গল্পঃ বাসর রাত - নিচ্চুপ রংধনু
রুমের দরজাটা লাগিয়ে দিলাম । আমার বিয়ে করা বউটা বিছানায় বসে আছে । জানেনই তো আমার জন্যই অপেক্ষা করছে । তিন মাসে আগে আমদের বিয়ে ঠিক হয়েছে । একটা পিক এ আমার বউটাকে দেখেছিলাম ।সেই থেকে আমার ঘুম হারাম হয়েগেছে ।কিন্তু আমারতো এখন লজ্জা লজ্জা লাগছে । থাক বাসর রাত লজ্জা পেলে চলবে না বিড়াল মারতে হবেতো । তাই আবল তাবল না ভেবে বিছানায়উঠতে যাব তখনি.. .
-এই কি করছেনটাকি.??? ( আমার বউ )
-কেন বিছানায় উঠছি ..। (আমি হালকা ভয় পেয়ে)
-কেন বিছানায় উঠছেন কেন??
-কেন তাহলে কি করবো ??
-কি করবেন মানে ???
-না মানে বিছানায় উঠবো না কেন ???
-না উঠতে পারবেন না ।।
-তাহলে কি করবো ???
-আমি কি জানি । জান সোফায় গিয়ে বসে
থাকেন ।
. আমি উৎস । বিদেশ থেকে লেখাপড়া শেষ করে মাত্র তিন দিন হলো দেশে এসেছি । আর এরই মধ্যে আমার জীবনের 12টা বাজিয়ে দিল । কি আর করা বিয়েটা করতে হলো ।মেয়েটার নাম অনামিকা । কিন্তু আমি ভেবেছি ঢং কইরা অনু ডাকবো ।কিন্তু মা ভাবি মিলেকেমন বউ এনে দিল আমাকে । বিছানায়ই উঠতে দিচ্ছে না ।আমি আবার তাহসান স্টাইল তো তাই মেযেদের সাথে তেমন ইজি ফিল করতে পারি না । কিন্তু বাসর রাতে ইআমার সাথে অত্যাচার করা হচ্ছে । না এটা হবে না ..
. -শুনো ( এটা বলতেই আমার দিকে গরম
চোখে তাকালো
তাই ভয় পেয়ে বললাম.
-না মানে শুনুন ।
-কি ..???(অনামিকা)
-দেখো তুমি না মানে আপনি আমার বিয়ে
করা বউ ।(আমি)
-সো হোয়াট.??(অনামিকা)
-না মানে একটু বিছানায় উঠি ??? এটাতো আমারও বিছানা .ভাগ আছে ।
-ওয়েট ওয়েট আপনারও ভাগ আছে রাইট ।বাট আপনাকে বিছানায় উঠতে হলে কিছু কাজ করতে হবে । (অনামিকা)
-কাজ করতে হবে কেন ??? আচ্ছা কি কাজ ??(আমি)
-আপনাকে কিছু শাস্তি আর জরিমানা দিতে হবে ???
-অ্যাঁ .
-হুমমমম । আপনি যদি এই গুলো সঠিক ভাবে পালন করেন তাহলেই বিছানায় উঠতে পারবেন ।
মেয়েটার কথা শুনে মাথা ঘোরাচ্ছে । কি বলে এই মেয়ে ।বাসর রাতের মত একটা রাত । স্বামীকে সালাম করে আদর করবে কিনা স্বামীর কাছ থেকে জরিমানা নিচ্ছে ।
. -এই যে বির বির করে কি বলছেন ??
(অনামিকা)
-না কিছু না । আচ্ছা আমার সাথে তো
তোমার কোনদিন
কথাই হয় নি । তাহলে শাস্তি আর
জরিমানা কিসের ?
আমি কি করেছি ????(আমি)
-কি করেছেন শুনবেন??? (অনামিকা)
-হুমম বলো .. সরি বলুন ।(আমি)
-শুনুন আমি জীবনে কোনদিন প্রেম করিনি
চলবে,,
No comments
info.kroyhouse24@gmail.com