গল্পঃ ছাত্রী এখন বউ | লেখা:-পলাশ ইসলাম
আমি মনির গ্রামের সাধারন পরিবারের একটি ছেলে। এবার ইন্টার পাশ করে অনার্স এ ভর্তি হয়েছি তাই এখন শহরেই থাকি। তবে এখানে যা খরচ তাতে আমার পরিবারের পক্ষে এটা সামলানো অনেক কষ্ট হয়ে যাবে। না যা করার আমাকেই করতে হবে। ক্যাম্পাসে বসে এটাই ভাবছি। কোথা থেকে জানি মিনহাজ আসলো।
'
=> কিরে এখানে বসে কি ভাবতেছিস?
=> না তেমন কিছুনা।
=> তেমন কিছুনা মানে, কিছুতো একটা হয়েছে নাহলে এভাবে মন খারাপ করে থাকিস কেনো?
=> আসলে তুইতো জানিস আমার পরিবারের অবস্থা। তাই ভাবতেছি একটা টিউশনি করাবো কিন্তু স্টুডেন্ট কোথায় পাবো।
=> এই কথা ভাবতেছিস আরে এটা কোনো ব্যাপার না। আমাদের পাশের বাসার আংকেল আমাকে কয়েকদিন থেকে বলতেছে ওনার মেয়ের জন্য একজন টিচার খুজে দিতে, তুই ওকে পড়াতে পারিস। মেয়েটাও অনেক সুন্দর লাইন মারতেও পারবি।
=> ধুর এসব আজে বাজে কথা বাদদে।
=> আচ্ছা ঠিক আছে আমি আংকেলকে ফোন করে বলে দিতেছি তুই বিকেলে ওনাদের বাসায় গিয়ে কথা বলে আসিস।
=> আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দোস্ত।
=> ধন্যবাদের কিছু নাই, মাসের প্রথম বেতন দিয়ে সবাইকে একটা ট্রিট দিতে হবে।
=> তোরা যে ধরনের হারামি তোদের না খাওয়াতে চাইলেও তোরা জোর করে খাবি আমি জানি। এখন চল
=> হ্যা চল।
'
আমি আর মিনহাজ ক্লাশে গেলাম। ক্লাশ শেষ করে আমি ম্যাসে গেলাম। গিয়ে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে মিনহাজের দেওয়া ঠিকানায় গেলাম। বাসায় গিয়ে কলিং বাজালাম রকটু পর একটা বাচ্চা এসে দরজা খুলে দিলো।
'
=> কাকে চান?
=> তুমি কি রাফি আংকেলের ছেলে?
=> জ্বি আপনি কে?
=> তোমার আব্বু বাসায় নেই?
=> হ্যা আছে
=> তোমার আব্বুকে ডাকো উনি আমাকে চিনতে পারবে তুমি চিনবা না।
=> আচ্ছা ঠিক আছে।
'
একটু পর আংকেল আসলেন।
'
=> আসসালামু আলাইকুম আংকেল।
=> ওয়ালাইকুম ছালাম। তোমাকেতো ঠিক চিনতে পারলামনা বাবা।
=> জ্বি আংকেল আমাকে মিনহাজ আপনাদের বাসায় আসতে বলেছে।
=> ও তুমি মনির?
=> জ্বি আংকেল।
=> আসো ভেতরে আসো, বসো।
'
একটু পর আন্টিও আসলেন।
'
=> তা তুমি কি করো বাবা?
=> আমি এবার অনার্স ১ম বর্ষের ছাত্র।
=> ও আচ্ছা। তুমি একটু বসো বাবা আমি আমার মেয়েকে ডাকছি।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
আন্টি ওনার মেয়েকে ডাকলো, একটু পর ওনার মেয়ে আসলো।
'
=> এই যে বাবা এটা আমার মেয়ে মিতু এবার ক্লাশ টেনে পড়ে। ওর জন্যই তোমাকে ডাকা।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
=> তাহলে বাবা তুমি কাল থেকে ওকে পড়াতে আসো?
=> আচ্ছা ঠিক আছে আন্টি। আজ তাহলে আমি আসি।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি বিদায় নিয়ে চলে আসলাম। মিনহাজ কিন্তু ভুল বলেনি মেয়েটা অনেক সুন্দর কিন্তু পিচ্ছি মেয়ে এখনো। আমি ম্যাসে চলে গেলাম। পরদিন কলেজে গেলাম,গিয়ে মিনহাজের সাথে দেখা।
,
=> থ্যাংক ইউ দোস্ত এতো বড় একটা হেল্প করার জন্য।
=> ওনাদের সাথে কি কথা হয়েছে তোর?
