গল্পঃ মৌমিতা ফিরে এসেছে
-জ্বি মানে ডক্টর আমি মিসেস নয় মিস মানে আমি আনম্যারিড।
এইটুকু বলেই মৌমিতা একটা লম্বা দম নিলো।
-বলেন কি তার মানে তো illegal baby..Omg!!
-আসছি আমি…
এই আপনাদের মতো মেয়েরাই সমাজের যতো ক্ষতি করে।বিয়ের আগে এই সব করতে লজ্জা করে না??এখন নিশ্চয় অ্যাবোর্শান করাবেন??আপনারা পারেনও বাবা!! যতো সব Bloody killer!!
এইটুকু বলেই লম্বা একটা দম নেয় ডক্টর আয়েশা।মৌমিতা কিছু একটা বলতে যাবে তার আ গেই ডক্টর আয়েশা বলে উঠে৷
-ভুল করেও যেন আমাকে আপনার অ্যাবর্শান করাতে বলবেন না।আমি এইসব নোংরামি পছন্দ করি না।আপনি এখন আসতে পারেন।
-ডক্টর…Get lost!!
মৌমিতা আর কথা বারায় না।তবে ডক্টর আয়েশাকে তার অনেক কিছু বলার ছিলো।
মৌমিতা বাড়ি থেকেই মোটামুটি গুছিয়ে নিয়োছিলো আয়েশাকে কি কি বলবে কিন্তু হটাৎ এরকম খবর পেয়ে সে নিজেও বেশ শকড্ তার উপর আয়েশার এমন ব্যবহার!!
ব্যাস আর নিতে পারে নি সে।
বেশ কিছু দিন হলো মৌমিতার গা গোলাচ্ছে।বমি বমি পাচ্ছে মাথা ঘুরছে….আজ তো একটুর জন্য সে বেঁচে গেছে।
রাস্তায় হটাৎ প্রচুন্ড মাথা ঘুরাতে থাকে।নিজেকে সামলাতে না পেরে প্রায় রাস্তার মাঝখানে চলে যাচ্ছিলো সে মৌমিতার ঠিক উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিলো।গাড়িটা ঠিক সময় মতো ব্রেক না করলে আজ আর রক্ষে ছিলো না!!
যাই হোক সাইন্সের স্টুডেন্ট হওয়ার খাতিরে মৌমিতা নিজের লক্ষনগুলো বেশ ভালোই টের পাচ্ছিলো তবে সিউর হওয়ার জন্য ডক্টরের কাছে যাওয়া।তবে ডক্টর আয়েশার কাছে যাওয়ার পেছনে মৌমিতার আরো একটা উদ্দেশ্য রয়েছে বই কি!!
আনমোনে রাস্তা দিয়ে হাটতে হাটতে মৌমিতার অর্কর কথা মাথায় আসে।বেশ কিছুদিন হলো অর্ক মৌমিতাকে বেশ ভালো মতোই ইগনোর করছে।তার উপর বাচ্চা।
আচ্ছা অর্ক কি মানবে এই বাচ্চার কথা না কি ছুড়ে ফেলে দেবে।কি জানি!
তবে কোথাও একটা আশার আলো মৌমিতার মনে উঁকি দিচ্ছে।বুকের ভেতর কেউ একজন বার বার বলছে
“মৌমিতা অর্ক তোকে ভালোবাসে এরকম সময় সে তোকে কখনো একা ছাড়বে না”
মৌমিতা রাস্তার পাশে একটা বেঞ্চিতে বসে অর্ককে ফোন দেয়।বার দুয়েক বাজার পর ফোনটা কেটে যায়।
পরের বার দিতেই অর্ক রিসিভ করে
-হ্যালো অর্ক আমি মৌমিতা
-এতো পরিচয় দেওয়ার প্রয়োজন নাই আমি জানি তুমি মৌমিতা এখন বলো কি বলবা আমার হাতে এতো সময় নেই।
-অর্ক আমি….মানে তুমি
-কি এতো আমি তুমি করছো বলো তো!!
-অর্ক তুমি মানে
-ধূর কি বলো এইসব।
-অর্ক আমাকে ছেড়ে যেওনা প্লিজ।তোমাকে ছাড়া আমি বাঁচবো না!!
-দেখো মৌ এখানে আমার কিছু করার নাই আমার মা বাবা কেউই তোমারে মানতে চাইতেছে না।আর তারউপর তোমার মা ডিভোর্সি!!আর আমি বাবা মায়ের মুখের উপর কেমনে কথা বলি??
-এই কথাগুলো তোমার আগে ভাবা উচিত ছিলো!
-আমি তখন বুঝি নাই!!
-এখন বুঝে কি লাভ বলো??
-জানি না!!
-অর্ক
-(….)
-অর্ক
-(…)
-এই অর্ক
-কি বলবা বলো
-অর্ক আই অ্যাম প্রেগনেন্ট অ্যাই মিন তুমি বাবা হতে চলেছো!!
-What the……!!
চলবে….
No comments
info.kroyhouse24@gmail.com