Breaking News

গল্পঃ নিল পরী | পর্ব -০৫

একটু সামনে আসতেই বুঝতে পারলাম এটা পূজা!! আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে ছিলাম!!
- ওও কোথায় থেকে আসলো এই সন্ধা বেলায়!! আর আমাকে দেখে কথা বলতেছে না কেনো?? চারপাশ তাকিয়ে দেখলাম!! একটা লোক ওর পিছনে আসছে!! তাই কথা বলতেছে না হয়তো??
- এখন!! আমি চিন্তার চেয়ে বেশি মুগ্ধ হলাম!! ওর চেহারার দিকে তাকিয়ে!!
- হালকা মেকাপ!! চুলগুলো সুন্দর করে গুছিয়ে বেধে রাখা!! আর ওর পরনের নীল জামাটা একদম ফুটিয়ে রেখেছে??
- সন্ধা বেলায় ওর সুন্দর মুখটা যেনো লাইটের আলোর মতো জ্বল - জ্বল করতেছে!! আর সে আমার দিকে চোখগুলো আড় করে তাকিয়ে আছে??
- ওর আড় করে চাওয়া আর ওর সাজে আমি অবাক হয়ে দাড়িয়ে গেলাম!! ওর কাছে যেতে পারছি না!! কারণ পাশে একজন বয়স্ক লোক?? হয়তো ওর বাবা হবে!! তাই আর কাছে গেলাম না!!
- তারপর পূজা চলে গেলো!! আর আমিও বাসায় চলে আসলাম!! আর অফসোস করতে লাগলাম!!
- থুর একটা বার কথা বলতে পারতাম!! এই সন্ধা বেলায় পরি দেখলাম!! কিন্তু কথাই বলতে পারলাম না!! কেমনটা না লাগে!!
- তারপর খাওয়া-দাওয়া করে রুমে চলে আসলাম!! তারপর ঘুমিয়ে গেলাম!! সকাল বেলায় সেই আগের মতোই গুম ভেঙ্গে গেলো!!
- তাই উঠে রেডি হয়ে চলে গেলাম!! পরীর দর্শন করতে?? আর পৌছে বসে বসে অপেক্ষা করতে লাগলাম ওর!!
- কিছুক্ষণ পর পূজা আসলো!! এসে আমাকে দেখতে পেয়েও ভিতরে চলে গেলো!! তাই আমিও পিছন পিছন গেলাম!!
- পূজাকে দেখলাম একটা মূর্তির সামনে হাত জুড় করে দাড়িয়ে আছে!! তাই আমি ওর পাশে গিয়ে দাড়ালাম!! আর ওর নিষ্পাপ মুখটা দেখতে লাগলাম!!
- সত্যি এই মুখ দেখে কাটাতে পারবো সারাজীবন!! আর ওকে ছাড়া জীবন কল্পনায় আসলেও ভয় পাই!!
- সত্যি আমি শ্রেষ্ঠ ভাগ্যবানদের মধ্যে একজন!! নাহলে ওকে পাওয়া হয়তো সম্ভব ছিলো না!! এসব ভাবনার ঘোর কাটলো পূজার ধাক্কায়!!
- ঐ এভাবে তাকিয়ে কি দেখতেছেন?? ( পূজা)
- তোমাকে?? ( রাজ)
- আচ্ছা তা আপনি এখানে আসলেন কেনো?? ( পূজা)
- কেনো আমি আসতো পারবো না!! ( রাজ)
- না!! এখানে শুধু আমাদের ধর্মের লোকই আসতে পারবে?? ( পূজা)
- ওও!!আসলে কি সমস্যা!! ( রাজ)
- ওনি নারাজ হয়ে যান!! ( পূজা)
- তাই নাকি!! ( রাজ)
- হুম! (পূজা)
- আচ্ছা তুমি নিশ্চয় তোমার প্রভুর প্রিয় একজন বান্ধী!! ( রাজ)
- হয়তো!! ( পূজা)
- হয়তো আবার কি?? এতো সকালে যে আসো পূজা দিতে?? তা কি আর বিফলে যাবে!! তুমি নিশ্চয় প্রিয় একজন!! ( রাজ)
- মানলাম!! তা এতে কি হবে?? ( পূজা)
- তাহলে তুমি আসলে যদি ওনি রাগ না করে!! তাহলে তোমার স্বামী আসলে ওনি রাগ করবেন কেনো!! আর রাগ করলেও তোমার দিকে চেয়ে আর পারবে না রাগ করতে !! ( রাজ😁😁)
😱😱😱!! শয়তান একটা চলো বাহিরে!! ( পূজা)
- হুম চলেন!! ( বলেই বাহিরে চলে আসলাম)
- বাহিরে এসে নদীর পাড়ে বসলাম!! পূজা আমার পর
পাশেই বসলো!!