=> হ্যা হয়েছে।
=> ও তাহলে ভালো। চল কিছু খেতে যাবো সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি কিছু খাওয়া হয়নি।
=> আচ্ছা ঠিক আছে চল।
=> মেয়েটা কেমন অনেক সুন্দর না?
=> হ্যা মোটামুটি সুন্দর।
=> আজকালতো প্রাইভেট টচারের সাথে অনেকেই প্রেম করছে তুইও একটু ট্রাই করিস।
=> ধুর তুই যে কি বলিস ওতো একটা বাচ্চা মেয়ে।
=> কি বলিস ক্লাশ টেনে পড়ে আর তুই বলছিস বাচ্চা মেয়ে।
=> নয়তো কি। এসব আজেবাজে কথা বাদদে চল খেয়ে ক্লাশে যাবো।
=> হ্যা চল।
'
মিনহাজসহ খেয়ে ক্লাশ করে ম্যাসে আসলাম। বিকেলে রেডি হয়েই চললাম পড়াতে। বাসায় গিয়ে কলিং চাপ দিতেই বাচ্চাটা এসে দরজা খুলে দিলো।
'
=> ও স্যার আপনি, আসুন
=> তুমি আমাকে স্যার বলছো কেনো আমিতো তোমার স্যার না।
=> স্যার না বললে কি বলবো?
=> তুমি আমাকে ভাইয়া বলিও।
=> আচ্ছা ঠিক আছে। আপনি বসুন আমি আপুকে ডেকে আনি।
=> আচ্ছা ঠিক আছে।
'
ছেলেটা চলে গেলো আমি বসে আছি। একটু পর মিতু আসলো এসেই আমাকে সালাম দিলো।
'
=> কেমন আছেন স্যার।
=> হ্যা ভালো, তুমি ভালো আছো?
=> হ্যা স্যার ভালো আছি।
=> তোমায় একটা কথা বলি?
=> হ্যা বলেন।
=> আমাকে স্যার বলিওনা স্যার বললে কেমন জানি লাগে।
=> তাহলে আমি আপনাকে কি বলবো?
=> তুমি আমাকে ভাইয়া বলে ডাকিও কেমন?
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি মিতুকে পড়াচ্ছি, শেষে মিতুর আম্মু আসলো।
'
=> ভালো আছো বাবা?
=> জ্বি আন্টি ভালো আছি।
=> কেমন পায় মিতু।
=> জ্বি আন্টি পারে ভালোই।
=> তুমি একটু দেখিও বাবা, ও একটা শয়তান।সারাক্ষন ওর মাথায় শুধু শয়তানি বুদ্ধি ঘোরে আর এই বুদ্ধি খাটিয়ে পড়াশুনার বারটা বাজিয়েছে। তুমি একটু দেখিও।
=> আচ্ছা ঠিক আছে আন্টি কোনো সমস্যা নেই।
=> আর ও কোনো শয়তানি করলে আমাকে বলে দেবে।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
আন্টি চলে গেলো। আমার কেমন জানি মনে হলো এতোক্ষন থেকেতো আমার সাথে খুব ভদ্রভাবেই কথা বললো। কিন্তু এযে শয়তান নাম্বার ওয়ান এটাতো আন্টি না বললে জানতেই পারতাম না। যাইহোক একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই টিউশনি কিছুতেই হাতছাড়া করা
যাবে না।
'
=> আচ্ছা ঠিক আছে মিতু তুমি অংকগুলা দেখিও আমি আজ গেলাম।
=> আচ্ছা ঠিক আছে ভাইয়া।
'
ওকে পড়িয়ে আমি ম্যাসে চলে গেলাম। খেয়ে একটু পড়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে কলেজে গেলাম।
'
=> কি স্যার প্রথমদিন টিউশনি কেমন ছিলো?
=> হ্যা ভালোই ছিলো। কিন্তু আন্টি বললো ও নাকি সেই রকমের শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরে।
=> কেনো তুই কিছু বুঝতে পারিসনি?
