Breaking News

গল্প- বেষ্টফ্রেন্ড যখনবউ | লেখক- পলাশ ইসলাম

ইন্টার্ভিউ দেওয়ার জন্য বসে আছি ১ ঘন্টা।
,
এখনো আমাকে ডাকে নি। আমার আগে আরো ৩ জন আছে ত আমার সাথে যে আছে সে একটু পর পর কেবল আমার সাথে কথা বলে ত শুনে আসিসি সকাল থেকে কি কি বক বক করছে।
,
ও হে ছেলেটার নাম নিলাদ্র
,
নিলাদ্রঃ কেমন আছেন ভাই।
,
আমিঃ আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি।
,
নিলাদ্রঃ আমিও ভালো।
,
একটু চুপ তার পর আবার।
,
নিলাদ্রঃ নাম কি আপনার।
,
আমিঃ আজাদুল ইসলাম তুহিন।।।(ইব্রাহিম) নামে সবাই চিনে।আপনি
,
নিলাদ্রঃ মেহেদি হাসান নিলাদ্র সবাই নিলাদ্র নামে চিনে।
,
আমিঃ ওহ আচ্ছা।
,
নিলাদ্রঃ ত কয় নাম্বার ইন্টার্ভিউ দিতে আসছেন।
,
আমিঃ হিসাব নাই।
,
নিলাদ্রঃ কেন।
,
আমিঃ টাকা ছাড়া কি আজ কাল চাকরি হয়।আর আমার পক্ষে সম্ভব না টাকা দিয়ে চাকরি করা।
,
নিলাদ্রঃ আচ্ছা।
,
আমিঃ হুম
,
তারপর এভাবেই ছেলেটা বাচালের মত কথা বলেই যাচ্ছে।
,
আমার বিরক্ত লাগছে।কিন্তু কিছু বলতে পারছি না।
,
এবার পরিচয় দেই।
,
আমি আজাদুল ইসলাম তুহিন। বাবা অনেক বড় ব্যবসায়ী। কিন্তু আমার ইচ্ছা আমি চাকরি করব তাই চাকরি খুজছি আব্বু বলছিল ব্যবসা দেখা শুনা করতে কিন্তু আমি বলেছি আমি চাকরি করব তাই আব্বু আর মানা করেনি।
,
ত অনেকক্ষন দরে বসে আছি এখনো ছেলেটা কথা বলেই যাচ্ছে।
,
আমি কিছুই বলছি না।
,
কিছুক্ষন পর আমাকে ডাকা হল
,
আমি বসের রুমে গিয়ে বললাম
,
আমিঃ মে আই কামিং ম্যাম। ওহ আর একটা কথা বস মেয়ে।
,
ম্যামঃ কামিং।
,
তারপর গিয়ে বসলাম আর ম্যাম উল্টো দিকে ফিরে বসে আছে।
,
যেই না আমার দিকে ফিরলো।
,
অনেকটা অবাক হলাম সাথে রাগও
,
আমি যখন উঠে আসতে যাব তখনই গল্পের নাইকা নিশি বলল।
,
নিশিঃ কোথায় যাচ্ছ।
,
আমিঃ আমি এখানে চাকরি করব না।
,
নিশিঃ কেন।
,
আমিঃ এখানে আমি করতে পারব না তাই করব না সেটা কি আপনাকে বলতে হবে নাকি।
,
নিশিঃ কিন্তু তোমাকেত এখানেই চাকরি করতে হবে।
,
আমিঃ আমি এখানে চাকরি করব না।
,
নিশিঃ ভেবে বলছ ত তুমি এখানে চাকরি করতেই হবে।আর সকালে তুমি যে সাইন করছ না সেখানে লেখাছিল যে তুমি ২ বছরের আগে এই কম্পানি ছেড়ে অন্য কোথাও চাকরি করতে পারবে না।
,
আমিঃ কিহ।
,
নিশিঃ হা।
,
আমিঃ সব মিথ্যা কথা।
,
নিশিঃ তাহলে এটা কি।
,
একটা কাগজ এগিয়ে দিয়ে।
,
আমি সেটা পড়ে দেখলাম আর নিচে সাইনটাও আমার রাগে মন চাচ্ছে নিজের চুল নিজে ছিড়ি।
,
নিশিঃ কি হল এবার প্রমাণ পেলেত।
,
আমিঃ চুপ।
,
নিশিঃ বলল কাল থেকে চাকরিতে জয়েন করবা।
,
আমি কিছু না বলে বাসায় চলে আসলাম।
,
তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে যোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরলাম।
,
বিকালে উঠে নামাজ পরে একটু হাটতে বার হলাম।
,
তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে সবাই মিলে নামাজ পড়ে আমি বাসায় এসে পরলাম আর যে যার বাসায় চলে গেল।
,
কোন কাজ নেই তাই বসে বসে এফবি চালাছি তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরলাম।আর ভাবছি নিশি এখন আমার সাথে এমন করছে কেন।
,
ও ত বলেছিল যেন ওর সামনে যেন না যাই। সে জন্য এত দূর চলে আসলাম এখন আবার সেই আমার পিছু নিয়েছে।
,
কখন যে ঘুমিয়ে পরছি মনে নেই।
,
সকালে উঠে নামাজ পড়ে হাটাহাটি করে বাসায় এসে নাস্তা করে অফিসে চলে আসলাম।
,
আর এসেই ত অবাক।
,
,
,
চলবে।

No comments

info.kroyhouse24@gmail.com