Breaking News

তোমার আমার ভালোবাসা |পর্ব - ০২

এরপর ওরা সবাই আরহান আর মাইশাকে নিয়ে হৈ হৈ করে আরহানের বাড়িতে আসে.. আরহানের বাবা মা নেই..ওর ১২ বছর বয়সে তারা একটা সড়ক দুর্ঘটনায় মারা যান তারপর থেকে আরহান ওর চাচা চাচীর কাছেই মানুষ হয়েছে আর এটাই কারণ ছিলো মাইশার মা বাবার বিয়েতে রাজি না হওয়ার কারণ তারা ভেবেছিলো মাইশা অন্যের সংসারে গিয়ে থাকতে পারবেনা.. যাই হোক মাইশা আর আরহান আসার সাথে সাথেই দেখে বাড়ির বাহিরটা পুরো বিয়েবাড়ির মতোন সাজানো

মাইশা == আরহান…এসব কি? (অবাক হয়ে)

আরহান == সারপ্রাইজ… ভেতরে চলো আরো অনেককিছু দেখতে পাবে (আস্তে)

সাবিত == যাহ বাবা আংকেল আমার জন্য অপেক্ষা না করে নিজেই দেখছি সব করে নিয়েছে

নেহা == আরে সাবিত.. কোনো ব্যাপার না তোর জন্য আংকেল নিশ্চয়ই কিছু বাকি রেখেছে.. এখন এখানে দাড়িয়ে কথা বলার দরকার নেই আমাদের কে ভেতরে নিয়ে যাই চল

ঊর্মি == হ্যাঁ চল

বাড়ির ভেতরে যেতেই আরহানের চাচী মনিরা বেগম এগিয়ে আসেন সাথে তার মেয়ে মনে আরহানের চাচাতো বোন আদিরা ও.. সামনে আসার সঙ্গে সঙ্গে মাইশা আরহান দুজনেই ওর চাচীকে সালাম করে

মনিরা == অনেকক্ষন ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম এসো বসো.. ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই.. আদিরা টেবিলে জুস রাখা আছে নিয়ে আয় তো

মাইশা == থাক না আন্টি এখন এসবের দরকার নেই

মনিরা: আন্টি না.. আমাকে আরহান বড়মা বলে তুমিও আজকে থেকে তাই বলবে ঠিক আছে? আর হ্যাঁ আমি জানি তুমি ওর জন্য সব ছেড়ে এসেছো তাই বলে আমাকে কিন্তু শাশুড়ি মনে করে পর ভেবো না.. যখন যা দরকার হবে সবার আগে এসে আমাকে বলবে কেমন?

মাইশা == আচ্ছা বড়মা

আদিরা == এই ভাইয়া সর সর আমাকে একটু বসতে দে এখানে তখন থেকে তুই বসে আছিস.. (আরহানকে সরিয়ে বসে) বাহ!! আমার ভাবিটা তো খুব মিষ্টি.. ভাইয়ার পছন্দ আছে বলতে হবে তাইনা মা?

মনিরা == সে আর বলতে.. আমাকে প্রথম যেদিন বলেছিলো আমি একটা মেয়েকে ভালোবাসি সেদিনই বুঝেছিলাম যে ও সব চেয়ে ভালোজনকেই পছন্দ করেছে

আদিরা == সেসব ঠিক আছে তবে শুনো ভাবি ভাই বলে কিন্তু ছেড়ে দেবোনা.. ওর সব কেলোর কীর্তি তোমাকে বলবো বুঝলে.. গাদা গাদা মেয়ের কাহিনী আছে ওর

আরহান == শয়তান মেয়ে.. ভাবির সামনে ভাইয়ের প্রেজটিজ ফুটো করছিস? (আদিরার কান টেনে)

আদিরা == আ আ আ আ!! এই কান ছার আমার শয়তান ছেলে

মাইশা == এই আরহান কি করছো? ছাড়ো ওকে

আরহান == তুমি ওকে চেনোনা মাইশা.. কতোটা শয়তান আমাকে সবসময় ফাঁসানোর সুযোগ খোঁজে.. একদম ওর কথা বিশ্বাস করবেনা

মাইশা == আচ্ছা হয়েছে ছাড়ো না.. শুধু শুধু বেচারীকে কষ্ট দিচ্ছ কেনো? আজকে ছেড়ে দাও

আরহান == ঠিক আছে তোমার কথায় ছেড়ে দিলাম.. যাহ!!

আদিরা == ইশ্ কানটা লাল করে দিলো বাদর কোথাকার

মনিরা == আচ্ছা অনেক হয়েছে এবার মাইশা কে নিয়ে ঘরে যা আরহান.. তোর বড় আব্বু সন্ধ্যায় একটা ছোটো অনুষ্ঠানের আয়োজন করেছে.. সব আত্মীয় দের দাওয়াত দিয়েছে তোর বউর সাথে পরিচয় করবে বলে.. বিকেল তো হয়ে এলো তোরা তৈরি হয়ে নে আমি ওর জন্য আমি শাড়ি গয়না পাঠাচ্ছি সাথে কিছু খাবারও

আরহান == বড় মা এসব কখন করলে? আমাকে তো কেউ কিছুই বললোনা.. ভেবেছিলাম বাড়ির বাইরেটা সাজিয়েছো এটুকুই সারপ্রাইজ এখন তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম.. ওহ!! আচ্ছা বড় আব্বু কোথায় আসার পর তো একবারো দেখলামনা..

