গল্পঃ ছাত্রী এখন বউ | লেখা:- পলাশ ইসলাম | পার্ট- ৮
আমি দরজা খুলে দিয়েতো পুরাই অবাক। মিতু এখানে।
'
=> কি ব্যাপার মিতু তুমি এখানে। কেউ দেখলে কি ভাববে?
'
মিতু কোনো কথা না বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো।
'
=> কি করছো এসব মিতু?
=> আমি তোমাকে হারাতে পারবোনা, তোমার সাথে আমাকেও নিয়ে যাও।
=> মিতু কি বলো এসব, আমি ম্যাসে যাচ্ছি পড়তে।
=> আমি কিছু জানিনা,আমি তোমাকে ছাড়া থাকতে পারবোনা।
=> আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন পর আসবো।
=> তুমি কেনো চলে যাচ্ছো বলোতো?
=> মিতু আমার বাবা মায়ের স্বপ্ন আমায় পুরন করতে হবে।
=> কিন্তু এখানে থেকেইতো তুমি,,,,
=> প্লিজ মিতু আমায় বাধা দিওনা।
'
মিতু আর কিছু না বলেই কান্না করতে করতে চলে গেলো। আমিও সব প্যাক করে রেডি হলাম। আমি সব নিয়ে চলে আসলাম ওখান থেকে। প্রায় সাতদিন হয়ে গেলো ওখান থেকে এসেছি। মিতুকে খুব দেখতে ইচ্ছা করতেছে। কিন্তু এখন এসব নিয়ে ভাবলে হবেনা,আমাকে সফল হতেই হবে আমার লক্ষে। আমি আমার মতো চলতে শুরু করলাম, মিতুদের বাসায় এর মাঝে একবারো যাইনি। প্রায় তিন বছর কেটে গেলো আজ আমি সফল, হ্যা আমি ভালো একটা চাকরি পেয়েছি। আজ মিতুকে খুব মিস করছি, কিন্তু আজ আর কোনো বাধা নেই আমি মিষ্টি নিয়ে মিতুদের বাসায় গেলাম। কলিং বাজাতেই একটা ছেলে এসে দরজা খুলে দিলো।
'
=> আরে তুমি মনির ভাইয়া না,
=> হ্যা,
=> আসো ভেতরে আসো।
=> তুইতো বড় হয়ে গেছিস রিহান।
=> হুম,
=> আচ্ছা আন্টি কোথায় রে?
=> তুমি বসো আমি আম্মুকে ডাকছি।
=> আচ্ছা যা।
'
কিছুক্ষন পর আন্টি আসলো।
'
=> আসসালামু আলাইকুম আন্টি,
=> কেনো এসেছো এখানে, কি দরকার ছিলো আসার?
=> আমার যে একটা মাকে এখানে রেখে গেছি তাকেইতো দেখতে আসলাম।
=> থাক আর বলতে হবেনা, মা ভাবলে এতোদিন মায়ের থেকে দুরে থাকতেনা।
=> আচ্ছা বাদ দেন আন্টি, কেমন আছেন?
=> হ্যা ভালো আছি বাবা,তুমি ভালো আছো?
=> হ্যা আন্টি ভালো আছি,, আন্টি আংকেল কি অফিসে?
=> হ্যা অফিসে,
=> ও,, আন্টি মিতু কোথায়?
=> ও মনে হয় ছাদে আছে।
=> আচ্ছা আন্টি আমি ওর সাথে দেখা করে আসছি।
=> আচ্ছা যাও।
'
আমি ছাদে গেলাম। মিতু ছাদে বসে আছে, আমি গিয়ে ওর কাধে হাত দিতেই ও চমকিয়ে পেছনে ঘুরে তাকালো। আমাকে দেখেই কেঁদে ফেলেছে।
'
=> কি হলো কাঁদছো কেনো?
'
কিছু না বলেই আমাকে এসে জড়িয়ে ধরলো, অনেক শক্ত করেই জড়িয়ে ধরেছে।
'
=> এতোদিন পর আমার কথা মনে পরলো আমাকে একবার দেখতেও ইচ্ছা হলোনা তোমার? আমাকে তুমি একটুও ভালোবাসোনি।
=> তোমাকে আমার প্রতিদিন মনে পড়েছে। আর তোমাকে ভালোনা বাসলে কি আজ তোমার বাসায় আসতাম তোমাকে দেখতে?
