গল্পঃ ছাত্রী এখন বউ | লেখা:- পলাশ ইসলাম | পার্ট- ৫
=> হ্যা বলো।
=> তোমার এমন অবস্থা কেনো। তুমি কি রাতে ঘুমাওনি?খাওনা ঠিকভাবে।
'
মিতু কোনো কথা বলছেনা মাথা নিচু করে বসে আছে।
'
=> কি হলো কিছু বলোনা কেনো?
=> আমি পরিক্ষা শেষ করে এসে দেখি তোমার রুমে তালা দেওয়া। আম্মুকে জিজ্ঞাসা করেছি আম্মু বলেছে তুমি গ্রামের বাড়িতে গেছো, তারপর তোমাকে ফোন করেছি কিন্তু ফোনে পাইনি তাই ভেবেছি তুমি মনে হয় চলে গেছো।
=> আর তাই তুমি নিজের এই অবস্থা করেছো?
=> তুমি আমাকে না বলে গেলে কেনো?
=> আরে আমি ভেবেছি তোমার শেষ পরিক্ষা তাই তুমি মনে হয় পরিক্ষা দিয়ে কোথাও ঘুরতে যাবে তাই আমি ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি। যাওয়ার সময় আন্টিকে বলে গেছি।
=> কিন্তু তোমার ফোন বদ্ধ কেনো?
=> যাওয়ার সময় আমি আমার চার্জার নিতে ভুলে গেছি তাই ফোন চার্জ দিতে পারিনি।
=> যা হয়েছে হয়েছে আর এরকম করবানা।
=> কিন্তু আমাকেতো আজ হোক আর কাল হোক যেতেই হবে।
=> না তুমি কোথাও যাবানা।
=> মানে কি?
=> মানে কিছুই না।
=> আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে এখন চলো নিচে যাই।=> আর একটু থাকি, এতো তারাতারি যাবা।
=> আর থাকতে হবেনা এখন চলো।
'
আমরা ছাদ থেকে চলে আসলাম। রাতে আমি ফ্রেস হয়ে একটু রেস্ট নিচ্ছি এমন সময় কলিং বাজলো।গিয়ে দরজা খুললাম।
'
=> আম্মু খেতে ডাকতেছে।
=> আচ্ছা তুমি যাও আমি আসতেছি।
'
আমি নিচে গেলাম, খাবার টেবিলে সবাই খেতে বসলাম।
'
=> আন্টি আমি কিছু বলতে চাচ্ছিলাম।
=> হ্যা বাবা বলো।
=> না মানে এখনতো মিতুর পরীক্ষা শেষ তাই আমি অন্য একটা ম্যাস ঠিক করে ওখানেই যাচ্ছি।
=> কেনো এখানে কি কোনো সমস্যা হচ্ছে তোমার?
=> না আন্টি কোনো সমস্যা হচ্ছেনা আসলে আমি আর এখানে থেকেই বা কি করবো।
=> তোমাকে সেটাই বলতে চাচ্ছি।
=> কি আন্টি।
=> আসলে মিতুর পরিক্ষা শেষ কিন্তু রিহানকে পড়ানোর জন্য একজন টিচার প্রয়োজন ছিলো আর তুমিতো রিহানকে চেনো তাই তুমি ওকে ভালো বুঝতেও পারবা, তাই বলছিলাম বাবা তুমি যদি রিহানকে পড়াতে?
=> কিন্তু আন্টি,,,,
=> তোমার কোনো কথা শুনছিনা আমি তুমি রিহানকে পড়াবা এটাই শেষ কথা।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
পাশ থেকে আর একজন হাসতেছে। ভালোভাবেই বুঝতে পারছি এসব বুদ্ধির মালিক সেই মহারাণী। আমি খাবার খেয়ে রুমের দিকে যাচ্ছি।
'
=> তুমি যেনো কোথায় চলে যাবা?
