গল্পঃ ছাত্রী এখন বউ | লেখা:- পলাশ ইসলাম | পার্ট -৩
=> কি বল?
=> আসলে তুইতো জানিস আমার পরিবার। বাসা থেকে টাকা নিতে পারছিনা। আর একটা টিউশনি করিয়ে মাসের শেষে খুব সমস্যা হয় তাই ভাবছি আর একটা টিউশনি করাবো।
=> তুই পড়াতে চাইলে পড়া। স্টুডেন্ট ঠিক হয়েছে?
=> হ্যা একটা আংকেল কয়েকদিন ধরে বলছে ওনার মেয়েকে পড়াতে তাই ভাবছি ওকে পড়াবো।
=> পড়া, কিন্তু তোর সময়টাও দেখিস।
=> হুম,
'
আমি কলেজ থেকে বাসায় গেলাম। গিয়ে সেই আংকেলকে ফোন দিয়ে সব ঠিক করলাম। ওনার মেয়ে মিমকে পড়াতে হবে। সেও মিতুর সাথেই পড়ে। বিকেলে মিতুকে পড়াতে গেলাম।
'
=> ভাইয়া আজ পড়তে ইচ্ছা করছেনা।
=> কেনো কোনো সমস্যা?
=> না এমনি ভালো লাগছেনা।
=> আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও আমি তাহলে আজ যাই।
=> কোথায় যাবা তুমি। আজকে একটু গল্প করোনা।
=> কি গল্প করবো?
=> আচ্ছা ভার্সিটিতে তোমাকে কেউ প্রপোজ করেনি?
=> করেছেতো সেদিন আমাকে রিমা প্রপোজ করেছে।
=> কি বলতেছো এসব, তুমি কি বলছো?
=> আমি এখনো কিছু বলিনি,তবে ভাবতেছি হ্যা বলে দেবো।
=> একদম না, ভুলেও হ্যা বলবা না তুমি।
=> কেনো?
=> কারন,,, কারন,,,, কারন,,, (একটু ভেবে) এসব মেয়ে ভালো না।=> কে বললো তোমাকে?
=> আমি জানি।
=> হয়েছে তোমাকে এতো জানতে হবেনা, তুমি পিচ্ছি আছো পিচ্ছি থাকো।
=> আবার আমাকে পিচ্ছি বললা।
=> ও সরি, আচ্ছা ঠিক আছে তুমি পিচ্ছি না।
'
ওর সাথে কিছুক্ষন গল্প করে আমি চলে গেলাম। পরদিন কলেজ থেকে এসে একটু রেস্ট নিয়ে মিমকে পড়াতে গেলাম। ওর বাসায় গিয়ে দেখি এই মেয়েতো মিতুর চেয়ে দুইগুন বেশি চালাক। কথা বলে বেশি কাজে কম। যাইহোক ওকে পড়িয়ে মিতুদের বাসায় গেলাম। মিমের কথা শুনে শুনে মাথার ব্যথা শুরু হয়ে গেছে।
'
=> কি ব্যাপার আজ তোমাকে এরকম লাগছে কেনো?
=> না তেমন কিছুনা, একটু মাথা ব্যথা করতেছে।
=> সেকি, আগে বলবানা তুমি অসুস্থ।
=> না তেমন কিছুনা, তুমি কাজ করো।
=> তেমন কিছুনা কি, তুমি বসো আমি ঔষধ নিয়ে আসছি।
'
মিতু চলে গেলো কিন্তু আমার চিন্তা বেড়ে গেলো এই পাগলিদের সামলাবো কিভাবে। কিছুক্ষন পর মিতু আসলো। ঔষধ খাইয়ে ছাড়লো।
'
=> তুমি গিয়ে রেস্ট নাও একটু।
=> মিতু তেমন কিছুনা, পড়া আছেতো তোমার।
=> আজকে পড়তে ইচ্ছা করতেছেনা কাল পড়বো।
'
আমি ভালোভাবেই বুঝতে পারছি আর কথা বলে কোনো লাভ নেই। তাই ম্যাসে চলে গেলাম।গিয়ে একটা ঘুম দিলাম। সকাল হতেই মিতুর ফোন।
'
=> হ্যা বলো।
=> এখন কেমন আছো?