=> আমিতো ভেবেছি তুমি আমায় ভুলেই গেছো, অন্য কাউকে তুমি ভালোবেসেছো।
=> আমার পাগলিটাকে ছাড়া আমি কি অন্য কাউকে ভালোবাসতে পারি?
=> হয়েছে, আমাকে ভালোবাসলে এতোদিন আমাকে না দেখে থাকতে পারতেনা।
=> আচ্ছা ঠিক আছে এখন ছাড়ো হয়েছে আর কান্না করতে হবেনা, এখনতো আমি এসে গেছি।
=> না আমি আর তোমাকে ছাড়ছিনা, তুমি আবার পালিয়ে যাবে।
=> আরে যাবোনাতো কোথাও, আচ্ছা আসো এখানে বসো।
=> হুম, কি অবস্থা করেছো নিজের।
=> কেনো আমি কি মোটা হয়েছি?
=> না, শুকিয়ে গেছো,, আর দাড়ি রেখে দিয়েছো।
=> আচ্ছা বাদ দাও, তুমি আমাকে না দেখে কিভাবে ছিলে এতোদিন মিতু?
=> অনেক কষ্টে ছিলাম, প্রতিদিন তোমায় ফোন করেছি কিন্তু তোমার ফোন বন্ধ পেয়েছি। এতো নিষ্ঠুর হতে পারলা কিভাবে তুমি?
=> আসলে আমার জেদ চেপে গিয়েছিলো তাই এইরকম করেছি।
=> আর আমাকে ছেড়ে যাবা।
=> ভবিষ্যতে কি হতে পারে এখন কিভাবে বলবো।
=> মানে কি তুমি আবার,,,
=> না, এবার তোমাকে বিয়ে করে তারপর তোমাকে নিয়ে যাবো।
=> হ্যা,সেটাই যেনো হয়।
=> আচ্ছা মিতু তুবা কোথায় এখন?
=> কেনো ওর কথা বলছো কেনো, তুমি আমার কাছে এসেছো শুধু আমার কথা বলো।
=> না মানে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো,
=> আবার?
=> আচ্ছা ঠিক আছে চলো নিচে যাই।
'
আমরা নিচে চলে আসলাম। আংকেল অফিস থেকে এসেছে। আমাকে দেখেতো খুশি।
'
=> আজকে কিন্তু আব্বু আম্মুকে বলবা যে তুমি আমায় বিয়ে করতে চাও।
=> আরে পাগল নাকি আমি বলতে পারবোনা।
=> কি বললা?
=> আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো।
'
সবাই একসাথে খেতে বসলাম।
'
=> আব্বু মনির তোমাকে কি যেনো বলতে চায়।
=> হ্যা মনির বলো কি বলবা?
=> না মানে আংকেল তেমন কিছুনা।
=> আরে তুমি ভয় পেওনা কি বলবা বলো।
=> আসলে আংকেল আপনাদের মত,,,,,,,,,,,,
=> হ্যা আমাদের মত,,,, তারপর,
=> পানি খাবো।
'
মিতু আমাকে পানি দিয়ে কানে কানে বলে গেলো,
'
=> আজ যদি বলতে না পারো,তাহলে পাশের বাসার রোহান আমাকে ভালোবাসে কাল ওর সাথে পালিয়ে যাবো।
=> এই না না, আমি বলবো। তোমায় আমি অনেক ভালোবাসি।
=> হ্যা তাহলে সেটা আব্বু আম্মুকে বলো।
=> হ্যা বাবা কি যেনো বলবা।
=> আসলে আংকেল আমি আর মিতু দুজন দুজনকে ভালোবাসি আর আপনাদের মত পেলে আমরা বিয়ে করতে চাই।
'
আংকেল আন্টি আমার দিকে তাকিয়ে আছে।
'
=> মিতু মনির যেটা বলছে সেটা কি সত্য?
=> জ্বি আব্বু, আমি ওকে অনেক ভালোবাসি।
'
আংকেল আর আন্টি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে।আমি টেনশনে আংকেলকে জিজ্ঞাসা করলাম
'
=> কি হলো আংকেল আপনারা হাসছেন কেনো?
=> আসলে বাবা আমি তোমাকে এক্ষুনি ঠিক এই কথাটাই বলতাম। তোমাকে আমাদের খুব পছন্দ সেই প্রথম থেকেই, তাই তোমার সাথেই আমরা মিতুর বিয়ে দেবো বলে ভেবেছিলাম।
=> ও তাহলেতো ভালোই হলো। আমি তাহলে কালকে বাবা মাকে পাঠিয়ে দেই?