=> আমি ভালো করেই জানি এসবের বুদ্ধিদাতা তুমি, তবে তুমিও মনে রেখো এসবের প্রতিশোধ আমি নেবো।
=> দেখাইয়া যাবে।
'
আমি আর কিছু না বলে চলে আসলাম। তবে এটা ঠিক যে আমি নিজেও যেতে চাচ্ছিলাম না। আসলে সকলের প্রতি একটা মায়া জমে গেছে। আর মিতুর প্রতিযে কিরকম মায়া জমেছে আমি নিজেও বুঝতে পারছিনা। ধুর এসব ভেবে লাভ নেই। তারাতারি ঘুমিয়ে পরি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। কিন্তু ছাদে নতুন একটা মেয়ে দারিয়ে আছে। চিনতে পারলাম না, একটু পর মিতু আসলো ডাকতে,
'
=> এই যে সাহেব আপনাকে নাস্তা করার জন্য ডাকছে।
=> হ্যা আসতেছি।
'
আমি ফ্রেস হয়ে নিচে গেলাম। সবাই বসে আছে, আমিও গিয়ে বসলাম।
'
=> আন্টি বাসায় কোনো মেহমান আসছে নাকি?
=> কই নাতো।
=> তাহলে ছাদে যে একটা মেয়েকে দেখলাম?
=> ও, ওরা নিচতলায় ভাড়ায় এসেছে আজকে।
=> ও আচ্ছা।
'
আন্টিকে কথাগুলো বলেই মিতুর দিকে তাকালাম কিন্তু মিতু আমার দিকে কেমন যেনো রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আমি আর বেশি নজর না দিয়ে চলে আসলাম। রুমে গিয়ে রেডি হয়ে কলেজের দিকে যাচ্ছি, আবার সেই মেয়ের সাথে দেখা। আমি কিছু না বলেই কলেজে গেলাম, কলেজ থেকে ফিরে একটু ছাদে গেলাম কিন্তু ছাদে মেয়েটা দারিয়ে আছে।আমি আমার মতো গিয়ে বসলাম।একটু পর মেয়েটা আসলো,
'
=> হাই,আমি তুবা।
=> আমি মনির।
=> আপনি কি এই বাসায় থাকেন?
=> হ্যা আমি এই বাসায় থাকি।
'
মেয়েটার সাথে কিছুক্ষন কথা বলে আমি রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মিতু আমার রুমে বসে আছে।
'
=> আরে তুমি, কখন আসছো?
=> এতোক্ষন তুমি কই ছিলা?
=> আমিতো একটু ছাদে গেছিলাম।
=> ওই মেয়েটার সাথে কথা বলতে?
=> আরে ধুর, ওই মেয়ের সাথে কথা বলতে যাবো কেনো আমিতো এমনি ঘুরতে গেছিলাম।
=> মিথ্যা বলবা না, তুমি ওই মেয়েটার সাথে কথা বলেছো আমি জানি।
=> মেয়েটা নিজে থেকেই আমার সাথে কথা বলেছিলো, আমি কিভাবে না বলি বলো।
=> এবারের মতো মাপ করলাম কিন্তু পরেরবার আর যদি ওই মেয়ের সাথে কথা বলছো তাহলে কিন্তু খবর আছে।
=> আচ্ছা সেটা পরে দেখা যাবে।
=> কি বললা?
=> না মানে বললাম যে আর বলবো না।
=> হ্যা, মনে থাকে যেনো।
'
মিতু চলে গেলো তবে এখন বুঝতে পারছি মিতু আমার ওপর কেনো এতো অধিকার দেখায়। দেখাক ওর পক্ষ থেকে হ্যা হলে আমার পক্ষ থেকেও হ্যা হবে অবশ্য হ্যা হলে আমারি লাভ, সুন্দর বউ পাবো সাথে শ্বশুর এতো সম্পদের মালিকো হতে পারবো।(আপনারা সিরিয়াসলি নিয়েননা আমি মজা করলাম)। বিকেলে আমি রিহানকে পড়াতে গেলাম।
'
=> কিরে খালি হাতে আসলি কেনো বই কই?