=> আমি ঠিক আছি।
=> আচ্ছা ঠিক আছে।
'
ফ্রেস হয়ে কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে মিমদের বাসায় গেলাম।
'
=> আসসালামু আলাইকুম স্যার।
=> ওয়ালাইকুম সালাম।
=> কেমন আছেন স্যার?
=> হ্যা ভালো, মিম তুমি আমাকে,,,,,,,,,,না থাক।
=> কি বলবেন স্যার?
=> না কিছুনা, তুমি পড়।
'
ভাবছিলাম মিমকেও স্যার ডাকতে নিষেধ করবো কিন্তু ওকে যখনই বলতে যাচ্ছিলাম তখনই মিতুর কথা মনে হলো। ওকে শুধু ভাইয়া বলতে বলেছিলাম কিন্তু এই ভাইয়া বলাটাই যে কি পরিমান চাপে ফেলছে আমাকে একমাত্র আমি বুঝতেছি। তারওপর আবার যদি একে বলি ভাইয়া বলতে তাহলে যে এই মেয়ে কয়েকদিন পর কি করবে আল্লাই জানে। না থাক স্যার শুনি তাও ভালো তবু অতিরিক্ত কেয়ারিং ভালোনা।
'
=> স্যার আপনাকে একটা কথা বলি?
=> হ্যা বলো।
=> আপনার কি কোনো গার্ল ফ্রেন্ড আছে?
,
আবার এক প্রশ্ন। আগেরবার মিতুকে না বলাতে ও মাথায় উঠেছে একে না বললে এ মাথায় চড়ে রিতিমতো নাচতে শুরু করবে।
'
=> এটা কিরকম প্রশ্ন মিম?
=> বলুননা প্লিজ।
=> হ্যা আছে।
=> কোথায় আপনার সাথেই পড়ে আপনার গার্লফ্রেন্ড?
=> হ্যা, বেশি কথা না বলে পড়তে বসো।
'
মিমকে পড়িয়ে মিতুদের বাসায় গেলাম।
'
=> কাল তোমার কোনো প্রোগ্রাম আছে?
=> হ্যা আছেতো,আমার কালকে ক্লাশ আছে।
=> কাল ক্লাশ বাদ দাও, কাল আমার সাথে ঘুরতে যাবা।
=> পাগল নাকি, আমি যাচ্ছিনা।তোমার ভাইকে নিয়ে ঘুরতে যেও।
=> আচ্ছা ঠিক আছে।
'
বুঝলাম না, আজ এতো তারাতারি মেনে নিল। যাক আমার জন্যই ভালো হলো। মিতুকে পড়িয়ে আসতেছি এমন সময় আন্টির ডাক।
'
=> জ্বি আন্টি বলেন।
=> কাল একটু মিতুকে মিতুকে নিয়ে ঘুরতে যেওতো বাবা।
'
আমি একবার মিতুর দিকে তাকালাম ও মুচকি হাসছে। তাইতো বলি মেয়ে এতো তারাতারি মেনে নিলো কেনো।
'
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
=> আর বাবা কাল মিতুকে ঘুরে নিয়ে আবার আমাদের বাসায় আসবা।
=> হঠাৎ বাসায় কেনো আন্টি?
=> আসলেই বুঝতে পারবা।
'
আচ্ছা ঠিক আছে। আমি ম্যাসে গিয়ে ফ্রেস হয়ে শুয়ে ভাবতেছি, কি হচ্ছে আমার সাথে এসব। আমাকে কি টিচার বলে মনেই হয়না। যাইহোক পরদিন সকালে মিতুদের বাসার নিচে গেলাম। একটুপর মিতু আসলো। একদম অন্যরকম লাগছে ওকে। ম্যাচিং শাড়ি কপালে ছোট একটা টিপ, চুলগুলো খুলে দেওয়া ঠোঁটে হালকা লিপস্টিক। একদম পরী মনে হচ্ছে ওকে। মিতু ডাকাতেই আমার ধ্যান ভাংলো।
'
=> কি দেখো ওভাবে?