মনিরা == আরে তোর বড় আব্বু কি যেনো কিনতে গেছে.. আমি ফোন করেছিলাম একটু পর চলে আসবে

মাইশা == এতো কিছু যে পাবো আশাই করিনি বড় মা.. তোমাকে আর বড় আব্বুকে অনেক ধন্যবাদ আজকের দিনে এরকম উপহার দেয়ার জন্য

মনিরা == তোমাদের জন্য সবকিছু করতেই রাজি আছি আমরা.. এখন যাও আরহানের সাথে নিজের ঘরটা দেখে এসো আর এইযে তোরা তখন থেকে দাড়িয়ে আছিস খাবি কিছু আয়

সাবিত == না আন্টি এখন আর খাবোনা কিছু.. তোমার ছেলে আর ছেলের বউকে দিয়ে গেলাম.. আমরা সবাই এখন বাড়ি গিয়ে সেজেগুজে সন্ধ্যায় আসি তারপর খাবো ওকে?

মনিরা == আচ্ছা যা তবে জলদি জলদি চলে আসবি তোদের ও কিন্তু কাজ করতে হবে

ঊর্মি == কোনো চিন্তা না আন্টি আমরা শুধু যাবো একটু সেজে আবার দল বেঁধে চলে আসবো.. আসছি আরহান মাইশা থাক তোরা সন্ধ্যায় দেখা হচ্ছে

মাইশা == টাটা

এরপর ওরা সবাই চলে যায়.. আরহান মাইশা কে নিয়ে ওর ঘরে যায়.. যদিও মাইশা অনেকদিন ধরেই ওকে ভালোবাসে কিন্তু এই বাড়িতে কোনোদিন আসেনি ও.. আরহান অবশ্য ওকে নিয়ে আসতে চাইতো কিন্তু মাইশা আসেনি ও চেয়েছিলো একেবারে বিয়ের পর এইবাড়িতে পা রাখবে.. আরহান ২ বার মাইশাদের বাড়িতে গিয়েছিলো ওর মা বাবার সাথে কথা বলতে.. আপাতত ওসব পুরনো কথা থাক.. ঘরে ঢুকেই মাইশা অবাক কারণ ঘরটা ওর ছবি দিয়ে সাজানো তার মধ্যে ওদের দুজনের ছবিও আছে

আরহান == কেমন লাগলো বলো?

মাইশা == আরেহ!! আমার এত ছবি তোমার কাছে? কখন তুললে এগুলো? দেখাওনি তো আগে কখনো

আরহান পেছন থেকে মাইশা কে জড়িয়ে ধরে ওর ঘাড়ে নিজের থুতনি রাখে…

আরহান == আগে বলে দিলে এখন তোমাকে সারপ্রাইজ কিভাবে দিতাম বলো? সব জমিয়ে রেখেছিলাম যাতে আজকের দিনে তোমাকে দেখাতে পারি.. ভালো লেগেছে তোমার?

মাইশা == কিভাবে বোঝাবো বলোতো তোমাকে? আমার এতো ভালো লেগেছে যে ধন্যবাদ ও তার কাছে ছোটো হয়ে যাবে তারপরও বলছি থ্যাংকস আরহান

আরহান == শুধু থ্যাংকস বললে তো হবেনা..এটা তো খুব ছোট্ট.. আমার অন্য বড় কিছু লাগবে এখন

মাইশা == বড় আবার কী লাগবে?

আরহান == কি আবার? আমি তোমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম তার জন্য একটা ছোট্ট কিস তো পেতেই পারি তাইনা?

মাইশা == মানে? এখন পারবোনা আমি.. কেউ চলে এলে?

আরহান == এখানে কেউ আসবেনা এখন মাইশা.. সবাই কাজে ব্যস্ত সো কোনো বাহানা চলবেনা..আর কেউ দেখলেই বা কি নতুন বউ তার বরকে কিস করবে এটাই তো নর্মাল তাইনা?

মাইশা == ইসস!! কি বলছো এসব? লজ্জা সরম গেছে নাকি তোমার? বেহায়া!!

আরহান == হ্যাঁ গেছে.. তোমার কিস পাওয়ার জন্য বেহায়া হতে হলে হবো কোনো সমস্যা নেই.. দাও এবার

মাইশা == আমি বলছি তো পারবোনা.. এখন আমি ফ্রেশ হবো খুব ক্লান্ত লাগছে

আরহান == কোনো ব্যাপার না আমি তোমাকে ফ্রেশ করিয়ে দেবো দরকার হলে তবে আমার এখন কিস চাই.. ছোট্ট করে একটা হলেও চলবে

আরহান মাইশা কে নিজের দিকে ঘোরায় আর যেই ওর দিকে একটু এগিয়েছে তখনি আদিরা চলে আসে ঘরে…

আদিরা == এই ভাইয়া এগুলো… ইসস!! (ঘুরে দাড়িয়ে) আমি কিছু দেখিনি কিন্তু বলে দিচ্ছি.. কিযে করিসনা তোরা ধুর!!

আদিরার কথা শুনে আরহান মাইশা কে ছেড়ে দেয়.. মাইশা তো একদম লজ্জায় শেষ হয়ে যাচ্ছে আর আরহান? বেচারা লজ্জা তো পেয়েছেই আবার কিসটা মিস করার জন্য কষ্ট ও পেয়েছে

চলবে…..

No comments

info.kroyhouse24@gmail.com