=> দুলাভাই আমি আজ পড়বোনা।
'
আমি পুরা ৪৪০ ভোল্টের শক খেলাম। আমাকে দুলাভাই বলছে কেনো?
'
=> ওই শালা আমি তোর কোন বোনকে বিয়ে করছি যে তুই আমাকে দুলাভাই বলছিস।
=> আপু বলতে মানা করেছে।
=> আপু মানে?
'
আমি রিহানের সাথে কথা বলছি এমন সময় মিতু আসলো।
'
=> কি ব্যাপার কি হচ্ছে এখানে।
=> আপু আজ আমি পড়বোনা।
=> ঠিক আছে যা তোর পড়তে হবেনা।
'
রিহান চলে গেলো,আর আমি শুধু ভাবছি।
'
=> কি ব্যাপার তুমি কি ভাবছো?
=> না কিছুনা।
=> না ভাবলে চলো বাইরে থেকে ঘুরে আসি।
=> আমি যাবোনা তুমি যাও।
=> আরে চলোনা, বিকেলে হাটলে দেখবা খুব ভালো লাগবে।
'
জানি এই মেয়ে ছাড়ার পাত্রী নয় তাই গেলাম ওর সাথে। বাইরে হাটতেছি,
'
=> তোমায় একটা প্রশ্ন করি মিতু?
=> হ্যা বলো।
=> তোমাদের বাসায় যে মেয়েটা আসছে সেই মেয়েটাকে রিহান কি বলে ডাকে?
=> কেনো আপু?
=> ও তাইতো বলি রুহান আমাকে দুলাভাই বললো কেনো, নিশ্চয় ওই মেয়েটা বলতে বলেছে
=> আবার ওই মেয়ে, আর রিহান ওর সাথে বেশি কথা বলেনা। ওই মেয়ে কিছু বলতে বললে যে রুহান তোমাকে বলবে এমনটাতো না।
=> তাহলে ও আমাকে দুলাভাই বললো কেনো?
=> হয়তোবা নিজের বোনের জন্য বলেছে।
=> মানে?
=> আরে ওই দিকটা দেখো কি সুন্দর চলো ওদিকে যাই।
'
মিতু কথা কাটিয়ে দিলো, আমার আর কি করার আমিও ওর কথায় সায় দিলাম। অনেক ঘুরে বাসায় আসলাম। আমি সোজা রুমে চলে গেলাম। এভাবেই কয়েকদিন কাটলো রিহানের এখন দুলাভাই বলার পরিমানটা একটু বেড়ে গেছে। রুহান আমাকে দুলাভাই বললো কিন্তু মিতু আমায় এখনো ভালোবাসি বললোনা। দেখি কতোদিন না বলে থাকে। রাতে রুমে বসে একটা বই পড়তেছি এমন সময় মিতু আসলো।
'
=> কি করো?
=> এইতো একটা বই পড়তেছি।
=> ওটা রাখো, আমি আসলাম গল্প করতে আর উনি আছেন বই নিয়ে।
=> আচ্ছা বলো কি বলবা?
=> তুমি বলো আমি শুনবো।
=> আচ্ছা মিতু, তুবা মেয়েটা তোমার কাছে কেমন লাগে?
=> হটাৎ তুবা আসছে কোথা থেকে?
=> না মানে কয়েকদিন থেকে লক্ষ করতেছি মেয়েটা আমার সাথে অন্যরকম আচরন করতেছে।
=> মানে?
=> মানে মেয়েটা মনে হয় আমায় ভালোবাসে তাই ভাবতেছি এখনোতো প্রেম করিনি তাই একেই ভালোবাসি, তুমি কি বলো?
=> একদম অন্য কোনো মেয়ের দিকে নজর দিবানা।
=> কেনো?