=> না, আজ পিচ্চি মেয়েটাকে অনেক বড় মনে হচ্ছে তাই দেখছি।
=> হয়েছে আর দেখতে হবেনা চলো।
=> হুম, চলো।
'
আমরা রিক্সায় করে একটা খোলা জায়গায় গেলাম।
'
=> এটা কোনো ঘোরার জায়গা হলো, চলো অন্য কোথাও যাই।
=> না এই জায়গাটাই ভালো লাগছে।
=> ভালো লাগলে থাকো এখানে। আমার কি
=> আজ আমি এভাবে কেনো সেজেছি জিজ্ঞাসা করলা না?
=> কি আর জিজ্ঞাসা করবো, পিচ্চি মেয়েরা সবসময় সাজতে চায়।
=> আবার শুরু করলা।
=> আচ্ছা ঠিক আছে,
=> তোমাকে একটা কথা বলি?
=> হ্যা বলো।
=> আমরা কি ফ্রেন্ড হতে পারি?
=> যদিও তুমি আমার অনেক ছোট আর আমার ছাত্রী, তারপরেও হতে পারি।
=> আচ্ছা এখন ফ্রেন্ড হিসেবে তোমায় কিছু প্রশ্ন করি।
=> হ্যা, অবশ্যই
=> আচ্ছা তুমি একটা রিলেশন করোনা কেনো?
=> তোমাকেতো বলেছি যে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরন করতে আসছি এখানে প্রেম করার জন্য না।
=> কিন্তু তারপরেওতো করতে পারো।
=> আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেন্ড হয়ে যখন এভাবে বলছো তাহলে করবো।
=> সত্যি, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো।
'
মিতুকে দেখলাম অনেক খুশি আর আমার দিকে কিভাবে যেনো তাকিয়ে আছে।
'
=> না তেমন কেউ নেই তবে আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিলো কিছুদিন আগে ওকেই হ্যা বলে দেবো।
=> কে সে মেয়ে( একটু অভিমানি সুরে)
=> আমার ক্লাশেই পড়ে, নাম রিমা।
=> একদম ওসব মেয়ের দিকে তাকাবা না।
=> কেনো? তুমিতো একটু আগে রিলেশন করতে বললা?
=> এখন আবার মানা করছি, একদম করবা না। এই জায়গাটা ভালো লাগছেনা চলো বাসায় যাবো।
=> ঠিক আছে চলো।
'
সমস্ত রাস্তায় মিতু মন খারাপ করেই এসেছে। ওদের বাসায় আসলাম। এসেতো আমি অবাক। আজ মিতুর জন্মদিন।
'
=> এসব কি?
=> আজ আমার জন্মদিন।
=> সেকি আমিতো জানিনা তাই কিছু আনতে পারিনি।
=> কিছু লাগবেনা আমি আমার সবচেয়ে বড় গিফট পেয়েছি।
=> কি?
=> তুমি?
=> মানে?
=> না কিছুনা,আসো কেক কাটবো।
'
মিতুদের বাসায় পার্টি শেষ করে বাসায় আসবো কিন্তু খারাপ লাগছে আমি কিছু দিতে পারিনি। আমার কাছে একটা কলম ছিলো ওটাই মিতুকে দিয়ে আসলাম। ভাববেন না আবার পুরাতন কলম, নতুন কলম কালকেই কিনেছিলাম। আমি বাসায় চলে আসলাম। এভাবেই চলছে দিন। প্রায় এক মাস পর আমি মিতুকে পড়াতে গেলাম। কিন্তু আজ মিতুকে অন্য রকম লাগছে। মনে হচ্ছে সারারাত ঘুমায়নি, কেঁদেছে। চোখের নিচেও কালি পড়েছে।
'
=> কি ব্যাপার মিতু তোমার কি কিছু হয়েছে?
