Breaking News

গল্পঃ ছাত্রী এখন বউ | লেখা:- পলাশ ইসলাম | পার্ট- ৬

মিতু চলে গেলো, কিন্তু আমি ভাবতেছি কাল মিতুকে কি বলবো। 
তবে আমি যে মিতুকে ভালোবাসিনা তা কিন্তু না, আমিও ওকে ভালোবাসি। দেখাই যাক কাল কি হয়। 
দিলাম একটা ঘুম। সকালে উঠে ছাদে গেলাম কিন্তু ছাদে গিয়ে আমিতো অবাক। 
মিতু একদম ভালোভাবে সাজুগুজু করে আগে থেকেই ছাদে এসে বসে আছে।
 আমাকে দেখেই আমার কাছে দৌড়ে আসলো।
'
=> এই উত্তরটা বলোনা।
=> আগে বলো তুমি সারারাত ছাদে ছিলে নাকি রুমে ছিলা?
=> রুমে ছিলাম।
=> ও তারমানে তুমি সারারাত সাজুগুজু করে কাটিয়ে দিয়েছো।
=> ওসব বাদ দাও আগে আমার উত্তর দাও।
=> কিসের উত্তর?
=> কিসের উত্তর মানে?
=> ও তুমি যে আমায় ভালোবাসো তার উত্তর??
 