=> তার প্রয়োজন হবেনা তোমার বাবা মায়ের সাথে আমরা অনেক আগেই কথা বলেছি আর তুমি এখানে এসেছো যেনে আমি ওনাদের খবর দিয়েছি ওরা আসতেছে।
=> আচ্ছা আংকেল তাহলে আজ আমি চলে যাই।
=> কোথায় যাবা তুমি?
=> বাসায় যাই।
=> না তুমি কোথাও যাবানা, তুমি আজ এখানেই থাকবে, আর আমি তোমার কোনো কথাই শুনবো না।
'
কি আর করার থেকেই গেলাম। পরেরদিন বাবা মা আসলো, আর সন্ধায় আমাদের বিয়েটা হয়ে গেলো। আমার কিছু ফ্রেন্ড এসেছে। সব কাজ শেষে বাসর ঘরের দিকে যাচ্ছি। ভেতরে ঢুকে দেখি মিতু ইয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে।
'
=> আমি ছাত্রীটা কি লজ্জায় ঘোমটা দিয়েছে নাকি মানুষ দেখাতে।
'
আর কিছু বলতেই পারলাম না, আমার পাঞ্জাবির কলার ধরে খাটে ফেললো।
'
=> এই এটা কি করতেছো।
=> কেনো ছাত্রী এখন স্যারের সাথে রোমান্স করবে।
=> এটা কিন্তু ঠিক না তুমি কিন্তু আমার ছাত্রী ভুলে যেওনা।
=> ছাত্রীতো এখন বউ হয়েছে।
=> হলেই কি ওসব করতে হবেনাকি?
=> কি করতে হবে না হবে বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি।
'
ও ভাই কেউ বাঁচান, আমার ইজ্জত লুটে নিলোরে ভাই, কে আছেন বাঁচান। মিতু ওর ঠোঁট আমার ঠোঁটে লেগে দিয়েছে। কিছু বলতে পারছিনা। ভালো থাকবেন সবাই, এখন আপনারা যান আমি বাসর করি আমার বইয়ের সাথে। আর হ্যা নতুন গল্প অচেনা স্বপ্ন পড়ার নিমন্ত্রন রইল।
*
*
*
*
!----------- সমাপ্ত---------!
'
=> কি ব্যাপার মিতু তুমি এখানে। কেউ দেখলে কি ভাববে?
'
মিতু কোনো কথা না বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো।
'
=> কি করছো এসব মিতু?
=> আমি তোমাকে হারাতে পারবোনা, তোমার সাথে আমাকেও নিয়ে যাও।
=> মিতু কি বলো এসব, আমি ম্যাসে যাচ্ছি পড়তে।
=> আমি কিছু জানিনা,আমি তোমাকে ছাড়া থাকতে পারবোনা।
=> আচ্ছা ঠিক আছে আমি কয়েকদিন পর আসবো।
=> তুমি কেনো চলে যাচ্ছো বলোতো?
=> মিতু আমার বাবা মায়ের স্বপ্ন আমায় পুরন করতে হবে।
=> কিন্তু এখানে থেকেইতো তুমি,,,,
=> প্লিজ মিতু আমায় বাধা দিওনা।
'
মিতু আর কিছু না বলেই কান্না করতে করতে চলে গেলো। আমিও সব প্যাক করে রেডি হলাম। আমি সব নিয়ে চলে আসলাম ওখান থেকে। প্রায় সাতদিন হয়ে গেলো ওখান থেকে এসেছি। মিতুকে খুব দেখতে ইচ্ছা করতেছে। কিন্তু এখন এসব নিয়ে ভাবলে হবেনা,আমাকে সফল হতেই হবে আমার লক্ষে। আমি আমার মতো চলতে শুরু করলাম, মিতুদের বাসায় এর মাঝে একবারো যাইনি। প্রায় তিন বছর কেটে গেলো আজ আমি সফল, হ্যা আমি ভালো একটা চাকরি পেয়েছি। আজ মিতুকে খুব মিস করছি, কিন্তু আজ আর কোনো বাধা নেই আমি মিষ্টি নিয়ে মিতুদের বাসায় গেলাম। কলিং বাজাতেই একটা ছেলে এসে দরজা খুলে দিলো।
'
=> আরে তুমি মনির ভাইয়া না,
=> হ্যা,
=> আসো ভেতরে আসো।
=> তুইতো বড় হয়ে গেছিস রিহান।
=> হুম,
=> আচ্ছা আন্টি কোথায় রে?