=> নাতো, আমার সামনেতো অনেক ভদ্রভাবেই ছিলো।
=> ও প্রথমদিন বলেই তোকে একটু ছাড় দিয়েছে। কয়েকদিন যাক তাহলেই বুঝতে পারবি ও কি ধরনের শয়তান। তবে ওর একটা ভালো দিকো আছে।
=> কি সেটা?
=> ওর সাথে যার ফ্রেন্ডশিপ হবে তার সাথে ও খুব ভালো আর সাথে ওর একবার বাজবে তার খবর বিটিভিতে দেখিয়ে তারপর ছেড়ে দেবে। তোর জন্য ভালো উপদেশ ওর সাথে একটু মিল দিয়ে চলবি।
=> হুম, আচ্ছা ঠিক আছে চল।
=> হ্যা চল, ও ভালো কথা আজ মিতুকে পড়িয়ে আমাদের বাসায় যাস আম্মু তোকে ডাকছে।
=> আচ্ছা ঠিক আছে।
'
কলেজ শেষ করে ম্যাসে আসলাম। তারপর বিকেলে পড়াতে গেলাম। আজকেও তেমন কিছু দেখলাম না। পড়িয়ে আমি চলে আসলাম। এভাবেই প্রায় পনেরদিন চলে গেলো। কিন্তু আসল কাহিনী শুরু হয়েছে এখন। কলেজ থেকে এসে বিকেলে মিতুকে পড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো।
'
=> হ্যালো কে বলছেন।
=> ভাইয়া আমি মিতু বলছি।
=> হ্যা মিতু বলো।
=> ভাইয়া আজকে আসিয়েন না পড়াতে।
=> কেনো?
=> আমার খুব মাথা ব্যথা করতেছে আজকে পড়তে পারবোনা।
=> আচ্ছা ঠিক আছে।
'
ফোন কেটে দিয়ে বাইরে চলে গেলাম। পরদিন ওকে পড়াতে গেলাম।
'
=> মিতু কালকের কাজগুলো করেছো।
=> না ভাইয়া খুব ঘুম আসছিলো তাই ঘুমাইছিলাম।
=> আচ্ছা ঠিক আছে কাল কিন্তু মনে করে করবা।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি মিতুদের বাসা থেকে সোজা মিনহাজের বাসায় গেলাম। আন্টি দরজা খুলে দিলো।আমি আন্টির সাথে একটু কথা বলে মিনহাজের রুমে চলে গেলাম।
,
=> আরে মনির তুই। আয় বস
=> আসলাম, বাসায় কি করতেছিস।
=> তেমন কিছুই না।
=> চল বাইরে থেকে একটু ঘুরে আসি।
=> আচ্ছা ঠিক আছে চল।
'
মিনহাজসহ আমি বাইরে গেলাম।
'
=> তারপর তোর টিউশনির খবর কি?
=> এতোদিন থেকেতো ভালোভাবেই চলছিলো কিন্তু দুইদিন থেকে মনে হয় ওর মাথায় শয়তান ভর করেছে।
=> তোর পড়ার প্রয়োজন তুই পড়িয়ে আয় বাকিটা ও নিজেই বুঝবে।
=> হুম,
'
মিনহাজের সাথে ঘুরে আমি ম্যাসে চলে আসলাম। পরদিন কলেজ থেকে এসে মিতুদের বাসায় যাবার জন্য রেডি হচ্ছি আবার মিতুর ফোন,
'
=> হ্যা মিতু বলো।
=> ভাইয়া আজকে,,,,,,,,,
=> বুঝেছি আজকেও যাবোনা তাইতো?
=> জ্বি ভাইয়া।
=> আচ্ছা ঠিক আছে।
'
কি করবো কিছু বুঝতেছিনা। পরদিন মিতুকে পড়াতে গেলাম।
'
=> মিতু বাড়ির কাজগুলো হয়েছে?
=> না ভাইয়া কাল হাতে মেহেদী দিয়েছিলাম তাই করতে পারিনি।
=> এভাবে ফাকি দিলেতো তুমি পাশ করতে পারবা না। আচ্ছা ঠিক আছে কাল তুমি এগুলো অবশ্যই করবা।
=> আচ্ছা ঠিক আছে।
'
মিতুকে পড়িয়ে বেড়িয়ে আসতেছি এমন সময় আন্টি ডাক দিলো।
'
=> জ্বি আন্টি আসসালামু আলাইকুম
=> ওয়ালাইকুম ছালাম। তোমার কি কোনো সমস্যা হয়েছে বাবা?
