গল্পঃ নিজ কৃতকর্মের ফল
একটা রিলেশন
দু’জনের যেকোন একজন “শেষ” বললেই কি শেষ হয়েযায়..??
হোক সেটা সত্য অথবা মিথ্যা কোন সম্পর্ক
তবুওকি সেটা শেষ হয়ে যায়…??
আমার মতে ”না”.
তা কখনোই হবার নয়
এমনকিকোনদিনও হওয়ার নয়…
তুমিদিনের পর দিন তারসাথে মিশেছো,,
তারছোঁয়া,,তার গায়ের ঘ্রাণ নিয়েছো অজস্রবার,,
তাকেনিয়ে সময় কাটিয়েছো নিযুত-কোটি সেকেন্ড,,
তারঅনুরণনে তার স্পন্দনে স্পন্দিত হয়েছো লাখো বার,,
এসবকি কখনো ভুলে যাওয়ার…?
হোকনা সেটা একটা মিথ্যা একটা সম্পর্ক ছিল..
হয়তোকোন কোন রাতে তার শিরা ধমনীগুলোয়,,
তুমিহিমোগ্লোবিন হয়ে প্রবাহিত হয়েছিলে,,
কিংবাকোন এক রাতে তুমিতার বুকের উষ্ণতায়,,
নিজেকেহারিয়ে ফেলেছিলে,,
অথবানির্জন কোন পথে তার সাহস হয়ে,,
তারপথের সঙ্গী হয়েছিলে,,
এসবকি কখনো ভুলে যাওয়ার…?
হোকনা সেটা একটা মিথ্যে মায়ার সম্পর্ক ছিল..
আজতুমি তাকে ছেড়ে দিয়েছো পথের মধ্যখানে..
হয়তোতার পথটা বন্ধুর কিংবা সমতল,,
তবুওতুমি তাকে ছেড়ে দিয়ে আসলেই অন্যায় করেছো..
যদিওতার প্রতি তোমার ভালোবাসাটা ছলনা কিংবা মিথ্যা মায়ার ধুম্রজাল ছিল,,
তবুওতার সাথে এমনভাবে বেঈমানী করাটা উচিত এবং কর্তব্য ছিল না তোমার…
তুমিতাকে ফেলে আসার পর,,
তোমারআড্ডার আসরে সবার মধ্যমণি হয়ে তাকে নিয়ে বিদ্রুপ করছো,,
তারআবেগগুলোকে হাসি ঠাট্টা-তামাশায় রূপান্তরিত করছো,,
এবংসকলের বা-হ-বাশুনে নিজেকে চালাক সম্বোধনে ভূষিত করছো..
এমনকিতার প্রতি তোমার একটুও আবেগ বা অনুভূতি নেই,,
এসববলে বেড়াচ্ছো…
তাকি আসলেই সত্যি…?
যদিওহয়তো ভালোবাসাটা মিথ্যে এক কুহেলিকা ছিলতোমার জন্য…
নাহ..
একদমইতা সত্যি নয়…
বিধাতাকিংবা সৃষ্টিকর্তা বলে কেউ যে একজন আছেন,,
এবংতার হিসাব যে চুলচেরা বিশ্লেষিত,,
তাতো তিনি ভোলার নন…
আজহোক কিংবা কাল হোক তুমি সেটা ফেরত পাবেই,,
অনু-পরমাণু অথবা বিন্দু-বিসর্গ হলেও…
মাঝেমাঝে ওসব অতীত স্মৃতিগুলো,,
তোমারসুখনিদ্রার মাঝে হায়েনার মত হানা দেবে…
অথবাতোমার নির্জনতায় কিংবা অন্ধকারে,,
যাতনাহিসেবে তোমার একান্ত অনুরক্ত সঙ্গী হবে…
আরতুমি তোমার অতীতের,,
সেইরোমাঞ্চের সুখানুভূতিগুলোকে পুড়িয়ে দিয়ে,,
দীর্ঘশ্বাসফেলে মুক্তি পেতে চাইবে…
কিন্তুএতো সহজে তো মুক্তি মিলবেনা তোমার..
মিলবেকি…?
নাহ…কখনোই না…
তুমিদীর্ঘশ্বাস ফেলার জন্য হাঁসফাঁস করবে…
তোমারপ্রশ্বাসের নালীটা সেই বিষ-নিশ্বাস দিয়ে পরিপূর্ণ হতে থাকবে..
তুমিসহজেই মুক্তি পাবার জন্য ব্যকুল হয়ে থাকবে…
কিন্তুযদি কখনো তোমার সেই মুক্তির দীর্ঘশ্বাস,,
একবারপড়েই যায়,,
তাহলেঠিক তখন থেকেই তোমার প্রায়শ্চিত্ত শুরু…
আরএই প্রায়শ্চিত্তই তোমায় পোড়াবে ক্ষণে ক্ষণে,,
সময়েকিংবা অসময়ে…
তুমিমুক্তির জন্য ছটফট করবে,,
আরঅপরদিকে তোমার দেয়া যাতনাগুলো সে ক্ষয়ে ক্ষয়েসয়ে কমাবে…
আরতাকে দেয়া প্রাপ্যের,,
পুঙখানুপুঙখঅভিশাপগুলো,,
তুমিসর্বোচ্চ সময় পর্যন্ত বয়ে বেড়াবে…
আরচিৎকার করে বলতে থাকবে,,
মুক্তি চাই,,আমায় মুক্তি দাও…!!
No comments
info.kroyhouse24@gmail.com