=> না কিছুনা, তুমি পড়াও আমি পড়তেছি।
=> আগে বলো কি হয়েছে তারপর। আন্টি কি বকেছে?
=> না
=> তাহলে এভাবে চুপ করে আছো কেনো কিছু বলো।
=> এই তুমি মিমকে পড়াও কেনো?
=> এতে আবার সমস্যা কি, ওর বাবা বলেছিলো
তাই পড়াচ্ছি ওকে।
=> পড়ানোটা সমস্যা না, কিন্তু ও আমার জিনিসে নজর দেবে কেনো?
=> মানে কি?
=> কিছুনা, আর তুমি রিলেশন করছো আমাকেতো বলোনি?
=> আরে বাবা তেমন কিছুই না, ও আমাকে জিজ্ঞাসা করেছিলো যে আমি রিলেশন করি কিনা তাই আমি ওর হাত থেকে বাঁচার জন্য বলেছি করি।
=> ও এটা বলেছে, তাহলে ঠিক বলেছো। কিন্তু তুমি কাল থেকে আর ওকে পড়াতে যাবানা।
=> কিন্তু কেনো?
=> না পড়াবানা, আর তুমি এতো টিউশনি করাও তোমার প্রবলেম হয়না?
=> দেখো মিতু তুমিতো আমার পরিবারের কথা শুনেছো। বাসা থেকেও টাকা নিতে পারিনা,আর একটা টিউশনি দিয়ে মাসের শেষে খুব সমস্যায় পড়তে হয়, ম্যাস বিল আছে। তাই মিমকে পড়াচ্ছি।
=> তবু তুমি ওকে পড়াবানা।
=> আচ্ছা ঠিক আছে ভাবছি। এবার খুশি?
=> আজ আমি আর পড়বোনা।
=> কিন্তু কেনো?
=> আমার একটু কাজ আছে।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি ম্যাসে গেলাম, পরদিন মিমকে পড়াতে গেলাম। কিন্তু আজ মিম সেজে এসেছে। এদের মতলব কি বুঝিনা।মিম এসেই আমাকে একটা গোলাপ দিলো।
'
=> এটা কেনো?
=> স্যার আমি আপনাকে ভালোবাসি।
=> কি বলছো এসব?
=> হ্যা স্যার।
=> এসব কথা আর বলবা না। আর তুমি এখন ছোট এই বয়সে এসব।
'
আমি আর কিছু না বলে চলে আসলাম। মিতুদের বাসাতেও যেতে ইচ্ছা করছেনা তারপরেও গেলাম। আর যাওয়ার সময় মিমের আব্বুকে ফোন করে বললাম আমি আর মিমকে পড়াবোনা। বিভিন্ন প্রশ্ন করলেও আমি কোনো রকম কাটিয়ে দিলাম। মিতুদের বাসায় গিয়ে বসে আছি।
'
=> কি ব্যাপার মন খারাপ কেনো তোমার?
=> না কিছুনা।
=> বলো আমাকে,আমি তোমার ফ্রেন্ড না?
=> আজ মিমদের বাসায় গিয়েছিলাম, আর মিম আমাকে প্রপোজ করেছে।
=> কি এতোবড় সাহস ওর, তোমাকে না বলেছি ওকে না পড়াতে।
=> আজকে মানা করে দিয়েছি।
=> একদম ঠিক করেছো। আম্মুকেও একটু রাগ রাগ ভাব দেখলাম যাওয়ার সময় তোমাকে দেখা করতে বলেছে।
=> এই আমি আবার কোনো ভুল করলাম নাকি?
=> আমি কিভাবে জানবো, তুমি দেখা করে যেও।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি মিতুকে পড়িয়ে আন্টির কাছে গেলাম।
'
=> আন্টি আমায় ডেকেছেন?
=> হ্যা বসো এখানে। কি শুনছি আমি এসব?
=> কি শুনেছেন আপনি আন্টি?