=> তুমি বসো আমি আম্মুকে ডাকছি।
=> আচ্ছা যা।
'
কিছুক্ষন পর আন্টি আসলো।
'
=> আসসালামু আলাইকুম আন্টি,
=> কেনো এসেছো এখানে, কি দরকার ছিলো আসার?
=> আমার যে একটা মাকে এখানে রেখে গেছি তাকেইতো দেখতে আসলাম।
=> থাক আর বলতে হবেনা, মা ভাবলে এতোদিন মায়ের থেকে দুরে থাকতেনা।
=> আচ্ছা বাদ দেন আন্টি, কেমন আছেন?
=> হ্যা ভালো আছি বাবা,তুমি ভালো আছো?
=> হ্যা আন্টি ভালো আছি,, আন্টি আংকেল কি অফিসে?
=> হ্যা অফিসে,
=> ও,, আন্টি মিতু কোথায়?
=> ও মনে হয় ছাদে আছে।
=> আচ্ছা আন্টি আমি ওর সাথে দেখা করে আসছি।
=> আচ্ছা যাও।
'
আমি ছাদে গেলাম। মিতু ছাদে বসে আছে, আমি গিয়ে ওর কাধে হাত দিতেই ও চমকিয়ে পেছনে ঘুরে তাকালো। আমাকে দেখেই কেঁদে ফেলেছে।
'
=> কি হলো কাঁদছো কেনো?
'
কিছু না বলেই আমাকে এসে জড়িয়ে ধরলো, অনেক শক্ত করেই জড়িয়ে ধরেছে।
'
=> এতোদিন পর আমার কথা মনে পরলো আমাকে একবার দেখতেও ইচ্ছা হলোনা তোমার? আমাকে তুমি একটুও ভালোবাসোনি।
=> তোমাকে আমার প্রতিদিন মনে পড়েছে। আর তোমাকে ভালোনা বাসলে কি আজ তোমার বাসায় আসতাম তোমাকে দেখতে?
=> আমিতো ভেবেছি তুমি আমায় ভুলেই গেছো, অন্য কাউকে তুমি ভালোবেসেছো।
=> আমার পাগলিটাকে ছাড়া আমি কি অন্য কাউকে ভালোবাসতে পারি?
=> হয়েছে, আমাকে ভালোবাসলে এতোদিন আমাকে না দেখে থাকতে পারতেনা।
=> আচ্ছা ঠিক আছে এখন ছাড়ো হয়েছে আর কান্না করতে হবেনা, এখনতো আমি এসে গেছি।
=> না আমি আর তোমাকে ছাড়ছিনা, তুমি আবার পালিয়ে যাবে।
=> আরে যাবোনাতো কোথাও, আচ্ছা আসো এখানে বসো।
=> হুম, কি অবস্থা করেছো নিজের।
=> কেনো আমি কি মোটা হয়েছি?
=> না, শুকিয়ে গেছো,, আর দাড়ি রেখে দিয়েছো।
=> আচ্ছা বাদ দাও, তুমি আমাকে না দেখে কিভাবে ছিলে এতোদিন মিতু?
=> অনেক কষ্টে ছিলাম, প্রতিদিন তোমায় ফোন করেছি কিন্তু তোমার ফোন বন্ধ পেয়েছি। এতো নিষ্ঠুর হতে পারলা কিভাবে তুমি?
=> আসলে আমার জেদ চেপে গিয়েছিলো তাই এইরকম করেছি।
=> আর আমাকে ছেড়ে যাবা।
=> ভবিষ্যতে কি হতে পারে এখন কিভাবে বলবো।
=> মানে কি তুমি আবার,,,
=> না, এবার তোমাকে বিয়ে করে তারপর তোমাকে নিয়ে যাবো।
=> হ্যা,সেটাই যেনো হয়।
=> আচ্ছা মিতু তুবা কোথায় এখন?
=> কেনো ওর কথা বলছো কেনো, তুমি আমার কাছে এসেছো শুধু আমার কথা বলো।
=> না মানে মেয়েটা আমাকে খুব ভালোবাসতো,
=> আবার?
=> আচ্ছা ঠিক আছে চলো নিচে যাই।
'
আমরা নিচে চলে আসলাম। আংকেল অফিস থেকে এসেছে। আমাকে দেখেতো খুশি।
'
=> আজকে কিন্তু আব্বু আম্মুকে বলবা যে তুমি আমায় বিয়ে করতে চাও।
=> আরে পাগল নাকি আমি বলতে পারবোনা।
=> কি বললা?
=> আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো।
'
সবাই একসাথে খেতে বসলাম।
'
=> আব্বু মনির তোমাকে কি যেনো বলতে চায়।
=> হ্যা মনির বলো কি বলবা?
=> না মানে আংকেল তেমন কিছুনা।
=> আরে তুমি ভয় পেওনা কি বলবা বলো।
=> আসলে আংকেল আপনাদের মত,,,,,,,,,,,,
=> হ্যা আমাদের মত,,,, তারপর,
=> পানি খাবো।
'
মিতু আমাকে পানি দিয়ে কানে কানে বলে গেলো,
'
=> আজ যদি বলতে না পারো,তাহলে পাশের বাসার রোহান আমাকে ভালোবাসে কাল ওর সাথে পালিয়ে যাবো।
=> এই না না, আমি বলবো। তোমায় আমি অনেক ভালোবাসি।
=> হ্যা তাহলে সেটা আব্বু আম্মুকে বলো।
=> হ্যা বাবা কি যেনো বলবা।
=> আসলে আংকেল আমি আর মিতু দুজন দুজনকে ভালোবাসি আর আপনাদের মত পেলে আমরা বিয়ে করতে চাই।
'
আংকেল আন্টি আমার দিকে তাকিয়ে আছে।
'
=> মিতু মনির যেটা বলছে সেটা কি সত্য?
=> জ্বি আব্বু, আমি ওকে অনেক ভালোবাসি।
'
আংকেল আর আন্টি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে।আমি টেনশনে আংকেলকে জিজ্ঞাসা করলাম
'
=> কি হলো আংকেল আপনারা হাসছেন কেনো?
=> আসলে বাবা আমি তোমাকে এক্ষুনি ঠিক এই কথাটাই বলতাম। তোমাকে আমাদের খুব পছন্দ সেই প্রথম থেকেই, তাই তোমার সাথেই আমরা মিতুর বিয়ে দেবো বলে ভেবেছিলাম।
=> ও তাহলেতো ভালোই হলো। আমি তাহলে কালকে বাবা মাকে পাঠিয়ে দেই?
=> তার প্রয়োজন হবেনা তোমার বাবা মায়ের সাথে আমরা অনেক আগেই কথা বলেছি আর তুমি এখানে এসেছো যেনে আমি ওনাদের খবর দিয়েছি ওরা আসতেছে।
=> আচ্ছা আংকেল তাহলে আজ আমি চলে যাই।
=> কোথায় যাবা তুমি?
=> বাসায় যাই।
=> না তুমি কোথাও যাবানা, তুমি আজ এখানেই থাকবে, আর আমি তোমার কোনো কথাই শুনবো না।
'
কি আর করার থেকেই গেলাম। পরেরদিন বাবা মা আসলো, আর সন্ধায় আমাদের বিয়েটা হয়ে গেলো। আমার কিছু ফ্রেন্ড এসেছে। সব কাজ শেষে বাসর ঘরের দিকে যাচ্ছি। ভেতরে ঢুকে দেখি মিতু ইয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে।
'
=> আমি ছাত্রীটা কি লজ্জায় ঘোমটা দিয়েছে নাকি মানুষ দেখাতে।
'
আর কিছু বলতেই পারলাম না, আমার পাঞ্জাবির কলার ধরে খাটে ফেললো।
'
=> এই এটা কি করতেছো।
=> কেনো ছাত্রী এখন স্যারের সাথে রোমান্স করবে।
=> এটা কিন্তু ঠিক না তুমি কিন্তু আমার ছাত্রী ভুলে যেওনা।
=> ছাত্রীতো এখন বউ হয়েছে।
=> হলেই কি ওসব করতে হবেনাকি?
=> কি করতে হবে না হবে বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি।
'
ও ভাই কেউ বাঁচান, আমার ইজ্জত লুটে নিলোরে ভাই, কে আছেন বাঁচান। মিতু ওর ঠোঁট আমার ঠোঁটে লেগে দিয়েছে। কিছু বলতে পারছিনা। ভালো থাকবেন সবাই, এখন আপনারা যান আমি বাসর করি আমার বইয়ের সাথে। আর হ্যা নতুন গল্প অচেনা স্বপ্ন পড়ার নিমন্ত্রন রইল।
*
*
*
*
!----------- সমাপ্ত---------!
No comments
info.kroyhouse24@gmail.com