- আচ্ছা এভাবে প্রতিদিন আসতে তোমার কষ্ট হয় না!! ( পূজা)
- হুম হয়তো?? ( রাজ)
- তাহলে আসেন কেনো?? কিছুদিন পরপর আসলেই তো হয়!! ( পূজা)
ওও ম্যাডাম আসতে কষ্ট হয় সেটা বড় কথা না!!! আসার ওও দুইটা কারণ আছে তাই আসি!! ( রাজ)
- কি কারন??( পূজা)
- প্রথমত হলো আমার কলিজাটা যার কাছে জমা দেওয়া তার কি খবর তা নেওয়ার জন্য??
- আর দ্বিতিয়ত!!! পরী সবাই দেখতে পায় না!! আর আমি যেহেতু একবার দেখা পেয়েছি তাই আমি চাইনা তাকে চোখের আড়াল করতে!!
- কিন্তু পারি না তাই একবার দেখা করতে আসি!! ( রাজ)
- শয়তান একটা!! ( বলেই পূজা আমার বুকে মুখ লুকালো!! আর আমি ওকে জরিয়ে ধরে আছি)
- কিছুক্ষণ পর পূজা আমাকে বলে উঠলো??
- আচ্ছা তুমি যাওয়ার সময় আামকে তোমার সাথে নিয়ে যাবে তো?? ( পূজা)
- আরে বোকা কলিজা ছাড়া আমি বাচবো কি দিয়ে!! ( রাজ
- হা হা সত্যি তুমি একটা পাগল!! ( রাজ)
- হুম!! ( রাজ)
- আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে?? ( পূজা)
- আমি - আব্বু-আম্মু - ভাইয়া-ভাবি আর একটা ছোট বোন!! ( রাজ)
- ওও!! ( পূজা)
- তোমার ফ্যামিলির মধ্যে কে কে আছে?? ( রাজ)
- আমি-আব্বু-আম্মু আর বড় ভাইয়া!! ( পূজা)
- তার মানে তুমি বাড়ির ছোট মেয়ে!! আর আমি ছোট ছেলে?? ( রাজ)
- তোমার না একটা বোন আছে ছোট?? ( পূজা)
- আরে আমি ছেলের কথা বলছি!! ( রাজ)
- ওও!! তা ঠিক!! ( পূজা)
- তা ছোট পরী!! আপনি কাল সন্ধায় কোথায় গিয়েছিলেন?? ( রাজ)
- একটু বাজারে গিয়েছিলাম!! ( পূজা)
- কেনো?? ( রাজ)
- এমনি একটু কাজ ছিলো!! ( পূজা)
- তা এত সেজে বাজারে যান কেনো?? ( রাজ)
- কোথায় সাজলাম!! ( পূজা)
- ঐ কাল সন্ধায় আপনাকে দেখে আমি হ্যাং হয়ে যাই!! সেই মায়াবতী মুখটা দেখে!! আর একটু হলে তো রুপের জ্বলকে পুরে ছাই হয়ে যেতাম!! ( রাজ)
- চুপ শয়তান!! ( বলেই আমাকে জরিয়ে ধরলো)
- হুম সত্যি!! কবে যে হার্ট এটাক করে মারা যাই তা বলতে পারি না!! ( রাজ)
- কেনো?? ( পূজা)
- সকাল সন্ধা পরী দেখলে কেই বা নিজেকে ঠিক রাখতে পারবে বলো?? ( রাজ)
- তা পরীটা যে এখন আপনার বুকে মাথা রেখে বসে আছে তাতে কিছু হয় না বুঝি?? ( পূজা)
- হুম হয় তো!! ( রাজ)
- কি হয় শুনি একটু!! ( পূজা)
- মনে হচ্ছে পৃথীবীর সব সুখ এসে আমাকে জরিয়ে ধরে বসে আছে!! আর আমি তাকে জায়গা দিয়েছি আমার বুকে?? ( রাজ)
- বাহ এত রোমান্টিক আপনি?? ( পূজা)
- তোমার জন্য সব হতে পারি?? ( রাজ)
- বেশি না সারাজীবন আমাকে ভালোবাসবেন তাহলেই হবে?? ( পূজা)
- এটা তো আপনি না চাইলেও করবো!! ( রাজ পূজাকে জরিয়ে ধরে বললো)
- আচ্ছা এখন তাহলে আসি?? ( পূজা)
- না আরো একটু পরে??? ( রাজ)
- আচ্ছা!! ( বলেই আবার পাশে বসে পড়লো!!)