=> আসলে তুইতো জানিস আমার পরিবার। বাসা থেকে টাকা নিতে পারছিনা। আর একটা টিউশনি করিয়ে মাসের শেষে খুব সমস্যা হয় তাই ভাবছি আর একটা টিউশনি করাবো।
=> তুই পড়াতে চাইলে পড়া। স্টুডেন্ট ঠিক হয়েছে?
=> হ্যা একটা আংকেল কয়েকদিন ধরে বলছে ওনার মেয়েকে পড়াতে তাই ভাবছি ওকে পড়াবো।
=> পড়া, কিন্তু তোর সময়টাও দেখিস।
=> হুম,
'
আমি কলেজ থেকে বাসায় গেলাম। গিয়ে সেই আংকেলকে ফোন দিয়ে সব ঠিক করলাম। ওনার মেয়ে মিমকে পড়াতে হবে। সেও মিতুর সাথেই পড়ে। বিকেলে মিতুকে পড়াতে গেলাম।
'
=> ভাইয়া আজ পড়তে ইচ্ছা করছেনা।
=> কেনো কোনো সমস্যা?
=> না এমনি ভালো লাগছেনা।
=> আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট নাও আমি তাহলে আজ যাই।
=> কোথায় যাবা তুমি। আজকে একটু গল্প করোনা।
=> কি গল্প করবো?
=> আচ্ছা ভার্সিটিতে তোমাকে কেউ প্রপোজ করেনি?
=> করেছেতো সেদিন আমাকে রিমা প্রপোজ করেছে।
=> কি বলতেছো এসব, তুমি কি বলছো?
=> আমি এখনো কিছু বলিনি,তবে ভাবতেছি হ্যা বলে দেবো।
=> একদম না, ভুলেও হ্যা বলবা না তুমি।
=> কেনো?
=> কারন,,, কারন,,,, কারন,,, (একটু ভেবে) এসব মেয়ে ভালো না।=> কে বললো তোমাকে?
=> আমি জানি।
=> হয়েছে তোমাকে এতো জানতে হবেনা, তুমি পিচ্ছি আছো পিচ্ছি থাকো।
=> আবার আমাকে পিচ্ছি বললা।
=> ও সরি, আচ্ছা ঠিক আছে তুমি পিচ্ছি না।
'
ওর সাথে কিছুক্ষন গল্প করে আমি চলে গেলাম। পরদিন কলেজ থেকে এসে একটু রেস্ট নিয়ে মিমকে পড়াতে গেলাম। ওর বাসায় গিয়ে দেখি এই মেয়েতো মিতুর চেয়ে দুইগুন বেশি চালাক। কথা বলে বেশি কাজে কম। যাইহোক ওকে পড়িয়ে মিতুদের বাসায় গেলাম। মিমের কথা শুনে শুনে মাথার ব্যথা শুরু হয়ে গেছে।
'
=> কি ব্যাপার আজ তোমাকে এরকম লাগছে কেনো?
=> না তেমন কিছুনা, একটু মাথা ব্যথা করতেছে।
=> সেকি, আগে বলবানা তুমি অসুস্থ।
=> না তেমন কিছুনা, তুমি কাজ করো।
=> তেমন কিছুনা কি, তুমি বসো আমি ঔষধ নিয়ে আসছি।
'
মিতু চলে গেলো কিন্তু আমার চিন্তা বেড়ে গেলো এই পাগলিদের সামলাবো কিভাবে। কিছুক্ষন পর মিতু আসলো। ঔষধ খাইয়ে ছাড়লো।
'
=> তুমি গিয়ে রেস্ট নাও একটু।
=> মিতু তেমন কিছুনা, পড়া আছেতো তোমার।
=> আজকে পড়তে ইচ্ছা করতেছেনা কাল পড়বো।
'
আমি ভালোভাবেই বুঝতে পারছি আর কথা বলে কোনো লাভ নেই। তাই ম্যাসে চলে গেলাম।গিয়ে একটা ঘুম দিলাম। সকাল হতেই মিতুর ফোন।
'
=> হ্যা বলো।
=> এখন কেমন আছো?