=> কেনো আন্টি?
=> না মানে তুমি মিতুকে দুইদিন পড়াতে আসোনি মিতুকে জিজ্ঞাসা করলাম ও বললো তোমার নাকি কি সমস্যা হয়েছিলো তাই আসতে পারবা না।
'
এখন বুঝতে পারলাম এসবকিছু মিতুর চাল। কি আর করার,
'
=> জ্বি আন্টি একটু সমস্যা ছিলো, এখন থেকে রোজ আসবো।
=> আচ্ছা ঠিক আছে বাবা, এই যে তোমার এমাসের বেতনটা।
=> ধন্যবাদ আন্টি, আসি আন্টি।
=> আচ্ছা ঠিক আছে।
'
পরদিন কলেজ শেষ করে বিকেলে রেডি হচ্ছি মিতুকে পড়াতে যাওয়ার জন্য।আবার মিতুর ফোন।
'
=> হ্যা মিতু বলো।
=> ভাইয়া আজকে আম্মু মার্কেটে যাবে তাই পড়তে পারবোনা।
=> আচ্ছা ঠিক আছে।
'
ফোন কেটে দিয়ে আন্টিকে ফোন দিলাম।
'
=> আসসালামু আলাইকুম আন্টি
=> ওয়ালাইকুম ছালাম।
=> আন্টি আপনি কি আজ কোথাও যাচ্ছেন?
=> নাতো বাবা কেনো কি হয়েছে?
=> না মানে মিতু বললো ও নাকি আজ পড়তে পারবেনা আপনি কোথাও যাচ্ছেন।
=> না আমি কোথাও যাচ্ছিনা।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
আমি ফোন কেটে মিতুকে ফোন দিলাম,
'
=> মিতু তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা এখন?
=> হ্যা পারবো কোথায় যাবো বলেন।
'
আমি জায়গার নাম বলে দিলাম কিছুক্ষন পর মিতু আসলো।
'
=> ভাইয়া আপনি আমায় কেনো ডেকেছেন?
=> বসো বলছি।
'
আমার সাথে মিনহাজ আছে। মিনহাজকে আমি একটু দুরে পাঠিয়ে দিলাম। আমি মিতুকে বলতে শুরু করলাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।
*
চলবে ..............
'
=> কিরে এখানে বসে কি ভাবতেছিস?
=> না তেমন কিছুনা।
=> তেমন কিছুনা মানে, কিছুতো একটা হয়েছে নাহলে এভাবে মন খারাপ করে থাকিস কেনো?
=> আসলে তুইতো জানিস আমার পরিবারের অবস্থা। তাই ভাবতেছি একটা টিউশনি করাবো কিন্তু স্টুডেন্ট কোথায় পাবো।
=> এই কথা ভাবতেছিস আরে এটা কোনো ব্যাপার না। আমাদের পাশের বাসার আংকেল আমাকে কয়েকদিন থেকে বলতেছে ওনার মেয়ের জন্য একজন টিচার খুজে দিতে, তুই ওকে পড়াতে পারিস। মেয়েটাও অনেক সুন্দর লাইন মারতেও পারবি।
=> ধুর এসব আজে বাজে কথা বাদদে।
=> আচ্ছা ঠিক আছে আমি আংকেলকে ফোন করে বলে দিতেছি তুই বিকেলে ওনাদের বাসায় গিয়ে কথা বলে আসিস।
=> আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দোস্ত।
=> ধন্যবাদের কিছু নাই, মাসের প্রথম বেতন দিয়ে সবাইকে একটা ট্রিট দিতে হবে।
=> তোরা যে ধরনের হারামি তোদের না খাওয়াতে চাইলেও তোরা জোর করে খাবি আমি জানি। এখন চল
=> হ্যা চল।
'
আমি আর মিনহাজ ক্লাশে গেলাম। ক্লাশ শেষ করে আমি ম্যাসে গেলাম। গিয়ে দিলাম একটা ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে রেডি হয়ে মিনহাজের দেওয়া ঠিকানায় গেলাম। বাসায় গিয়ে কলিং বাজালাম রকটু পর একটা বাচ্চা এসে দরজা খুলে দিলো।
'
=> কাকে চান?
=> তুমি কি রাফি আংকেলের ছেলে?
=> জ্বি আপনি কে?
