তোমায় দেখেই ফিদা
আমরা তিন বন্ধু রাজশাহীর পদ্মা গার্ডেন এ বিকেল করে ঘুরতে গেলাম। গার্ডেনে একটা অতি সুন্দর মেয়ে কারো জন্য অপেক্ষা করছে। আমরা ঔ মেয়েটারে ফলো করেই পাশের বেঞ্চে বসে পড়লাম কিন্তু মেয়েকে বুঝতে দিলাম না। কিছু সময় পর এমার এক বন্ধ বলছে যে চল অন্য কোথাও যাই বা একটু ঘুরা ঘুরি করি আমি বলিলাম তোরা যা আমার কাজ আছে। বন্ধু দুজন এদিক ওদিক ঘুরতে শুরু করলো আর আমি মেয়েটির কাছে গিয়ে ( সাহস নিয়ে ) বলিলাম আপনি কি কারও জন্য অপেক্ষা করছেন? মেয়ে বললিল হ্যা আমি একজনের সাথে মিট করতে আসছি কিন্তু সে এখুও আসছে না আর তার ফোনও বন্ধ ।আমি বলিলাম আমি হৃদয় এন্ড ইউ ? !!
আমি তামান্না !!
আপনি কোথায় থাকেন?
রাজশাহীতে!!
আপনি?
আমিও রাজশাহীতে ই থাকি।
হালকা কথা বার্তা বলতে বলতে বাদাম বাদাম বলে একটি ছেলে বাদাম বিক্রি করছে । আমি ডাক দিলাম এই বাদাম!!!
ছেলেটি বলিল ভাই বাদাম নিবেন?
তোমায় দেখেই ফিদা
তামান্না আমি খেয়াল করছিলাম আপনি অনেক্ষন একা একা বোর ফিল করছিলেন!! তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। নিন বাদাম নিন বাদাম খেতে খেতে কথা বলি।
আর আপনার বয় ফ্রেন্ড যদি চলে আসে তবে আপনি বলবেন যে আমি আপনার বন্ধ আপনি আসতে দেরি করায় আমার সাথে কথা বলে সময় পার করছেন। তামান্না উত্তর দিল ঠিক আছে। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। প্রায় এক ঘন্টা এভাবে কথা বলতে লাগলাম দুজন দুজনায়। তার পর আমি বলে উঠলাম তামান্না চলুন আমরা নদীর সৌন্দর্যটা উপভোগ করি নদীর পার দিয়ে একটু হাটা হাটি করি। আর আপনার বয়ফ্রেন্ড যদি আসে সে তো আপনাকে ফোন দিবেই ।
এভাবে দুজনে গল্প চললো আরও এক ঘন্টা তামান্না শুধু ঘরি দেখছে তার আবার সন্ধায় বাসায় ফিরতে হবে না হলে বাবা মা বকা বকি করবে। আমি হঠাৎ করে বলে ফেললাম তামান্না আপনার বয়ফ্রেন্ড কি করে? বলে আমি জানি না মাত্র ৭দিন হলো ফেইস বুকে পরিচয়। আমি বলে উঠলাম ও ও ও তাহলে আসলো না কেন? সে মনে হয় কোন সমস্যায় পরেছে নয়তো সে আপনার সাথে প্রতারনা করেছে।
তামান্নাকে বলিলাম আপনি একটা ভালো মেয়ে আর দেখতেও মাশাআল্লাহ্ , আপনি ফেইসবুকে প্রেম করতে গেলেন কেন? আপনার সাথে তো যে কোন ছেলেই প্রেম করতে চাইবে। আমি তো প্রথম দেখাই ফিদা (মনে মনে ) । তামান্নার সাথে কিছুটা বলে ভালোই সময় ব্যায় করলাম এবার তামান্নার যাবার সময় হয়ে আসছে তামান্না আর কিছু সময়ের মধ্যেই আমাকে হয়তো বলবে আমি এখন বাসায় যাবো।
আমি ব্যাস্ত কিভাবে মোবাইল নাম্বারটা নেয়া যায়। এখুনও মোবাইল নাম্বার টা নেয়া হয় নাই। ঠিক পাঁচ মিনিট পর তামান্না বলে উঠলো শুনুন আমার বাসায় যাবার সময় হয়ে গেছে, আমাকে এখন বাসায় যেতে হবে। আনার সাথে কথা বলে অনেক ভালোলাগলো। আম বলিলাম তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান মাঝে মাঝে কথা বলবো আর পার্কে আসলে আমাকে অবস্যই ফোন দিবেন । আমি প্রায় সব সময় ফ্রি থাকি।
চলবে...
No comments
info.kroyhouse24@gmail.com