আজ নাকি ভালোবাসা দিবস
আজ নাকি ভালোবাসা দিবস,
তাই সকাল সকাল আব্বারে গিয়ে কইলাম,
আব্বা ভালোবাসা কি?
আব্বা স্ক্রু ড্রাইভার দিয়ে টিভির রিমোট গুতাইতে গুতাইতে বললো,
তুই প্রতিদিন আমার পকেট থেকে সিগারেট চুরি করস সেটা জেনেও আমি প্রতিদিন পকেটে সিগারেট রাখি।
কিছুই বুঝলাম না! মাথা চুলকাতে চুলকাতে রান্নাঘরে আম্মার কাছে গেলাম। আম্মা খুন্তি হাতে দাঁড়িয়ে আছে।
আম্মা ভালোবাসা কি,
প্রতিদিন সকালে তোর ঘুম থেকে উঠতে আমার হাতে যে জুতার বারি, ঝাঁটার বারি খাওয়া লাগে সেটাই ভালোবাসা।
বড় আপুরে গিয়ে জিগাইলাম,
আপু ভালোবাসা কি?
প্রতিদিন আমার ব্যাগ থেকে পঞ্চাশ টাকা গায়েব হয়ে যাওয়ার নামই ভালোবাসা।
বড় ভাইয়াকে বলতে সে বললো,
বাইকে আমি তেল ভরি আর তুই বাইক চালাইয়া তেলগুলো পুড়িয়ে খালি করে ফেলিস সেটাই ভালোবাসা।
বেস্টিরে জিগাইলাম,
মনু ভালোবাসা কি?
সে কইলো,
তোর জন্য মেয়ে ঠিক করতে গিয়ে নিজে পছন্দ করে আসাকেই ভালোবাসা বলে।
মামারে জিগাইলাম,
সে বললো,
হুদা মিছাই প্রতি শুক্রবারে আমার বাড়ি এসে বিরিয়ানি খেয়ে যাওয়ার নামই ভালোবাসা।
অবশেষে গফরে গিয়ে জিগাইলাম,
সখি ভালোবাসা কারা কই?
সে মুখ বাঁকিয়ে বললো,
বফ যখন এমন অবুঝ হয় তখন অন্যের হাত ধরে ভালো বাসাতে চলে যাওয়ার নামই ভালোবাসা।
No comments
info.kroyhouse24@gmail.com