=> তোমার আব্বু বাসায় নেই?
=> হ্যা আছে
=> তোমার আব্বুকে ডাকো উনি আমাকে চিনতে পারবে তুমি চিনবা না।
=> আচ্ছা ঠিক আছে।
'
একটু পর আংকেল আসলেন।
'
=> আসসালামু আলাইকুম আংকেল।
=> ওয়ালাইকুম ছালাম। তোমাকেতো ঠিক চিনতে পারলামনা বাবা।
=> জ্বি আংকেল আমাকে মিনহাজ আপনাদের বাসায় আসতে বলেছে।
=> ও তুমি মনির?
=> জ্বি আংকেল।
=> আসো ভেতরে আসো, বসো।
'
একটু পর আন্টিও আসলেন।
'
=> তা তুমি কি করো বাবা?
=> আমি এবার অনার্স ১ম বর্ষের ছাত্র।
=> ও আচ্ছা। তুমি একটু বসো বাবা আমি আমার মেয়েকে ডাকছি।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
আন্টি ওনার মেয়েকে ডাকলো, একটু পর ওনার মেয়ে আসলো।
'
=> এই যে বাবা এটা আমার মেয়ে মিতু এবার ক্লাশ টেনে পড়ে। ওর জন্যই তোমাকে ডাকা।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
=> তাহলে বাবা তুমি কাল থেকে ওকে পড়াতে আসো?
=> আচ্ছা ঠিক আছে আন্টি। আজ তাহলে আমি আসি।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি বিদায় নিয়ে চলে আসলাম। মিনহাজ কিন্তু ভুল বলেনি মেয়েটা অনেক সুন্দর কিন্তু পিচ্ছি মেয়ে এখনো। আমি ম্যাসে চলে গেলাম। পরদিন কলেজে গেলাম,গিয়ে মিনহাজের সাথে দেখা।
,
=> থ্যাংক ইউ দোস্ত এতো বড় একটা হেল্প করার জন্য।
=> ওনাদের সাথে কি কথা হয়েছে তোর?
=> হ্যা হয়েছে।
=> ও তাহলে ভালো। চল কিছু খেতে যাবো সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি কিছু খাওয়া হয়নি।
=> আচ্ছা ঠিক আছে চল।
=> মেয়েটা কেমন অনেক সুন্দর না?
=> হ্যা মোটামুটি সুন্দর।
=> আজকালতো প্রাইভেট টচারের সাথে অনেকেই প্রেম করছে তুইও একটু ট্রাই করিস।
=> ধুর তুই যে কি বলিস ওতো একটা বাচ্চা মেয়ে।
=> কি বলিস ক্লাশ টেনে পড়ে আর তুই বলছিস বাচ্চা মেয়ে।
=> নয়তো কি। এসব আজেবাজে কথা বাদদে চল খেয়ে ক্লাশে যাবো।
=> হ্যা চল।
'
মিনহাজসহ খেয়ে ক্লাশ করে ম্যাসে আসলাম। বিকেলে রেডি হয়েই চললাম পড়াতে। বাসায় গিয়ে কলিং চাপ দিতেই বাচ্চাটা এসে দরজা খুলে দিলো।
'
=> ও স্যার আপনি, আসুন
=> তুমি আমাকে স্যার বলছো কেনো আমিতো তোমার স্যার না।
=> স্যার না বললে কি বলবো?
=> তুমি আমাকে ভাইয়া বলিও।
=> আচ্ছা ঠিক আছে। আপনি বসুন আমি আপুকে ডেকে আনি।
=> আচ্ছা ঠিক আছে।
'
ছেলেটা চলে গেলো আমি বসে আছি। একটু পর মিতু আসলো এসেই আমাকে সালাম দিলো।
'
=> কেমন আছেন স্যার।
=> হ্যা ভালো, তুমি ভালো আছো?
=> হ্যা স্যার ভালো আছি।
=> তোমায় একটা কথা বলি?
=> হ্যা বলেন।
=> আমাকে স্যার বলিওনা স্যার বললে কেমন জানি লাগে।
=> তাহলে আমি আপনাকে কি বলবো?
=> তুমি আমাকে ভাইয়া বলে ডাকিও কেমন?
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি মিতুকে পড়াচ্ছি, শেষে মিতুর আম্মু আসলো।
'
=> ভালো আছো বাবা?