- আচ্ছা তোমার পরিবার মেনে নিবে তো আমাকে?? (রাজ)
- না!! তাইতো আমি তোমার সাথে চলে যাবো আর ফিরেও আসবো না ওদের কাছে!! ওরা কখনোই মেনে নিবে না!! ( পূজা)
- তুমি যা চাও তাই হবে ঠিক আছে?? ( রাজ)
-- হুম!! ( পূজা)
- আচ্ছা তোমার বাসার কেউ যদি দেখে ফেলে আমাদের!! ( রাজ)
- তাহলে আমি সবাইকে বলে দিবো!! আমার কলিজাটা ওর মাঝে বন্ধী!! ( পূজা)
- তাতেও যদি না মানে?? ( রাজ)
- তখন তুমি আছো না!! ( পূজা)
- হুম!! প্রয়জনে সব করতে রাজি আমি?? ( রাজ)
- হুম!! আচ্ছা তাাহলে চলেন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি!! ( রাজ)
- দরকার নেই আপনি চলে যান আমি একাই চলে যাবো!! ( পূজা)
- আচ্ছা 😒😒!!( রাজ)
- মন খারাপ করলেন নাকি?? ( পূজা)
- না!! ( রাজ)
- ওও তাহলে আসি!! ( বলেই গালে একটা কিস করে দৌড়)
- আমি ওর এমন আচরণ দেখে টাসকি খেয়ে গেলাম!! কি করলো ওও!! আসলেই পাগলী একটা!!
এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম!! বাসায় ডুকতেই আন্টি ডাক দিলো??
- হুম বলো আন্টি!! ( রাজ)
- কোথায় গিয়েছিলে?? ( আন্টি)
- বাহিরে!! ( রাজ)
- ওও আচ্ছা আয় খেয়ে যা!! ( আন্টি)
- হুম তুমি খেতে দাও আমি আসতেছি!! ( রাজ)
- তারপর খাওয়া-দাওয়া করে রুমে এসে বসে বসে মোবাইল টিপতে লাগলাম!!
- তখনই আবির আর সাহিদ রুমে আসলো??
- বাহ আজকাল মজনু সাহেব রে তো রুমে পাওয়া দাই!! ( সাহিদ)
- হুম!! ( রাজ)
- তা ভাবির কি খবর!! ( সাহিদ)
- হুম ভালো!! ( রাজ)
- রাজ মেয়েটা সত্যিই অনেক ভালো জানিস ওও কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলে নি!! সবসময় চুপ করে থাকতো!!
- আমি অবাক হলাম ওকে কথা বলতে দেখে!! জানিস ক্লাসের সবাই ওকে বোবা বলে ডাকতো!!
- তুই সত্যিই লাকি যে এমন একটা মেয়েকে জীবন সঙ্গি হিসেবে পাবি!! আমরা সবাই তোর সাথে আছি?? যা করা লাগবে করবো প্রয়োজনে!! ( সাহিদ)
- Thanks,, আর জানি তোরা থাকবি!! ( রাজ)
- হুম!! ( সাহিদ)
- আচ্ছা আঙ্কেল জানে আমাদের ব্যাপারে!! ( রাজ)
- হুম সব জানে??(সাহিদ)
- তো কি বলেছে ওনি!! ( রাজ)
- আব্বুও হেল্প করবে তোকে?? ( সাহিদ)
- তাহলে তো আর কোনো চিন্তাই নেই!! ( রাজ)
- হুম আচ্ছা চল বাহির থেকে ঘুড়ে আসি!! ( আবির)
- হুম চল!! ( তারপর সবাই মিলে বাহিরে চলে গেলাম ঘুরতে)
- বাসায় এসে হা পা ধুয়ে খাওয়া-দাওয়া করে দিলাম এক ঘুম!!
- ঘুম ভাঙ্গলো................!!!!!
( চলবে............ ।।!!!)
[[গল্পটা পড়ার সময় নিজেকে নায়কের জায়গায় / নায়িকার জায়গায় বসিয়ে ভাবেন তাহলেই আসল মজা পাবেন গল্পের!!]]
- আলবিদা...............!!!

No comments

info.kroyhouse24@gmail.com