=> কেনো মানে, আমি এতোদিন ধরে অপেক্ষা করে আছি কাউকে পাওয়ার জন্য আর শেষে আমি পাবোনা, এটা কক্ষনো হবেনা।
=> তুমি কি কাউকে ভালোবাসো?
=> হ্যা, অনেক বেশি ভালোবাসি একটা ছেলেকে।
=> কি বলো তুমিতো এখনো পিচ্চি একটা মেয়ে আর তাতেই তুমি ভালোবাসতে শুরু করেছো?
=> এই আমি একদম পিচ্ছি না, আমি ইন্টারে পড়ি। আর আমি সেই ক্লাশ টেন থেকেই ছেলেটাকে ভালোবাসি।
=> কি বলো, আচ্ছা ঠিক আছে তুমি সেই ছেলেকে ভালোবাসো আমি তুবাকে ভালোবাসি বলে দেবো।
=> একদম না, তোমার যতটুকু ভালোবাসা সব আমার জন্য।
=> মানে?
=> ভালোবাসি তোমায়, এতোদিন আমি রিহানকে বলেছিলাম তোমায় দুলাভাই ডাকতে।
=> ও আচ্ছা,
=> ও আচ্ছা কি, তুমি বলো।
=> কি বলবো?
=> ভালোবাসি বলো?
=> আমি তোমাকে ভালোবাসি কি না সেটা না জেনেই আমাকে ভালোবসি বলতে বলছো?
=> আমি জানি তুমি আমায় ভালোবাসো।
=> কিভাবে?
=> কাউকে ভালোবাসলে এটা এমনি বোঝা যায়।
=> বেশি বুঝতে হবেনা, এখন যাও।
=> উত্তর দাও আমার তারপর যাবো।
=> কাল দেবো তোমার উত্তর।
=> ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তবে কাল হ্যা যেনো শুনি।
=> দেখা যাক কি হয়।
'
আপনারা বলেন কাল আমি ওকে কি বলবো। ভালোবাসি বলবো নাকি ওকে না বলে দেবো?
=> তোমার এমন অবস্থা কেনো। তুমি কি রাতে ঘুমাওনি?খাওনা ঠিকভাবে।
'
মিতু কোনো কথা বলছেনা মাথা নিচু করে বসে আছে।
'
=> কি হলো কিছু বলোনা কেনো?
=> আমি পরিক্ষা শেষ করে এসে দেখি তোমার রুমে তালা দেওয়া। আম্মুকে জিজ্ঞাসা করেছি আম্মু বলেছে তুমি গ্রামের বাড়িতে গেছো, তারপর তোমাকে ফোন করেছি কিন্তু ফোনে পাইনি তাই ভেবেছি তুমি মনে হয় চলে গেছো।
=> আর তাই তুমি নিজের এই অবস্থা করেছো?
=> তুমি আমাকে না বলে গেলে কেনো?
=> আরে আমি ভেবেছি তোমার শেষ পরিক্ষা তাই তুমি মনে হয় পরিক্ষা দিয়ে কোথাও ঘুরতে যাবে তাই আমি ভাবলাম একটু গ্রাম থেকে ঘুরে আসি। যাওয়ার সময় আন্টিকে বলে গেছি।
=> কিন্তু তোমার ফোন বদ্ধ কেনো?
=> যাওয়ার সময় আমি আমার চার্জার নিতে ভুলে গেছি তাই ফোন চার্জ দিতে পারিনি।
=> যা হয়েছে হয়েছে আর এরকম করবানা।
=> কিন্তু আমাকেতো আজ হোক আর কাল হোক যেতেই হবে।
=> না তুমি কোথাও যাবানা।
=> মানে কি?