=> জ্বি আন্টি ভালো আছি।
=> কেমন পায় মিতু।
=> জ্বি আন্টি পারে ভালোই।
=> তুমি একটু দেখিও বাবা, ও একটা শয়তান।সারাক্ষন ওর মাথায় শুধু শয়তানি বুদ্ধি ঘোরে আর এই বুদ্ধি খাটিয়ে পড়াশুনার বারটা বাজিয়েছে। তুমি একটু দেখিও।
=> আচ্ছা ঠিক আছে আন্টি কোনো সমস্যা নেই।
=> আর ও কোনো শয়তানি করলে আমাকে বলে দেবে।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
আন্টি চলে গেলো। আমার কেমন জানি মনে হলো এতোক্ষন থেকেতো আমার সাথে খুব ভদ্রভাবেই কথা বললো। কিন্তু এযে শয়তান নাম্বার ওয়ান এটাতো আন্টি না বললে জানতেই পারতাম না। যাইহোক একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই টিউশনি কিছুতেই হাতছাড়া করা
যাবে না।
'
=> আচ্ছা ঠিক আছে মিতু তুমি অংকগুলা দেখিও আমি আজ গেলাম।
=> আচ্ছা ঠিক আছে ভাইয়া।
'
ওকে পড়িয়ে আমি ম্যাসে চলে গেলাম। খেয়ে একটু পড়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে কলেজে গেলাম।
'
=> কি স্যার প্রথমদিন টিউশনি কেমন ছিলো?
=> হ্যা ভালোই ছিলো। কিন্তু আন্টি বললো ও নাকি সেই রকমের শয়তানি বুদ্ধি নিয়ে ঘোরে।
=> কেনো তুই কিছু বুঝতে পারিসনি?
=> নাতো, আমার সামনেতো অনেক ভদ্রভাবেই ছিলো।
=> ও প্রথমদিন বলেই তোকে একটু ছাড় দিয়েছে। কয়েকদিন যাক তাহলেই বুঝতে পারবি ও কি ধরনের শয়তান। তবে ওর একটা ভালো দিকো আছে।
=> কি সেটা?
=> ওর সাথে যার ফ্রেন্ডশিপ হবে তার সাথে ও খুব ভালো আর সাথে ওর একবার বাজবে তার খবর বিটিভিতে দেখিয়ে তারপর ছেড়ে দেবে। তোর জন্য ভালো উপদেশ ওর সাথে একটু মিল দিয়ে চলবি।
=> হুম, আচ্ছা ঠিক আছে চল।
=> হ্যা চল, ও ভালো কথা আজ মিতুকে পড়িয়ে আমাদের বাসায় যাস আম্মু তোকে ডাকছে।
=> আচ্ছা ঠিক আছে।
'
কলেজ শেষ করে ম্যাসে আসলাম। তারপর বিকেলে পড়াতে গেলাম। আজকেও তেমন কিছু দেখলাম না। পড়িয়ে আমি চলে আসলাম। এভাবেই প্রায় পনেরদিন চলে গেলো। কিন্তু আসল কাহিনী শুরু হয়েছে এখন। কলেজ থেকে এসে বিকেলে মিতুকে পড়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছি এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো।
'
=> হ্যালো কে বলছেন।
=> ভাইয়া আমি মিতু বলছি।
=> হ্যা মিতু বলো।
=> ভাইয়া আজকে আসিয়েন না পড়াতে।
=> কেনো?
=> আমার খুব মাথা ব্যথা করতেছে আজকে পড়তে পারবোনা।
=> আচ্ছা ঠিক আছে।
'
ফোন কেটে দিয়ে বাইরে চলে গেলাম। পরদিন ওকে পড়াতে গেলাম।
'
=> মিতু কালকের কাজগুলো করেছো।
=> না ভাইয়া খুব ঘুম আসছিলো তাই ঘুমাইছিলাম।
=> আচ্ছা ঠিক আছে কাল কিন্তু মনে করে করবা।
=> আচ্ছা ঠিক আছে।
'
আমি মিতুদের বাসা থেকে সোজা মিনহাজের বাসায় গেলাম। আন্টি দরজা খুলে দিলো।আমি আন্টির সাথে একটু কথা বলে মিনহাজের রুমে চলে গেলাম।
,
=> আরে মনির তুই। আয় বস
=> আসলাম, বাসায় কি করতেছিস।
=> তেমন কিছুই না।
=> চল বাইরে থেকে একটু ঘুরে আসি।
=> আচ্ছা ঠিক আছে চল।
'
মিনহাজসহ আমি বাইরে গেলাম।
'
=> তারপর তোর টিউশনির খবর কি?