=> আমি ঠিক আছি।
=> আচ্ছা ঠিক আছে।
'
ফ্রেস হয়ে কলেজে গেলাম। কলেজ থেকে ফিরে মিমদের বাসায় গেলাম।
'
=> আসসালামু আলাইকুম স্যার।
=> ওয়ালাইকুম সালাম।
=> কেমন আছেন স্যার?
=> হ্যা ভালো, মিম তুমি আমাকে,,,,,,,,,,না থাক।
=> কি বলবেন স্যার?
=> না কিছুনা, তুমি পড়।
'
ভাবছিলাম মিমকেও স্যার ডাকতে নিষেধ করবো কিন্তু ওকে যখনই বলতে যাচ্ছিলাম তখনই মিতুর কথা মনে হলো। ওকে শুধু ভাইয়া বলতে বলেছিলাম কিন্তু এই ভাইয়া বলাটাই যে কি পরিমান চাপে ফেলছে আমাকে একমাত্র আমি বুঝতেছি। তারওপর আবার যদি একে বলি ভাইয়া বলতে তাহলে যে এই মেয়ে কয়েকদিন পর কি করবে আল্লাই জানে। না থাক স্যার শুনি তাও ভালো তবু অতিরিক্ত কেয়ারিং ভালোনা।
'
=> স্যার আপনাকে একটা কথা বলি?
=> হ্যা বলো।
=> আপনার কি কোনো গার্ল ফ্রেন্ড আছে?
,
আবার এক প্রশ্ন। আগেরবার মিতুকে না বলাতে ও মাথায় উঠেছে একে না বললে এ মাথায় চড়ে রিতিমতো নাচতে শুরু করবে।
'
=> এটা কিরকম প্রশ্ন মিম?
=> বলুননা প্লিজ।
=> হ্যা আছে।
=> কোথায় আপনার সাথেই পড়ে আপনার গার্লফ্রেন্ড?
=> হ্যা, বেশি কথা না বলে পড়তে বসো।
'
মিমকে পড়িয়ে মিতুদের বাসায় গেলাম।
'
=> কাল তোমার কোনো প্রোগ্রাম আছে?
=> হ্যা আছেতো,আমার কালকে ক্লাশ আছে।
=> কাল ক্লাশ বাদ দাও, কাল আমার সাথে ঘুরতে যাবা।
=> পাগল নাকি, আমি যাচ্ছিনা।তোমার ভাইকে নিয়ে ঘুরতে যেও।
=> আচ্ছা ঠিক আছে।
'
বুঝলাম না, আজ এতো তারাতারি মেনে নিল। যাক আমার জন্যই ভালো হলো। মিতুকে পড়িয়ে আসতেছি এমন সময় আন্টির ডাক।
'
=> জ্বি আন্টি বলেন।
=> কাল একটু মিতুকে মিতুকে নিয়ে ঘুরতে যেওতো বাবা।
'
আমি একবার মিতুর দিকে তাকালাম ও মুচকি হাসছে। তাইতো বলি মেয়ে এতো তারাতারি মেনে নিলো কেনো।
'
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
=> আর বাবা কাল মিতুকে ঘুরে নিয়ে আবার আমাদের বাসায় আসবা।
=> হঠাৎ বাসায় কেনো আন্টি?
=> আসলেই বুঝতে পারবা।
'
আচ্ছা ঠিক আছে। আমি ম্যাসে গিয়ে ফ্রেস হয়ে শুয়ে ভাবতেছি, কি হচ্ছে আমার সাথে এসব। আমাকে কি টিচার বলে মনেই হয়না। যাইহোক পরদিন সকালে মিতুদের বাসার নিচে গেলাম। একটুপর মিতু আসলো। একদম অন্যরকম লাগছে ওকে। ম্যাচিং শাড়ি কপালে ছোট একটা টিপ, চুলগুলো খুলে দেওয়া ঠোঁটে হালকা লিপস্টিক। একদম পরী মনে হচ্ছে ওকে। মিতু ডাকাতেই আমার ধ্যান ভাংলো।
'
=> কি দেখো ওভাবে?
