গিয়ে ওর হাতে ছুড়িটা দিয়ে ওকে নিয়ে আমাদের রুমে আসলাম যেখানে কেকটা রাখা!!
– মাহি কেকটা কাটো!!( মাহির কানের কাছে গিয়ে বললাম)
– মাহি কিছুটা অবাক হয়ে মাথা নেড়ে হ্যা বললো!!
তারপর কেক কাটা এবং সব কিছু শেষ করতে করতে প্রায় তিনটা বেজে গেলো!!
– মাহি খুশি মনে ফ্রেশ হয়ে এসে শুয়ে গেলো!! আমি মাহিকে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম!!ওর কি হবে?? ওর ভবিষ্যৎ কি হবে!! ওওতো কাউকে ওর কষ্টগুলো বলতেও পারবে না!! কান্নাই হবে ওর সম্বল!!
– এভাবে ভাবতে-ভাবতে আযান দিয়ে ফেললো!! মাহি উঠে গেলো!! তাই আমি ঘুমের ভান ধরে শুয়ে গেলাম!
– মাহি এসে আমাকে ডাক দিলো!! আমি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ শেষ করে খোদার কাছে সাহায্য চাইলাম!! ওনি যেনো আমাকে সঠিক পথ দেখান!!
– তারপর আর ঘুমালাম না!! বসে বসে ভাবতে লাগলাম!! মাহি চলে গেলো রান্নার কাজ করতে!! নয়টার দিকে এসে মাহি ডাকতে এলো!!
– আমাকে সজাক দেখে সে কিছুটা হয়তো অবাক হয়েছে তাও কিছু না বলে খাওয়ার জন্য বলে গেলো!!
– খাওয়া-দাওয়া করে অফিসে চলে গেলাম!! সারাদিন ভাবতে-ভাবতে ক্লান্ত হয়ে গেছি!! অবশেষে একটা সিধান্ত নিয়ে ফেললাম!! যা হওয়ার তা পরে দেখা যাবে!!
– বিকেলে মাথাটা হালকা ধরেছে তাই কফি খাচ্ছিলাম!! তখনই মোবাইলটা টুং করে উঠলো!! তাকিয়ে দেখি সিনথির মেসেজ!!
– কোথায় তুমি রাজ ?? ( সিনথি)
– আসতেছি!! ( রিপ্লে দিয়েই বেড়িয়ে গেলাম!!)
– জানি না আজকে আমি কি করতে যাচ্ছি!! ওকে ছাড়া থাকতে পারবো কি না তাও জানি না!! এসব ভাবনা বাদ দিয়ে চলে গেলাম পার্কে!!
– একটা বেন্চে বসে সেই ভাবনাতেই ডুব দিলাম!! আমি যা করতে যাচ্ছি তা কি ঠিক হচ্ছে!! নাকি সম্পূর্ণ ভুল পথ বেছে নিচ্ছি আমি!! কেনো জানি নিজেকে অবুঝ মনে হচ্ছে সেই ছোট বেলার মতো এখনও নিজের ভালো কোনটা বা খারাপ কোনটা সেটাই বুঝতে পারতেছি না!! কবে বড়ো হবো আমি!!
– এসব ভাবতেছিলান তখনই পিছন থেকে কাদে কেউ হাত রাখলো!! তাকিয়ে দেখি সিনথিয়া!!
– কি এতো ভাবতেছো!! ( বলেই আমার পাশে বসে গেলো)
– না কিছু না?? ( রাজ)
– তা সারারাত ভেবে কি সিধান্ত নিলে!! ( সিনথি)
– আমি ভেবে দেখেছি আমার আর তোমার সম্পর্কটাই………….!!!!!
( চলবে………………………..)
No comments
info.kroyhouse24@gmail.com