=> এতোদিন থেকেতো ভালোভাবেই চলছিলো কিন্তু দুইদিন থেকে মনে হয় ওর মাথায় শয়তান ভর করেছে।
=> তোর পড়ার প্রয়োজন তুই পড়িয়ে আয় বাকিটা ও নিজেই বুঝবে।
=> হুম,
'
মিনহাজের সাথে ঘুরে আমি ম্যাসে চলে আসলাম। পরদিন কলেজ থেকে এসে মিতুদের বাসায় যাবার জন্য রেডি হচ্ছি আবার মিতুর ফোন,
'
=> হ্যা মিতু বলো।
=> ভাইয়া আজকে,,,,,,,,,
=> বুঝেছি আজকেও যাবোনা তাইতো?
=> জ্বি ভাইয়া।
=> আচ্ছা ঠিক আছে।
'
কি করবো কিছু বুঝতেছিনা। পরদিন মিতুকে পড়াতে গেলাম।
'
=> মিতু বাড়ির কাজগুলো হয়েছে?
=> না ভাইয়া কাল হাতে মেহেদী দিয়েছিলাম তাই করতে পারিনি।
=> এভাবে ফাকি দিলেতো তুমি পাশ করতে পারবা না। আচ্ছা ঠিক আছে কাল তুমি এগুলো অবশ্যই করবা।
=> আচ্ছা ঠিক আছে।
'
মিতুকে পড়িয়ে বেড়িয়ে আসতেছি এমন সময় আন্টি ডাক দিলো।
'
=> জ্বি আন্টি আসসালামু আলাইকুম
=> ওয়ালাইকুম ছালাম। তোমার কি কোনো সমস্যা হয়েছে বাবা?
=> কেনো আন্টি?
=> না মানে তুমি মিতুকে দুইদিন পড়াতে আসোনি মিতুকে জিজ্ঞাসা করলাম ও বললো তোমার নাকি কি সমস্যা হয়েছিলো তাই আসতে পারবা না।
'
এখন বুঝতে পারলাম এসবকিছু মিতুর চাল। কি আর করার,
'
=> জ্বি আন্টি একটু সমস্যা ছিলো, এখন থেকে রোজ আসবো।
=> আচ্ছা ঠিক আছে বাবা, এই যে তোমার এমাসের বেতনটা।
=> ধন্যবাদ আন্টি, আসি আন্টি।
=> আচ্ছা ঠিক আছে।
'
পরদিন কলেজ শেষ করে বিকেলে রেডি হচ্ছি মিতুকে পড়াতে যাওয়ার জন্য।আবার মিতুর ফোন।
'
=> হ্যা মিতু বলো।
=> ভাইয়া আজকে আম্মু মার্কেটে যাবে তাই পড়তে পারবোনা।
=> আচ্ছা ঠিক আছে।
'
ফোন কেটে দিয়ে আন্টিকে ফোন দিলাম।
'
=> আসসালামু আলাইকুম আন্টি
=> ওয়ালাইকুম ছালাম।
=> আন্টি আপনি কি আজ কোথাও যাচ্ছেন?
=> নাতো বাবা কেনো কি হয়েছে?
=> না মানে মিতু বললো ও নাকি আজ পড়তে পারবেনা আপনি কোথাও যাচ্ছেন।
=> না আমি কোথাও যাচ্ছিনা।
=> আচ্ছা ঠিক আছে আন্টি।
'
আমি ফোন কেটে মিতুকে ফোন দিলাম,
'
=> মিতু তুমি আমার সাথে একটু দেখা করতে পারবা এখন?
=> হ্যা পারবো কোথায় যাবো বলেন।
'
আমি জায়গার নাম বলে দিলাম কিছুক্ষন পর মিতু আসলো।
'
=> ভাইয়া আপনি আমায় কেনো ডেকেছেন?
=> বসো বলছি।
'
আমার সাথে মিনহাজ আছে। মিনহাজকে আমি একটু দুরে পাঠিয়ে দিলাম। আমি মিতুকে বলতে শুরু করলাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,।
*
চলবে ..............
No comments
info.kroyhouse24@gmail.com