=> না, আজ পিচ্চি মেয়েটাকে অনেক বড় মনে হচ্ছে তাই দেখছি।
=> হয়েছে আর দেখতে হবেনা চলো।
=> হুম, চলো।
'
আমরা রিক্সায় করে একটা খোলা জায়গায় গেলাম।
'
=> এটা কোনো ঘোরার জায়গা হলো, চলো অন্য কোথাও যাই।
=> না এই জায়গাটাই ভালো লাগছে।
=> ভালো লাগলে থাকো এখানে। আমার কি
=> আজ আমি এভাবে কেনো সেজেছি জিজ্ঞাসা করলা না?
=> কি আর জিজ্ঞাসা করবো, পিচ্চি মেয়েরা সবসময় সাজতে চায়।
=> আবার শুরু করলা।
=> আচ্ছা ঠিক আছে,
=> তোমাকে একটা কথা বলি?
=> হ্যা বলো।
=> আমরা কি ফ্রেন্ড হতে পারি?
=> যদিও তুমি আমার অনেক ছোট আর আমার ছাত্রী, তারপরেও হতে পারি।
=> আচ্ছা এখন ফ্রেন্ড হিসেবে তোমায় কিছু প্রশ্ন করি।
=> হ্যা, অবশ্যই
=> আচ্ছা তুমি একটা রিলেশন করোনা কেনো?
=> তোমাকেতো বলেছি যে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরন করতে আসছি এখানে প্রেম করার জন্য না।
=> কিন্তু তারপরেওতো করতে পারো।
=> আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেন্ড হয়ে যখন এভাবে বলছো তাহলে করবো।
=> সত্যি, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো।
'
মিতুকে দেখলাম অনেক খুশি আর আমার দিকে কিভাবে যেনো তাকিয়ে আছে।
'
=> না তেমন কেউ নেই তবে আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিলো কিছুদিন আগে ওকেই হ্যা বলে দেবো।
=> কে সে মেয়ে( একটু অভিমানি সুরে)
=> আমার ক্লাশেই পড়ে, নাম রিমা।
=> একদম ওসব মেয়ের দিকে তাকাবা না।
=> কেনো? তুমিতো একটু আগে রিলেশন করতে বললা?
=> এখন আবার মানা করছি, একদম করবা না। এই জায়গাটা ভালো লাগছেনা চলো বাসায় যাবো।
=> ঠিক আছে চলো।
'
সমস্ত রাস্তায় মিতু মন খারাপ করেই এসেছে। ওদের বাসায় আসলাম। এসেতো আমি অবাক। আজ মিতুর জন্মদিন।
'
=> এসব কি?
=> আজ আমার জন্মদিন।
=> সেকি আমিতো জানিনা তাই কিছু আনতে পারিনি।
=> কিছু লাগবেনা আমি আমার সবচেয়ে বড় গিফট পেয়েছি।
=> কি?
=> তুমি?
=> মানে?
=> না কিছুনা,আসো কেক কাটবো।
'
মিতুদের বাসায় পার্টি শেষ করে বাসায় আসবো কিন্তু খারাপ লাগছে আমি কিছু দিতে পারিনি। আমার কাছে একটা কলম ছিলো ওটাই মিতুকে দিয়ে আসলাম। ভাববেন না আবার পুরাতন কলম, নতুন কলম কালকেই কিনেছিলাম। আমি বাসায় চলে আসলাম। এভাবেই চলছে দিন। প্রায় এক মাস পর আমি মিতুকে পড়াতে গেলাম। কিন্তু আজ মিতুকে অন্য রকম লাগছে। মনে হচ্ছে সারারাত ঘুমায়নি, কেঁদেছে। চোখের নিচেও কালি পড়েছে।
'
=> কি ব্যাপার মিতু তোমার কি কিছু হয়েছে?
