বদলে গেছি আমি
রোজ রাতে ঘুমানোর আগে ফোনটা খুব
কাছে রেখে দিতাম,যাতে করে আম্মুর
চোখে না পড়ে।ফোনটা হাতছাড়া করতেই
চাইতাম না কারন আম্মু যদি জানতে পারে
আমি তোমার সাথে কথা বলছি তাহলে খুব
মুশকিল হয়ে যাবে,বকা দিবে আমায়।এখন
ঘুমানোর পর ফোন কই থাকে সেটার কোন
হিসেব থাকেনা,ঘুমানোর পর আম্মু নিজেই
ফোনটা ড্রয়ারের মধ্যে রেখে রুমের লাইট
অফ করে চলে যান।তুমি চলে যাওয়াতে
পালটে গেছে নিয়ম।
যেদিন তোমায় মন থেকে মুক্ত করে
দিয়েছিলাম সেদিন খুব কান্না
করেছিলাম আম্মুকে জড়িয়ে ধরে,ডাইরির
৪৫ তম পেজে লিখে রেখেছিলাম আমি
তোমার প্রিয়জন ছিলাম না,আমি ছিলাম
তোমার প্রয়োজন।একদিন তোমাকে
ফিরতেই হবে।
এরমাঝে কয়েক বছর কেঁটে গেছে,তুমি
তোমার মতো করে নিজেকে গুছিয়ে
নিয়েছো,আমি অগোছালোই রয়ে গেছি।হুট
করে যেদিন ফিরতে চাইছিলে যেদিন
আমি খুব করে হেঁসেছিলাম,ডাইরিটা বের
করে ৪৫ নং পেজের নিচের দিকে বড় করে
লিখে রেখেছি আজ তুমি ফিরতে
চাও,সেদিন আমার বলা কথাটা সত্য হয়ে
গেল।
আমি সেদিন তোমাকে ফিরিয়ে
নেইনি,আমি কোনদিন তোমাকে ফিরিয়ে
নিবো ও না।বুকের বামপাশের চিন চিন
করে ব্যাথাটা ভূলে যাওয়ার মতো নয়,তুমি
ছাড়া বিছানায় শুয়ে কাঁটা মুরগির মতো
ছটফট করার কষ্টটা এতো তাড়াতাড়ি করে
ভূলে যাওয়াত মতো নয়।তোমার বলা শেষ
কথা গুলো এখন ও মাঝে মাঝে রাতের ঘুম
কেড়ে নেয়,অন্তরে বিঁধে যায়।
আমার আর নতুন করে কোন ডাইরির পেজ
নষ্ট করার কোন ইচ্ছে নেই,৯ টাকায় কেনা
২৫ মিনিট তখন আমার কাছে খুব দামি মনে
হলে ও তোমার কাছে শুধু ৯ টাকায় মনে
হতো,এতো সস্তায় আবেগ বিক্রি করার
মতো ছেলে আমি নয়।তাই সেদিন ই তোমার
নাম্বারটা বি লিষ্ট করেছি,যাতে করে
তোমার মায়া আমায় আঘাত করতে না
পাড়ে।
হুম আমি এমনই,আমরা এমনই,আমরা যারা
সত্যিকারের ভালোবাসতে পারি,আমরা
আঘাত পাওয়ার পর পাষান ও হতে
পারি,আমাদের কষ্ট কেউ না দেখলে
আমরা ও কারো কষ্ট দেখবোনা,প্রয়োজন
হলে আরো বেশি করে দেখিয়ে দিবো
আমরা ভূল ছিলাম না।তোমাদের মতো
বেইমানের জন্য কোন মায়া নেই আমাদের
মনে।আমরা এমনই….
No comments
info.kroyhouse24@gmail.com