=> মানে কিছুই না।
=> আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে এখন চলো নিচে যাই।=> আর একটু থাকি, এতো তারাতারি যাবা।
=> আর থাকতে হবেনা এখন চলো।
'
আমরা ছাদ থেকে চলে আসলাম। রাতে আমি ফ্রেস হয়ে একটু রেস্ট নিচ্ছি এমন সময় কলিং বাজলো।গিয়ে দরজা খুললাম।
'
=> আম্মু খেতে ডাকতেছে।
=> আচ্ছা তুমি যাও আমি আসতেছি।
'
আমি নিচে গেলাম, খাবার টেবিলে সবাই খেতে বসলাম।
'
=> আন্টি আমি কিছু বলতে চাচ্ছিলাম।
=> হ্যা বাবা বলো।
=> না মানে এখনতো মিতুর পরীক্ষা শেষ তাই আমি অন্য একটা ম্যাস ঠিক করে ওখানেই যাচ্ছি।
=> কেনো এখানে কি কোনো সমস্যা হচ্ছে তোমার?
=> না আন্টি কোনো সমস্যা হচ্ছেনা আসলে আমি আর এখানে থেকেই বা কি করবো।
=> তোমাকে সেটাই বলতে চাচ্ছি।
=> কি আন্টি।
=> আসলে মিতুর পরিক্ষা শেষ কিন্তু রিহানকে পড়ানোর জন্য একজন টিচার প্রয়োজন ছিলো আর তুমিতো রিহানকে চেনো তাই তুমি ওকে ভালো বুঝতেও পারবা, তাই বলছিলাম বাবা তুমি যদি রিহানকে পড়াতে?
=> কিন্তু আন্টি,,,,
=> তোমার কোনো কথা শুনছিনা আমি তুমি রিহানকে পড়াবা এটাই শেষ কথা।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
পাশ থেকে আর একজন হাসতেছে। ভালোভাবেই বুঝতে পারছি এসব বুদ্ধির মালিক সেই মহারাণী। আমি খাবার খেয়ে রুমের দিকে যাচ্ছি।
'
=> তুমি যেনো কোথায় চলে যাবা?
=> আমি ভালো করেই জানি এসবের বুদ্ধিদাতা তুমি, তবে তুমিও মনে রেখো এসবের প্রতিশোধ আমি নেবো।
=> দেখাইয়া যাবে।
'
আমি আর কিছু না বলে চলে আসলাম। তবে এটা ঠিক যে আমি নিজেও যেতে চাচ্ছিলাম না। আসলে সকলের প্রতি একটা মায়া জমে গেছে। আর মিতুর প্রতিযে কিরকম মায়া জমেছে আমি নিজেও বুঝতে পারছিনা। ধুর এসব ভেবে লাভ নেই। তারাতারি ঘুমিয়ে পরি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। কিন্তু ছাদে নতুন একটা মেয়ে দারিয়ে আছে। চিনতে পারলাম না, একটু পর মিতু আসলো ডাকতে,
'
=> এই যে সাহেব আপনাকে নাস্তা করার জন্য ডাকছে।
=> হ্যা আসতেছি।
'
আমি ফ্রেস হয়ে নিচে গেলাম। সবাই বসে আছে, আমিও গিয়ে বসলাম।
'
=> আন্টি বাসায় কোনো মেহমান আসছে নাকি?
=> কই নাতো।
=> তাহলে ছাদে যে একটা মেয়েকে দেখলাম?
=> ও, ওরা নিচতলায় ভাড়ায় এসেছে আজকে।
=> ও আচ্ছা।
'
আন্টিকে কথাগুলো বলেই মিতুর দিকে তাকালাম কিন্তু মিতু আমার দিকে কেমন যেনো রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আমি আর বেশি নজর না দিয়ে চলে আসলাম। রুমে গিয়ে রেডি হয়ে কলেজের দিকে যাচ্ছি, আবার সেই মেয়ের সাথে দেখা। আমি কিছু না বলেই কলেজে গেলাম, কলেজ থেকে ফিরে একটু ছাদে গেলাম কিন্তু ছাদে মেয়েটা দারিয়ে আছে।আমি আমার মতো গিয়ে বসলাম।একটু পর মেয়েটা আসলো,
'
=> হাই,আমি তুবা।
=> আমি মনির।
=> আপনি কি এই বাসায় থাকেন?
