নতুন প্রেমের গল্প
ছেলে :: বাবু কি করো??
মেয়ে :: এইতো জান গোসল করে আসলাম
— তাই তো একটা ফটো দাওতো তোমার ভেজা নগ্ন শরীরের
— যাহ ফাজিল কোথাকার!!
— শুনোনা বাবুণী আচ্ছা আজকে কি রং এর ব্রা পড়বা??
— উমমমমম কালো রঙের
— সত্যি?? ফর্সা দেহে তোমাকে শুধু কালো ব্রা তে ভীষণ সেক্সি লাগবে
আমাকে কিন্তুু অবশ্যই ফটো দিবা
— চুপ শয়তান!!!
— বলোনা দিবেনা??
— দিবোনা দুুষ্টু কোথাকার
now there is a question ???? এইটা কি আদৌ ভালোবাসা? ? নাকি ভালোবাসার নামে নোংরামি??
অনেকেই তো বলেন ভালোবাসা স্বর্গীয় আল্লাহ প্রদত্ত(নাউজুবিল্লাহ)
আল্লাহ কি আমাদের এভাবে কাউকে ভালোবাসতে শেখাইছেন? নাকি তিনি স্বর্গ থেকে মানুষের জন্য রহমত রূপে এমন ভালোবাসাকে আমাদের জন্য পাঠান???কোনটা রে ভাই বোনেরা??
দেখ ভাই, ভালোবাসা মানে গার্লফ্রেন্ডের ব্রা প্যান্টি না।। সে কি রঙের ব্রা পড়ছে, তার ফিগারের সাইইজ কতো কোন ব্রা তে তাকে কেমন লাগে বা শুধু ব্রা প্যান্টি পড়া ফটো চাইবার নাম ভালোবাসা না।এইটা শুধুই নোংরামি এখানে ভালোবাসা বলে কিছু নেই
বরং এসব জিজ্ঞেস না করে সারাদিনে তোর ভালোবাসার মানুষটা পাচ ওয়াক্ত নামাজ পড়লো কিনা, তিনবেলা খেলো কিনা, গোসল করে তাড়াতাড়ি মেয়েটা চুল শুকালো কিনা, ঠান্ডা লাগছে বা জ্বর আসছে ঠিকমতো ঔষধ খেলো কিনা এগুলার বারবার খোজ নেবার নামই ভালোবাসা।
কারণ ভালোবাসা সেটা না যেখানে কেয়ারিং বা আদর সোহাগের নাম করে গার্লফ্রেন্ডের বুকে পাছায় হাত বুলাতে ইচ্ছে করে।।
আর মেয়েরা
এইযে যাহ দুষ্টু চুুপ শয়তান, ফাজিল একটা
এই কথাগুলার মানে কিন্তুু নোংরামি করতে তুমি ছেলেটাকে বারণ করছো তা মোটেই না। বরং এ কথাগুলার মানে হলো তাকে তোমার আরো কাছে ডাকার নিরব আহ্বান
। এই শব্দগুলা কোনো ছেলের নোংরামিকে আরো প্রশ্রয় দেয়
ইজ্জত হারানোর পর সে দোষ কোনো ছেলের ঘাড়ে না চাপিয়ে বরং সবসময় এইটা মনে রেখো যে তুমি না চাইলে কোনো ছেলে তোমার কাছে ঘেষা তো দূরের কথা তোমার ছায়াও মারাতে পারবেনা।
ভাইরে,, ১৮+যুুুগে এসে সবাইকে নৈতিক কথা শুনালে কেউই তাতে কান দেবেনা।
তবুও লিখে রাখলাম।।কারণ আমি জানি আর বিলিভ করি পৃথিবীর সব ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়নি।।এখনো অনেকেই ভালো আছে।
দোয়া করি তারা আজীবন ভালো থাকুক।আল্লাহর পথে চলুক।
No comments
info.kroyhouse24@gmail.com