=> না কিছুনা, তুমি পড়াও আমি পড়তেছি।
=> আগে বলো কি হয়েছে তারপর। আন্টি কি বকেছে?
=> না
=> তাহলে এভাবে চুপ করে আছো কেনো কিছু বলো।
=> এই তুমি মিমকে পড়াও কেনো?
=> এতে আবার সমস্যা কি, ওর বাবা বলেছিলো
তাই পড়াচ্ছি ওকে।
=> পড়ানোটা সমস্যা না, কিন্তু ও আমার জিনিসে নজর দেবে কেনো?
=> মানে কি?
=> কিছুনা, আর তুমি রিলেশন করছো আমাকেতো বলোনি?
=> আরে বাবা তেমন কিছুই না, ও আমাকে জিজ্ঞাসা করেছিলো যে আমি রিলেশন করি কিনা তাই আমি ওর হাত থেকে বাঁচার জন্য বলেছি করি।
=> ও এটা বলেছে, তাহলে ঠিক বলেছো। কিন্তু তুমি কাল থেকে আর ওকে পড়াতে যাবানা।
=> কিন্তু কেনো?
=> না পড়াবানা, আর তুমি এতো টিউশনি করাও তোমার প্রবলেম হয়না?
=> দেখো মিতু তুমিতো আমার পরিবারের কথা শুনেছো। বাসা থেকেও টাকা নিতে পারিনা,আর একটা টিউশনি দিয়ে মাসের শেষে খুব সমস্যায় পড়তে হয়, ম্যাস বিল আছে। তাই মিমকে পড়াচ্ছি।
=> তবু তুমি ওকে পড়াবানা।
=> আচ্ছা ঠিক আছে ভাবছি। এবার খুশি?
=> আজ আমি আর পড়বোনা।
=> কিন্তু কেনো?
=> আমার একটু কাজ আছে।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি ম্যাসে গেলাম, পরদিন মিমকে পড়াতে গেলাম। কিন্তু আজ মিম সেজে এসেছে। এদের মতলব কি বুঝিনা।মিম এসেই আমাকে একটা গোলাপ দিলো।
'
=> এটা কেনো?
=> স্যার আমি আপনাকে ভালোবাসি।
=> কি বলছো এসব?
=> হ্যা স্যার।
=> এসব কথা আর বলবা না। আর তুমি এখন ছোট এই বয়সে এসব।
'
আমি আর কিছু না বলে চলে আসলাম। মিতুদের বাসাতেও যেতে ইচ্ছা করছেনা তারপরেও গেলাম। আর যাওয়ার সময় মিমের আব্বুকে ফোন করে বললাম আমি আর মিমকে পড়াবোনা। বিভিন্ন প্রশ্ন করলেও আমি কোনো রকম কাটিয়ে দিলাম। মিতুদের বাসায় গিয়ে বসে আছি।
'
=> কি ব্যাপার মন খারাপ কেনো তোমার?
=> না কিছুনা।
=> বলো আমাকে,আমি তোমার ফ্রেন্ড না?
=> আজ মিমদের বাসায় গিয়েছিলাম, আর মিম আমাকে প্রপোজ করেছে।
=> কি এতোবড় সাহস ওর, তোমাকে না বলেছি ওকে না পড়াতে।
=> আজকে মানা করে দিয়েছি।
=> একদম ঠিক করেছো। আম্মুকেও একটু রাগ রাগ ভাব দেখলাম যাওয়ার সময় তোমাকে দেখা করতে বলেছে।
=> এই আমি আবার কোনো ভুল করলাম নাকি?
=> আমি কিভাবে জানবো, তুমি দেখা করে যেও।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি মিতুকে পড়িয়ে আন্টির কাছে গেলাম।
'
=> আন্টি আমায় ডেকেছেন?
=> হ্যা বসো এখানে। কি শুনছি আমি এসব?
=> কি শুনেছেন আপনি আন্টি?
চলবে.......
No comments
info.kroyhouse24@gmail.com