=> হ্যা আমি এই বাসায় থাকি।
'
মেয়েটার সাথে কিছুক্ষন কথা বলে আমি রুমে গেলাম। রুমে গিয়ে দেখি মিতু আমার রুমে বসে আছে।
'
=> আরে তুমি, কখন আসছো?
=> এতোক্ষন তুমি কই ছিলা?
=> আমিতো একটু ছাদে গেছিলাম।
=> ওই মেয়েটার সাথে কথা বলতে?
=> আরে ধুর, ওই মেয়ের সাথে কথা বলতে যাবো কেনো আমিতো এমনি ঘুরতে গেছিলাম।
=> মিথ্যা বলবা না, তুমি ওই মেয়েটার সাথে কথা বলেছো আমি জানি।
=> মেয়েটা নিজে থেকেই আমার সাথে কথা বলেছিলো, আমি কিভাবে না বলি বলো।
=> এবারের মতো মাপ করলাম কিন্তু পরেরবার আর যদি ওই মেয়ের সাথে কথা বলছো তাহলে কিন্তু খবর আছে।
=> আচ্ছা সেটা পরে দেখা যাবে।
=> কি বললা?
=> না মানে বললাম যে আর বলবো না।
=> হ্যা, মনে থাকে যেনো।
'
মিতু চলে গেলো তবে এখন বুঝতে পারছি মিতু আমার ওপর কেনো এতো অধিকার দেখায়। দেখাক ওর পক্ষ থেকে হ্যা হলে আমার পক্ষ থেকেও হ্যা হবে অবশ্য হ্যা হলে আমারি লাভ, সুন্দর বউ পাবো সাথে শ্বশুর এতো সম্পদের মালিকো হতে পারবো।(আপনারা সিরিয়াসলি নিয়েননা আমি মজা করলাম)। বিকেলে আমি রিহানকে পড়াতে গেলাম।
'
=> কিরে খালি হাতে আসলি কেনো বই কই?
=> দুলাভাই আমি আজ পড়বোনা।
'
আমি পুরা ৪৪০ ভোল্টের শক খেলাম। আমাকে দুলাভাই বলছে কেনো?
'
=> ওই শালা আমি তোর কোন বোনকে বিয়ে করছি যে তুই আমাকে দুলাভাই বলছিস।
=> আপু বলতে মানা করেছে।
=> আপু মানে?
'
আমি রিহানের সাথে কথা বলছি এমন সময় মিতু আসলো।
'
=> কি ব্যাপার কি হচ্ছে এখানে।
=> আপু আজ আমি পড়বোনা।
=> ঠিক আছে যা তোর পড়তে হবেনা।
'
রিহান চলে গেলো,আর আমি শুধু ভাবছি।
'
=> কি ব্যাপার তুমি কি ভাবছো?
=> না কিছুনা।
=> না ভাবলে চলো বাইরে থেকে ঘুরে আসি।
=> আমি যাবোনা তুমি যাও।
=> আরে চলোনা, বিকেলে হাটলে দেখবা খুব ভালো লাগবে।
'
জানি এই মেয়ে ছাড়ার পাত্রী নয় তাই গেলাম ওর সাথে। বাইরে হাটতেছি,
'
=> তোমায় একটা প্রশ্ন করি মিতু?
=> হ্যা বলো।
=> তোমাদের বাসায় যে মেয়েটা আসছে সেই মেয়েটাকে রিহান কি বলে ডাকে?
=> কেনো আপু?
=> ও তাইতো বলি রুহান আমাকে দুলাভাই বললো কেনো, নিশ্চয় ওই মেয়েটা বলতে বলেছে
=> আবার ওই মেয়ে, আর রিহান ওর সাথে বেশি কথা বলেনা। ওই মেয়ে কিছু বলতে বললে যে রুহান তোমাকে বলবে এমনটাতো না।
=> তাহলে ও আমাকে দুলাভাই বললো কেনো?
