বহুরুপি ভালোবাসা
ইদানীং রুপন্তীর আম্মুর সাথে আমার প্রায় ঝগড়া হয়।
আর ঝগড়ার সময় রুপন্তীর আম্মু বলে আমি চলে গেলে তখন বুঝবেন।
আমিও মুখ বাঁকিয়ে বলি, হ হ যাও গা চলে।
আমিও মুখ বাঁকিয়ে বলি, হ হ যাও গা চলে।
বাসায় একজনের সাথে আরেকজন কথা বলি না এখন।
আমি আর সে খালি চিরকুট লিখে দিয়ে যে যার যার মতো থাকি।
ঘুমানোর আগে চিরকুটে লিখে রাখি সকাল ৭ টায় ঘুম থেকে জাগিয়ে দিও,
এদিকে সকাল ৯ বেজে যায় তারপর উঠে দেখি পাশে টেবিল
ঘুমানোর আগে চিরকুটে লিখে রাখি সকাল ৭ টায় ঘুম থেকে জাগিয়ে দিও,
এদিকে সকাল ৯ বেজে যায় তারপর উঠে দেখি পাশে টেবিল
চিরকুটে লেখা সকাল ৭ বাজে উঠে যান।
একেবারে বিরক্তিকর হয়ে উঠেছে বাসাটা।
একেবারে বিরক্তিকর হয়ে উঠেছে বাসাটা।
সেদিন অফিস থেকে এসে দেখি পুরো বাড়ি খালি। কোথাও কেউ নেই।
জরিনা খালাও ছুটিতে। রুপন্তীর আম্মুকেও অনেক খুঁজছি পেলাম না।
অবশেষে রুমে এসে দেখি ড্রেসিংরুমের আয়নার সাথে একটা বড় চিরকুট সুইংগাম দিয়ে লাগানো।
হাতে নিয়ে দেখলাম তাতে লেখা,
প্রিয় রুপন্তীর পাপ্পা,
আপনি সবসময় ই তো বলেন, গেলে চলে যাও। তাই চলে গেলাম।
আপনি সবসময় ই তো বলেন, গেলে চলে যাও। তাই চলে গেলাম।
জানেন আপনাকে খুব বেশি ভালোবাসি তাই ঝগড়া করতাম বেশি।
আর আপনি বুঝতেন না। যাই হোক। আমার সাথে আপনার যাচ্ছেনা তাই না!
অনেক সহ্য করেছি কিন্তু এখন আর না। আমাকে খোঁজার চেষ্টা করবেন না।
অনেক সহ্য করেছি কিন্তু এখন আর না। আমাকে খোঁজার চেষ্টা করবেন না।
আমি চিঠিটা পড়ে কিছুক্ষণ বেশ জোরেশোরে হাসলাম।
পরে চিঠিটা আবার জায়গা মতো রেখে দিলাম।
তারপর মোবাইল হাতে নিয়ে খাটে বসে আমার নতুন গফরে ফোন লাগালাম।
তারপর মোবাইল হাতে নিয়ে খাটে বসে আমার নতুন গফরে ফোন লাগালাম।
জানো! একটা খুশির খবর আছে। আমার ঘরের ভূতনী টা তো চলে গেছে।
আর কদিন পর ডিভোর্স লেটার ও সাইন করিয়ে নিবো। এখন তুমি আর আমি একদম ফ্রী!
আর তুমি আমাদের ছেলেমেয়েদের সহ কাল পরশু এর মধ্যে চলে আসো।
আর তুমি আমাদের ছেলেমেয়েদের সহ কাল পরশু এর মধ্যে চলে আসো।
অনেকদিন দেখা হয়না আমাদের।
আর শুনো ভূতনীটা তো তার আলমারি গয়না জুয়েলারি সব রেখে গেছে।
তোমার কাজে আসবে। আর সে তো নিজের ইচ্ছায় গেছে সো আমার কোন দায়বদ্ধতা নেই।
তাই এখন সবকিছু তোমার।
তাড়াতাড়ি চলে এসো এখন রাখি জানো। বাই ….উম্মাহ,,,,
তাড়াতাড়ি চলে এসো এখন রাখি জানো। বাই ….উম্মাহ,,,,
গার্লফ্রেন্ডের সাথে কথা বলে কিছুক্ষণ রুমে সাউন্ড বক্স অন করে নাচলাম। খুশির সংবাদ।
পরে ভাবলাম গফ ওইটা তো আগামীকাল আসবে তাই আজকের জন্য আরেকটা গফকে থাকা দরকার, তাই আমার অফিসের পার্সোনাল সেক্রেটারিকে ফোন লাগলাম,
হ্যালো সুইট হার্ট! তোমার কথা ই ভাবছিলাম। কোথায় তুমি! আজকে আমরা দুজনের জন্য সুবর্ণ সুযোগ। চলে আসো তাড়াতাড়ি। আমার বাসার প্রবলেমটা সলভ হয়ছে।
আমি অপেক্ষা করছি তাড়াতাড়ি আসবা কিন্তু।
পরে ভাবলাম গফ ওইটা তো আগামীকাল আসবে তাই আজকের জন্য আরেকটা গফকে থাকা দরকার, তাই আমার অফিসের পার্সোনাল সেক্রেটারিকে ফোন লাগলাম,
হ্যালো সুইট হার্ট! তোমার কথা ই ভাবছিলাম। কোথায় তুমি! আজকে আমরা দুজনের জন্য সুবর্ণ সুযোগ। চলে আসো তাড়াতাড়ি। আমার বাসার প্রবলেমটা সলভ হয়ছে।
আমি অপেক্ষা করছি তাড়াতাড়ি আসবা কিন্তু।
এবার ড্রেসটা চেন্জ করে টাওয়েল নিয়ে একটু ফ্রেশ হয়তে গেছি।
এদিকে আস্তে আস্তে খাটের নিচ থেকে ইঁদুরের মতো রুপন্তীর আম্মু বের হয়েছে। সে খুব কাঁদতেছে।
কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রুপন্তীর পাপ্পা আমাকে এমন ধোকা দিল। ব্যাটার এতোগুলো পরকীয়াও আছে । ছিঃ আগে জানলে বিয়ে ই করতাম না।
কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রুপন্তীর পাপ্পা আমাকে এমন ধোকা দিল। ব্যাটার এতোগুলো পরকীয়াও আছে । ছিঃ আগে জানলে বিয়ে ই করতাম না।
হঠাৎ রুপন্তীর আম্মুর চোখ আয়নার সামনে গেল সেখানে তার চিঠিটার নিচে সে আরো একটা চিরকুট দেখতে পেল । চিরকুটটা হাতে নিয়ে যখন পড়লো তখন রুপন্তীর আম্মু বুঝতে পারলো আমি কতো বড় শয়তান। চিরকুটে লেখা ছিল,
শুনো বোকা মেয়ে এখনো লুকাতে শিখোনি,
খাটের অপর পাশে তোমার পা বেরিয়ে আছে। তাড়াতাড়ি বের হও আমার খুব ক্ষুধা লাগছে। আমি ওয়াশরুমে গেলাম। আর সরি নাটক করার জন্য ‘ I love u ‘
খাটের অপর পাশে তোমার পা বেরিয়ে আছে। তাড়াতাড়ি বের হও আমার খুব ক্ষুধা লাগছে। আমি ওয়াশরুমে গেলাম। আর সরি নাটক করার জন্য ‘ I love u ‘
No comments
info.kroyhouse24@gmail.com