গল্পঃ পারফেক্ট কাপল
আমার গার্লফ্রেন্ড দুইমাস যাবৎ প্রেগন্যান্ট ছিলো!
বাসর ঘরে নতুন বউয়ের কাছে নিজের কুকীর্তি প্রকাশ করতে একটুও খারাপ লাগছে না আদিলের।বরং এসব বলতে তার গর্ব হচ্ছে!
-তাহলে তাকে বিয়ে করলেন না কেনো?
আমাকে কি তোমার পাগল মনে হয়?যে মেয়ে বিয়ের আগে প্রেগন্যান্ট হতে পারে ওমন চরিত্রহীনা মেয়েকে বিয়ে করবো আমি!প্রশ্নই আসে না!!
-কিন্তু তার এ অবস্থা তো আপনিই করেছিলেন।তাহলে বিয়ে করতে কি সমস্যা ছিলো?
-দেখো!আমি পুরুষ মানুষ।আমরা পুরুষেরা যা খুশি তাই করতে পারি!তাই বলে যে নারী আমাদের কাছে ধরা দিবে তারা চরিত্রহীনা ছাড়া আর কিছু না।
-তারপর বাচ্চার কি হয়েছিলো?
-কি আর হবে?পাপ নিয়ে আর কীভাবে জীবন পার করবে?পদ্ধতি তো একটা আছেই।এবরশন!!
-আপনি আমাকে এসব বলছেন!আপনার খারাপ লাগছে না?
-বোকা মেয়ে শুনো!খারাপ লাগবে কেনো?এরকম ভুল কমবেশি সবারই হয়ে থাকে!তোমার কপাল ভালো তুমি আমার মতো স্বামী পেয়েছো!যে তোমাকে সব বলে দিচ্ছে। অন্য কেউ হলে কখনও বলতো না এসব।
নাদিরা মাথা নিচু করে সব কথা শুনে যাচ্ছে।কোনো উত্তর সে দিতে পারছে না।
আদিল আর কথা বাড়ালো না।এবার তার পুরুষত্ব ফলানোর পালা!যা এতকাল অবৈধ ভাবে করে এসেছে আজ তা বৈধতায় পাবার পালা।নতুন বউ বলতে কিছু না।এযেনো তার কাছে নতুন এক দেহ মাত্র!ধীরে ধীরে নাদিরার খুব কাছে যায় আদিল।নাদিরার মাঝে ডুবে যেতে শুরু করেছে আদিল!হঠাৎ তার চোখ কিছু একটা দেখে থেমে গেলো।নাদিরার দিকে তাকিয়ে বেশ ধমকের সুরে বললো-
তোমার পেটে এটা কিসের দাগ নাদিরা?
-কিসের আাবার?আমিও আপনার মতো এক কুলাঙ্গার কে বিশ্বাস করেছিলাম!কিন্তু আফসোস!বাচ্চাটাকে পৃথিবীতে আনতে চেয়েও বাঁচাতে পারিনি।জন্মের এক ঘন্টা পরই মারা যায় বাচ্চা টি।কিন্তু খুব শান্তি লাগছে আজ জানেন?কথায় আছেনা যে যেমন তার কপালেও জোটে তেমন!উই আর মেইড ফর ইচ আদার!
এবার বিজয়ের এক হাসি দিলো নাদিরা!হাসিটা আদিলের পুরো শরীরে কাঁটার মতো বিঁধল!!
No comments
info.kroyhouse24@gmail.com