=> হয়তোবা নিজের বোনের জন্য বলেছে।
=> মানে?
=> আরে ওই দিকটা দেখো কি সুন্দর চলো ওদিকে যাই।
'
মিতু কথা কাটিয়ে দিলো, আমার আর কি করার আমিও ওর কথায় সায় দিলাম। অনেক ঘুরে বাসায় আসলাম। আমি সোজা রুমে চলে গেলাম। এভাবেই কয়েকদিন কাটলো রিহানের এখন দুলাভাই বলার পরিমানটা একটু বেড়ে গেছে। রুহান আমাকে দুলাভাই বললো কিন্তু মিতু আমায় এখনো ভালোবাসি বললোনা। দেখি কতোদিন না বলে থাকে। রাতে রুমে বসে একটা বই পড়তেছি এমন সময় মিতু আসলো।
'
=> কি করো?
=> এইতো একটা বই পড়তেছি।
=> ওটা রাখো, আমি আসলাম গল্প করতে আর উনি আছেন বই নিয়ে।
=> আচ্ছা বলো কি বলবা?
=> তুমি বলো আমি শুনবো।
=> আচ্ছা মিতু, তুবা মেয়েটা তোমার কাছে কেমন লাগে?
=> হটাৎ তুবা আসছে কোথা থেকে?
=> না মানে কয়েকদিন থেকে লক্ষ করতেছি মেয়েটা আমার সাথে অন্যরকম আচরন করতেছে।
=> মানে?
=> মানে মেয়েটা মনে হয় আমায় ভালোবাসে তাই ভাবতেছি এখনোতো প্রেম করিনি তাই একেই ভালোবাসি, তুমি কি বলো?
=> একদম অন্য কোনো মেয়ের দিকে নজর দিবানা।
=> কেনো?
=> কেনো মানে, আমি এতোদিন ধরে অপেক্ষা করে আছি কাউকে পাওয়ার জন্য আর শেষে আমি পাবোনা, এটা কক্ষনো হবেনা।
=> তুমি কি কাউকে ভালোবাসো?
=> হ্যা, অনেক বেশি ভালোবাসি একটা ছেলেকে।
=> কি বলো তুমিতো এখনো পিচ্চি একটা মেয়ে আর তাতেই তুমি ভালোবাসতে শুরু করেছো?
=> এই আমি একদম পিচ্ছি না, আমি ইন্টারে পড়ি। আর আমি সেই ক্লাশ টেন থেকেই ছেলেটাকে ভালোবাসি।
=> কি বলো, আচ্ছা ঠিক আছে তুমি সেই ছেলেকে ভালোবাসো আমি তুবাকে ভালোবাসি বলে দেবো।
=> একদম না, তোমার যতটুকু ভালোবাসা সব আমার জন্য।
=> মানে?
=> ভালোবাসি তোমায়, এতোদিন আমি রিহানকে বলেছিলাম তোমায় দুলাভাই ডাকতে।
=> ও আচ্ছা,
=> ও আচ্ছা কি, তুমি বলো।
=> কি বলবো?
=> ভালোবাসি বলো?
=> আমি তোমাকে ভালোবাসি কি না সেটা না জেনেই আমাকে ভালোবসি বলতে বলছো?
=> আমি জানি তুমি আমায় ভালোবাসো।
=> কিভাবে?
=> কাউকে ভালোবাসলে এটা এমনি বোঝা যায়।
=> বেশি বুঝতে হবেনা, এখন যাও।
=> উত্তর দাও আমার তারপর যাবো।
=> কাল দেবো তোমার উত্তর।
=> ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তবে কাল হ্যা যেনো শুনি।
=> দেখা যাক কি হয়।
'
আপনারা বলেন কাল আমি ওকে কি বলবো। ভালোবাসি বলবো নাকি ওকে না বলে দেবো?
.
চলবে.............
No comments
info.kroyhouse24@gmail.com