=>দেখো এখন কিন্তু আমি অনেক টেনশনে আছি আমি একদম তোমার সাথে মজা করছিনা।
আমার উত্তর চাই।
=> তুমি কি পাগল হয়ে গেছো? 
তোমার জন্য আমার চেয়ে অনেক ভালো ছলে অপেক্ষা করতেছে অনেক বড়লোক 
তারাও আর তুমি এসে পড়ে আছো আমার কাছে। 
ওদের কাউকে ভালোবাসো দেখবা অনেক সুখি থাকবা তুমি।
=> এই আমি তোমার কাছে অন্য কারো কথা বলতে বলেছি, 
আমি তোমায় জিজ্জাসা করেছি তুমি আমায় ভালোবাসো কি না?
আর আমি মনে করি আমার সব সুখ সুখ তোমার কাছে। 
আমি তিন বছর থেকে তোমাকে চিনি আর তোমাকেই ভালোবাসি আর আমি শুধু তোমাকেই চাই । 
বলোনা আমায় তুমি ভালোবাসো?
=> না বাসিনা, তোমার আর আমার মাঝে অনেক ডিফারেন্স আছে।
=> কেনো আমি কি এসব ভেবে তোমায় ভালোবেসেছি, আমিতো মন থেকে শুধু তোমায় ভালোবেসেছি আর শুধু তোমাকেই চেয়েছি আমি কি অন্য কিছু দেখতে গেছি বলো?
=> দেখো মিতু এসব তোমার আবেগের কথা। এটা হয়না, তুমি আমার চেয়ে ভালো কাউকে খুজে নিও।
=> তার মানে তুমি আমায় ভালোবাসবা না?
=> না,
=> আচ্ছা ঠিক আছে।
'
মেয়েটা আরো বেশি করে কান্না করে দিয়েছে। মিতু যে আমায় অনেক ভালোবাসে এটা আমি বুঝতে পারি। 
আমিও ওকে ভালোবাসি কিন্তু কোথায় যেনো আমায় বাধা দিচ্ছে। 
জানি এখন সোজা রুমে যাবে কান্না করবে দুইদিন খাবেনা তিন রাত ঘুমাবে না 
আর চতুর্থ দিন টেনশন বাড়বে তার চেয়ে এখনেই বলে দেওয়া ভালো।
 মিতু চলে যাচ্ছিলো, আমি ওর হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম।
'
=> কোথায় যাচ্ছো?
=> জানিনা, তুমি যেনে কি করবা তুমি কে জিজ্ঞাসা করার?
=> কান্না করতেছো কেনো?
=> ইচ্ছা হয়েছে তাই, তোমায় বলতে যাবো কেনো?তুমি আমার কে যে তোমায় বলতে যাবো?
=> আআনি তোমার কেউ না?
=> না।
=> তাহলে যাও, ভেবেছিলাম তোমায় ভালোবাসবো কিন্তু আমি যখন তোমার কেউ হইনা তখন আর কাকে ভালোবাসবো, যাও তুমি।
=> কি বললা তুমি আবার বলো?
=> ভেবেছিলাম যে তোমায় ভালো,,,,,,,,,,
'
পুরোটা বলতেও দিলোনা সোজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো।
'
=> আরে কি করো আমিতো তোমার কিছুই হইনা।
=> না, তুমি আমার সব, আমার ভালো থাকা তুমি, আমার খুশি তুমি, আমার সব তুমি।
=> আচ্ছা ঠিক আছে সব আমি এখন রুমে যাও।
=> না আমি সেজেছি কি এমনি এমনি?
=> কি জন্য সেজেছো তাহলে?
=> আজকে সারাদিন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরবো।
=> আচ্ছা ঠিক আছে চলো,
'
আমি রুমে গিয়ে রেডি হয়ে মিতুকে নিয়ে ঘুরতে গেলাম।
'
=> আচ্ছা মিতু একটা কথা বলি?
=> হ্যা বলো।
=> এতো ভালো ছেলে থাকতে আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসতে গেলে কেনো তুমি?
=> তুমি একদম আলাদা, তুমি যেদিন আমায় ডেকে নিয়ে বলেছিলে যে আমাকে আর পড়াবা না
 সেদিন আমার খুব খারাপ লেগেছে তাই তোমাকে যেনো হারাতে না হয় সেজন্য ভালো করে পড়েছি।
=> তার ফলটাওতো ভালোই পেয়েছো তাইনা?
=> হ্যা, এই আমরা এখানে প্রেম করতে আসছি আর তুমি কি সব প্রশ্ন করছো?
=> আচ্ছা ঠিক আছে চলো এখন।
'
আমরা ঘুরে বিকেলে বাসায় আসলাম। আমি একটু রেস্ট নিয়ে রিহানকে পড়াতে গেলাম।
'
=> কি ব্যাপার সালাবাবু বই কই তোমার?
=> আমার আজকে পেট ব্যথা করতেছে দুলাভাই আজকে আমি পড়বোনা।
=> তুইতো তোর বোনের চেয়েও বেশি পড়াচোড়রে।
'
আমি রিহানের সাথে কথা বলতেছি এমন সময় মিতু আসলো।
'
=> সালা দুলাভাই কি কথা বলতেছে।
=> দেখনা আপু আমি বলছি আজকে আমি পড়বোনা কিন্তু দুলাভাই আমাকে যেতে দিচ্ছে না।
=> ভাইরে এতো দুলাভাই দুলাভাই করিসনা, আন্টি জানলে বাঁশ দেবে।
=> এই তুমি চুপ করো, এই ভাই তুই যা আজ তোর পড়তে হবেনা, আজ আমি তোর দুলাভাইকে পড়াবো।
'
সালা বাবু এক দৌড়ে পালিয়ে গেলো। কিন্তু এখানে আমার সুবিধা ভালো মনে হচ্ছেনা।
'
=> কি ব্যাপার মিতু তুমি এভাবে কাছে আসতেছো কেনো?
=> চুপ আমি কি করি সেটাই দেখো।
=> এই দেখো ভালো হচ্ছে না আন্টি চলে আসবে।
'
কে শোনে কার কথা এসে আমায় একটা ইয়ে দিয়ে দিলো, মানে পাপ্পি, তবে অনেক মজার ছিলো।
'
=> হ্যা এখন বলো কি যেনো বলছিলে।
=> কিছুনা আমি গেলাম।
'
আমি আর কিছু না বলেই চলে আসলাম। কি মজার জিনিস ছিলো, 
রোজতো একটা নিতেই হবে, এই স্বাদ মিস করা যাবেনা। রুমে গিয়ে শুয়ে আছি কিছু ভালো লাগছেনা।শুধু ওটাই মনে পড়ছে। পরদিন মিতু আমার রুমে আসলো,
=> কি করতেছো তুমি?
=> কিছুনা,এমনি শুয়ে আছি। হঠাৎ আমার মাথায় কিস এর কথাটা আসলো, কিন্তু কিভাবে এই স্বাদ নেবো বুঝতেছিনা, ওকেতো বলা যাবেনা অন্য বুদ্ধি করে ওর থেকে কিস নিতে হবে।
'
=> দেখো মিতু তুমি একবার কিস করেছো আর কিন্তু করবানা।
=> কেনো হাজারবার করবো।
=> আমিতো মনে মনে খুশি হচ্ছি আসো আসো আর একটা দাও।(মনে মনে)। দেখো এসব ভালোনা।
=> আচ্ছা দারাও এক্ষুনি দেবো।
'
ও আমার কাছে আসছে আমিও কিস নেওয়ার জন্য প্রস্তুত হলাম। আমারতো খুশি খুশি লাগতেছে। ও আমার কাছে আসলো আমিও চোখটা বদ্ধ করে এগিয়ে যাচ্ছি।
'
=> স্যার, এগুলো করা যায়না, আচ্ছা ঠিক আছে আমি আর এসব করবো না।
=> হ্যা কেনো?
=> না, আপনি আমার স্যার হন আপনাকে কি এসব করা যায়।
 আম্মু আপনাকে খেতে ডাকতেছে নিচে আসুন, বলেই ও হাসতে হাসতে চলে গেলো।
'
এটা কি হলো? কি চাইলাম আর কি পাইলাম। আহারে কপাল, বুদ্ধি কাজে দিলোনা। আচ্ছা পরে দেখা যাবে কি হয়।
'
আমি নিচে গেলাম খেয়ে চলে আসতেছি।
'
=> কি ব্যাপার স্যার মন খারাপ কেনো?
=> কই নাতো এমনি।
=> হুম বুঝতে পারছি কেনো স্যারের মন খারাপ।দারান মন ভালো করে দিচ্ছি,
'
ও সোজা এসে আমাকে কিস করলো। আমি পুরাই শক খেয়ে গেলাম।
'
=> এবার মন ভালো হয়েছে?
=> হুম, তারমানে তুমি তখন বুঝে গেছিলা যে আমি কিস চাইছি তোমার কাছে।
=> হ্যা, যাও এখন আম্মু চলে আসবে।
=> আচ্ছা ঠিক আছে।
'
এভাবেই চলছে মিতুর সাথে আমার রিলেশনটা।একদিন আমি ছাদে বসে ফোন চাপতেছি ।
 কোথা থেকে যেনো তুবা আসলো।
'
=> হাই, মনির কি করো।
=> কিছুনা এমনি বসে।
=> ও, তোমার সাথে আমার কিছু কথা ছিলো।
=> হ্যা বলো।
=> মনির আমি তোমাকে ভালোবাসি।
=> হোয়াট??
=> হ্যা অনেক ভালোবাসি তোমায়।
'
আমি পাশে তাকাতেই দেখি মিতু সব শুনছে আর কাঁদতেছে।
আমি দেখতেই ও কান্না করতে করতে চলে গেলো। 
আমি তুবাকে পরে দেখা করতে বলেই নিচে গেলাম। 
কলিং বাজাতেই মিতু দরজা খুললো আর আর বুলেটের বেগে,,,,,,,,,,,,,,,,,,
.

চলবে........

No comments

info.kroyhouse24@gmail.com